ফেবু স্ট্যাটাস

আজকাল ফেসবুকে কোনো স্ট্যাটাস খুঁজে পাই না! কিন্তু স্ট্যাটাস তো দিতে হবে! আমিও যে ফেসবুক use করতে পারি, এটা তো মানুষকে বোঝাতে হবে! তার চেয়ে বড় কথা, সবাইকে তো জানাতে হবে আমারো একটা মাল্টিমিডিয়া মোবাইল আছে!

কবিতা আর লেখা হয় না। তাই বিকল্প হিসেবে কিছু বাংলা গানের প্যারোডি করার চেষ্টা করেছিলাম। সে গুলোর আংশিক সংকলন এই নোট!

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই শুরু করলাম।

১) রবীন্দ্রনাথের আমলে বাবা মায়েরা লেখাপড়া নিয়ে এতো ঝামেলা করতো না। তাই কবিগুরুও লেখাপড়া নিয়ে রাতের ঘুম নষ্ট করেন নাই। কিন্তু দেশ ও জাতির স্বার্থে আমাকে চিন্তা ভাবনা করতে হয়েছে! তারই ফলাফল হিসেবে “সখি ভাবনা কাহারে বলে” গানটার study version:
আম্মু, ভাবনা কাহারে বলে?
আম্মু, যাতনা কাহারে বলে?
তুমি যে বলো দিবসো রজনী পড়াশোনা পড়াশোনা…
আম্মু, পড়াশোনা মোরে দিয়া নাহি হয়, আম্মু কেবলি তা যাতনাময়।
সেকি কেবলি মুখস্থ করা?
সেকি কেবলি দুখের শ্বাস?
তবে লোকে মুখস্থ কেনো করে?
কমন আসিবে কিনা নাহি বিশ্বাস!!!

২) “আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল” খুবই রোমান্টিক একটা গান! বহু নারী পুরুষের মনের কথা বলা আছে এই গানে! কিন্তু ছাত্রজীবনে প্রেম করা নিষেধ! ; তাই বলে কি ছাত্রছাত্রীরা রবিবাবুর এই সুর থেকে বঞ্চিত হবে?? কখনোই না!!! তাদের জন্য এই গানের exam hall version:
আমি অন্যের খাতা দেখিতে ব্যাকুল, দেখাইলোনা কেহ!
স্যার তো গেলো না, স্যার তো গেলো না, স্যার তো গেলো না,
যারে সপিলাম এই শ্রদ্ধা ভক্তি, সে করিল সন্দেহ!
আমি অন্যের খাতা দেখিতে ব্যাকুল, দেখাইলোনা কেহ!
সেকি মোর কাছে প্রাইভেটের টাকা চাহে!
সেকি ঘুষের গীতও গাহে!
সেকি মোর কাছে টাকা চাহে!
সেকি ঘুষের গীতও গাহে!
যার হুঙ্কার ধ্বনি শুনিয়া,
আমি দিলাম আরো টাকা মিষ্টি সহ,
আমি অন্যের খাতা দেখিতে ব্যাকুল, দেখাইলোনা কেহ….

৩) সবাই এখন ফেসবুকে like আর comment এর ভিখারী! (আমি নিজেও! নিচে একটা like button আছে। মনে করাই দিলাম! )
তাই এবার “আগুনের পরশমণি” গানটার like & comment version:
লাইকের পরশমণি ছোঁয়াও এ খানে…
এ স্ট্যাটাস পূর্ণ করো
এ স্ট্যাটাস পূর্ণ করো লাইক দানে
লাইকের পরশমণি ছোঁয়াও এ খানে…
আমার এই স্ট্যাটাসখানি তুলে ধরো,
তোমার ঐ প্রফাইলে শেয়ার করো,
নিশিদিন কমেন্ট পরুক সবার আহবানে..
লাইকের পরশমণি ছোয়াও এ খানে…
কমেন্টের গায়ে গায়ে লাইক তব,
সারারাত আসুক কমেন্ট নব নব…

৪) “সেদিন দুজনে দুলেছিনু বনে” গানটা অনেকের জন্যই এখনো ভবিষ্যৎ! তবে নিচের এই mobile version টা অনেকেরই বর্তমান!
সেদিন দুজনে হেসেছিনু ফোনে,
নেটওয়ার্কে বাঁধা দুজনা….
সেই নাম্বারটা কভু ক্ষণে ক্ষণে,
ডায়াল করো তোমার ফোনে;
ভুলনা ভুলনা ভুলনা….
সেদিন দুজনে হেসেছিনু ফোনে,
নেটওয়ার্কে বাঁধা দুজনা….

(আবার অনেকের জন্য এটা অতীত। থাক, পুরনো কথা মনে করায় দিয়ে তাদের আর দুঃখ দিব না!)

৫) নতুন বছর চলে এসেছে। নতুন বছরের শুরুতে অনেক আনন্দ উৎসব হয়! কিন্তু দুঃখের বিষয়, এ সময় আমরা শুধু ইংরেজি আর হিন্দী গান বাজাই। কেন, ১লা বৈশাখে আমরা বাঙ্গালী, আর ১লা জানুয়ারীতে কি আমরা বাঙ্গালী না?? তাই সবার জন্য “এসো হে বৈশাখ” এর january version:
এসো হে জানুয়ারী!
এসো এসো…
শীতল-নিশ্বাসবায়ে-
রাজাকারদের দাও উড়ায়ে!
ওদের বিচার করতে আমরাও পারি! পারি! পারি!
এসো হো জানুয়ারী!
এসো এসো…

ওরা দেশের করে ক্ষতি
ভালো না ওদের মতিগতি
তাই ওদের সাথে নেবো আড়ি! আড়ি! আড়ি!
এসো হে জানুয়ারী!
এসো এসো…

ভুলে যাও ক্ষমা, তাই ফাসিতে ঝুলুক ওরা,
ওদের মৃত্যুতে শুচি হোক ধরা।
ঘৃণার আবেশরাশি
প্রদান করো বেশিবেশি
চলো চলো চলো তব ওদের আজ মারি!
দেখাবো আমরাও পারি!
এসো হে জানুয়ারী!
এসো এসো…

(আমাদের new year resolution এমনই হওয়া উচিত)

…………………..

আজ এইটুকুই! আমি গান গাইতে পারি না… পারলে নিজেই গাইতাম! আগ্রহীরা গানগুলো গেয়ে ফেলতে পারেন! গানের কথা আমি লিখে দিলাম.. আর সুর তো রবীন্দ্রনাথ বহুদিন আগেই করে রেখেছেন!!!

 

– আসিফ শুভ

অন্য স্বর সম্পর্কে

ননরেজিস্টার্ড সদস্যগণও যেন সরবে লিখতে পারেন সেই জন্য এই একাউন্ট। যোগাযোগ পাতায় কিছু লিখে জমা দিলে সরব এর মডারেটরগণ তা মূল্যায়ন করবেন। মনোনীত হলে এই একাউন্ট দিয়ে ছাপা হবে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

7 Responses to ফেবু স্ট্যাটাস

  1. সামিরা বলেছেনঃ

    মজার হয়েছে। 😀
    আর ছাত্রজীবনে প্রেম করা নিষেধ নাকি! আমি তো দেখি বেশিরভাগ ছাত্রজীবনেই প্রেম করে। 😛
    :welcome:

  2. অক্ষর বলেছেনঃ

    অনেক সুন্দর হয়েছে, আর যা লিখছেন না, এক কথায় অসাধারণ , চালিয়ে যান ।
    :welcome:

  3. বোহেমিয়ান বলেছেনঃ

    এইটা অভিনয় করে দেখানো গেলে আরও জোশ হত! 😀

  4. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    অসাধারণ! :dhisya:

    খুবই মজার হয়েছে।
    সরবে স্বাগতম আপনাকে :welcome:

  5. অবন্তিকা বলেছেনঃ

    ওরে! শুভ! :welcome:

  6. নিশম বলেছেনঃ

    অস্থির অস্থির অস্থির !!! :dhisya: :dhisya: :dhisya:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।