মৃত্যু, তুমি কেমন?

মৃত্যু কেমন হয় খুব ভাবতাম আমি,
হঠাৎ আঁধার ঘনিয়ে আসা কালবোশেখী আকাশের মত,
বেরিয়ে আসতে চাওয়া দুঃস্বপ্নটার মতো,
নাকি-
এক মূহুর্তে চোখের সামনে ছুটতে দেখা
সারাটা জীবন।

মৃত্যু কেমন হয় খুব ভাবতাম আমি-
দাদাটা যখন মরে গেলো চোখের সামনে
পানি, পানি বলে মৃদুস্বরে,
তখন মনে হচ্ছিলো মৃত্যু আগুনের মতো,
বুকের ভিতর জ্বলতে থাকা
জলের কামনা বুঝি আগুন নেভাতে।
বাবা-মা যখন একসাথে চলে গেলেন ওপারে,
ভেবেছিলাম-
মৃত্যু, বড্ড নিষ্ঠুর তুমি,
কেমন করে কেড়ে নাও ভালবাসার চাদর?
তুমি কী ভীষণ শীতল?
ভালবাসার উষ্ণতা তুচ্ছ তোমার কাছে।

মৃত্যু কেমন হয় খুব ভাবতাম আমি,
কিন্তু, বাঁচার যে বড্ড সাধ,
আবার একটা চাকরী,
মেয়েটার স্কুলের নতুন জামা,
প্রিয়ার শরীরে নতুন শাড়ি এক-
স্বপ্ন দেখার যে বড্ড রোগ আমার।

বাসের চাকার নীচে দেখলাম তোমায়,
লাল চাদরের মত ঢেকে যাওয়া দু’চোখে,
শেষ শত টাকা পকেটে অনিশ্চিত সংসার ছেড়ে
অন্য জগতে পাড়ি,
তুমি কেমন খুব ভাবতাম আমি,
আজ তোমায় চিনলাম-
তুমি রক্তে ঢেকে যাওয়া আমার নিথর দেহের পাশে,
স্বপ্ন দেখার অধিকার ছিনতাই।

(গতকাল বাসচাপায় মারা যান, সাংবাদিক দীনেশ দাস। চাকরী হারিয়ে নিঃস্ব ব্যক্তিটি পকেটে শেষ ১০০ টাকা নিয়ে বের হয়েছিলেন মেয়েকে স্কুলে পৌছে দিতে। ফেরার পথে বাসচাপায় পৃথিবী ছেড়ে চলে যান তিনি……নাকি বলবো ফেরার পথে বাসচাপায় হত্যা করা হয় তাকে?

তার মেয়েটার নাম অন্বেষা অথৈ। যে মেয়েটাকে স্কুলে পৌছে দিয়ে ফেরত আসছিলেন তিনি, যে মেয়েটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার। এখন মেয়েটা কি কান্নাভরা চোখে তার স্বপ্নের পথ খুঁজে পাবে?)

স্বপ্ন বিলাস সম্পর্কে

বাস্তবে মানুষ হবার চেষ্টা করে যাচ্ছি। জীবনের নানা পথ ঘুরে ইদানীং মনে হচ্ছে গোলকধাঁধায় হারিয়েছি আমি। পথ খুঁজে পাওয়ার চেষ্টা করি আর দেখে যাই চারপাশ। ক্লান্ত হয়ে হারাই যখন স্বপ্নে, তখন আমার পৃথিবীর আমার মতো......ছন্নছাড়া, বাঁধনহারা। আর তাই, স্বপ্ন দেখি..........স্বপ্নে বাস করি.....
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

20 Responses to মৃত্যু, তুমি কেমন?

  1. সাথী বলেছেনঃ

    খারাপ লাগছে খুব …… 🙁

  2. বোহেমিয়ান বলেছেনঃ

    আমরা মানুষ!

    আমি হয়ত মানুষ নই! 🙁

  3. অবন্তিকা বলেছেনঃ

    দাদা, দেশটার নাম বাংলাদেশ। কান্নার ভীড়ে এখানে এখন আর স্বপ্নের ঠাঁই নেই। 😐

  4. অদ্ভুত ছেলে বলেছেনঃ

    মৃত্যু- “এক মূহুর্তে চোখের সামনে ছুটতে দেখা
    সারাটা জীবন “:huzur:
    কেন যেন ভালো মানুষেরা বেশিদিন বাচতে পারেন না 🙁

  5. ফিনিক্স বলেছেনঃ

    মন্তব্য করার মত কোন ভাষা খুঁজে পাচ্ছি না।

  6. মুবিন বলেছেনঃ

    এই বিশ্বের নিশ্চিততম বিষয় হলো মৃত্যু আর সবচেয়ে অনিশ্চিততম বিষয়
    হলো মৃত্যুর সময়।

    সবাইকেই মারা যেতে হবে তবে কেউ জানে না কখন যেতে হবে।
    🙁

    • স্বপ্ন বিলাস বলেছেনঃ

      “এই বিশ্বের নিশ্চিততম বিষয় হলো মৃত্যু আর সবচেয়ে অনিশ্চিততম বিষয়
      হলো মৃত্যুর সময়।”
      কোন সন্দেহ নেই………

  7. মন খারাপ করা সুন্দর 🙁

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।