আজ তোদের কথা মনে পড়ে

সকাল থেকেই বাইরে খুব বৃষ্টি হচ্ছে,ঝুম বৃষ্টি। আমার শুধু থেকে থকে তোদের কথাই মনে পড়ছে।

মনে আছে,ওই যে আমরা সবাই মিলে একদিন ঝুম বৃষ্টিতে ধানমন্ডী থেকে ভার্সিটিত হেটে গিয়ছিলাম। এক রিকশা থেকে এক মহিলা মাথা বের করে বলেছিলেন,বাবুরা,ঠান্ডা লাগবে,বৃষ্টিতে ভিজোনা। তা নিয়ে আমাদের কি হাসাহাসি!

এখন যখন বুঝি মহিলার কথাটা ঠিকই ছিলো,তখনো আবার তোদের সাথে বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে।

স্কুল থেকে পালিয়ে সংসদ ভবনের মাঠে ফুটবল  খেলতে গিয়েছিলাম তোদের সাথে। তারপর এমন বৃষ্টি নামলো যে একজন আরেকজনকে দেখতে পারিনা। বাসায় এসে আমার খাতাগুলোকে চুলার উপর ২ দিন ঝুলিয়ে রাখতে হয়েছিলো। ১০০ পেজ এর খাতা হয়ে গিয়েছিলো ৮০০ পেজ এর খাতার মতো।

তোর কি মনে আছে,সারা রাত জেগে রাস্তায় রাস্তায় গান গাওয়ার দিনগুলো। যখন যে গান মনে আসে। নতুন কিছু মনে না আসলে একটাই অনেকবার গাওয়া।

মন খারাপের দিনগুলো কি অদ্ভূত ছিলো,তাইনা। কিছুই জানিনা,কিছুই বুঝিনা,শুধু বুঝি তুই যা বলেছিস সেটাই ঠিক। বাকি সব ভুল। দরকার হলে তা নিয়ে অন্যদের সাথে ঘাড়ের রগ ফুলিয়ে তর্ক করতে রাজি আছি।

একবার রাত ১টায় কার্জন হলের মাঠে কাবাডি খেলেছিলাম তোদের সাথে। কার্জন হলের পাশে রাতের বেলা গেলেই কেনো যে এই কথা মনে পড়ে।

পরীক্ষায় কজন আরেকজনেরটা দেখতে দিয়ে কত ধরা খেয়েছি। দুইজন একসাথে বকা খাওয়া। এতো বকা খেয়েও যে ইদানীং আরো বকা খেতে ইচ্ছে হয়।

ট্রেন জার্নিগুলোর কথা মনে আছে? সারারাত জেগে বসে রইলাম,সূর্যদয় দেখবো। ভোরবেলা ঠান্ডা বাতাসে ঘুমিয়ে গেলাম।

এরকম আর কতো কথা মনে করবো? শেষ হবেনা যে……

আজকাল দেখাই হয় না অনেকের সাথে। দেখা হয় তাদের ফেসবুক স্ট্যাটাস এর সাথে। তাদের ঘাড়ে থাবা দিয়ে বলা হয়না,কেমন আছিস। তোদের কোন ভালো খবর শুনেই বলা হয় না,খাওয়া। কেউ চাকরী নিয়ে ব্যস্ত,কেউ দেশের বাইরে,কেউবা সময়ের সাথে সাথে চলে গেছে অনেক দূরে।

আমার স্মৃতিতে কিন্তু তোরা আমার সাথেই আছিস।

পারলে তোরা সায়ানের গানটা শুনিস তো। এই গানটা শুনে তোদের কথা যে বড় বেশি মনে পড়ে।

কত ঝগড়া-বিবাদ সুখের স্মৃতিতে
ভরে আছে শৈশব
তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো
ভালোবাসছি অসম্ভব।

 

ভালো থাকিস ‘বন্ধুরা’।

 

 

স্বপ্ন বিলাস সম্পর্কে

বাস্তবে মানুষ হবার চেষ্টা করে যাচ্ছি। জীবনের নানা পথ ঘুরে ইদানীং মনে হচ্ছে গোলকধাঁধায় হারিয়েছি আমি। পথ খুঁজে পাওয়ার চেষ্টা করি আর দেখে যাই চারপাশ। ক্লান্ত হয়ে হারাই যখন স্বপ্নে, তখন আমার পৃথিবীর আমার মতো......ছন্নছাড়া, বাঁধনহারা। আর তাই, স্বপ্ন দেখি..........স্বপ্নে বাস করি.....
এই লেখাটি পোস্ট করা হয়েছে হাবিজাবি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

28 Responses to আজ তোদের কথা মনে পড়ে

  1. সামিরা বলেছেনঃ

    🙁
    মন খারাপ হল।

  2. বোকা মানুষ বলেছেনঃ

    ভিজতে চান। চলেন আকাশের নিচে এখন অনেক বৃষ্টি। !!!

  3. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    বন্ধুদের সাথে সময় সবার জন্যই প্রিয় স্মৃতি । সেই সময় গুলো মনে পরলেই হারিয়ে যেতে হয়

  4. বোহেমিয়ান বলেছেনঃ

    আজকাল দেখাই হয় না অনেকের সাথে। দেখা হয় তাদের ফেসবুক স্ট্যাটাস এর সাথে।

    একদম সত্যি কথা 🙁

  5. মাহমুদ ফয়সাল বলেছেনঃ

    আজকাল দেখাই হয় না অনেকের সাথে। দেখা হয় তাদের ফেসবুক স্ট্যাটাস এর সাথে।

    সত্যি কথা! আর হ্যাঁ, লেখাটা মন ছুঁয়ে গেলো। অনেক সুন্দর!

  6. ফিনিক্স বলেছেনঃ

    বন্ধু মানে মেঘলা দুপুর
    শিশির ভেজা ভোর
    তোরই জন্য রোদে ভিজে
    হাঁটছি এতোটা দূর…

  7. শিশিরকণা বলেছেনঃ

    যদিও দেখা হয় ফেসবুক স্ট্যাটাস এর সাথে, কিন্তু বন্ধুরা অমলিন এ হৃদয় মাঝে |
    স্বপ্ন বিলাস,
    তুমি তো দেখি স্বপ্নের মত লিখালিখি শুরু করলে , তোমার লিখার ভক্ত হয়ে গেলুম যে…. :clappinghands: :penguindance:

  8. মন ছুয়ে যাওয়া লেখা।

    আমি ভাগ্যবান। কাছের বন্ধুরা এই ইউনিভার্সিটি লাইফেও কাছেই আছে।

  9. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    আছি,এখনো বদমাইশ আছি। তুই বদমাইশ আছিস তো? :p

  10. নীল বলেছেনঃ

    আমিও বন্ধুত্ব দিবসে একটা লেখা শুরু করেছিলাম, শেষ করা হয়ে উঠে নাই! 🙁

  11. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    বন্ধুদের কথা কত মনে পড়ে! অথচ বছরের পর বছর দেখা নাই…নাই… নাই…
    পুরানো দিনে ফিরে গেলাম…ভাল লেগেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।