[slideshare id=10986342&doc=random-120112053022-phpapp02]
কোন শব্দের বানান নিয়ে দ্বিধা থাকলে চট করে নিশ্চিত হওয়ার জন্য অনলাইনে শৈলেন্দ্র বিশ্বাসের “Samsad Bangla-English Dictionary” ((http://dsal.uchicago.edu/dictionaries/biswas-bengali/)) ব্যবহার করতে পারেন। (লিঙ্ক ফুটনোটে)
[এই পোস্টটি বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি অনুসারে তৈরি]
বানান সিরিজের আগের পোস্টগুলো:
বানান বিভ্রাট – ২
বানান বিভ্রাট
সামিরা সম্পর্কে
পীচ-গলা তরলে আটকে পা, দুঃস্বপ্ন অন্ধ দুই চোখে/ অসতর্ক হৃদয় পোষ মানে মিথ্যে বলার আফসোসে...///
প্রকাশিত লেখার কপিরাইট সংশ্লিষ্ট লেখক সংরক্ষণ করেন এবং লেখকের অনুমতি ছাড়া লেখা আংশিক বা পূর্ণভাবে কোন মিডিয়ায় পুন:প্রকাশ করা যাবে না।
এই লেখাটি পোস্ট করা হয়েছে
সচেতনতা-এ এবং ট্যাগ হয়েছে
বানান বিভ্রাট,
বাংলা বানান।
স্থায়ী লিংক বুকমার্ক করুন।
চমৎকার! :clappinghands:
নিজের অনেকগুলো ভুল ধরতে পারলাম। আশা করি ঠিক করতে পারবো এখন থেকে। 🙂
ধন্যবাদ ভাইয়া।
আমিও নিজেও অনেক জিনিস শিখলাম এটা বানানোর সময়। 😀
ভালো লাগলো। 🙂 নতুন কিছু জিনিস শিখলাম। 🙂
আমিও আপু। 😛
কমেন্টের জন্য অনেক ধন্যবাদ! 😀 😀
স্যালুট ছাড়া আর কি বলতে পারি??
🙂
তবে শিখলাম না, ভুল করলে, ধরিয়ে দিও… 🙂
মানে? 🙁 মনে রাখার মত হয় নি, তাই না? ভুল ধরিয়ে দিতে যাতে না হয় সেই জন্যই তো বানালাম। 🙁
অসাধারণ হয়েছে সামিরা!
সহজভাবে সবকিছু বুঝিয়ে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এই পোস্ট সবার শেয়ার করা উচিত।
খুব প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
😀 😀
থ্যাঙ্কু আপু!
যেইসব নিয়ে আলোচনা হয়েছে সেগুলি আমি নিজেও ভুল করি। 😛 এখন থেকে সাবধান থাকতে হবে।
আমিও আশা করছি এইসব ভুলগুলো উতড়ে যেতে পারবো এখন থেকে। :beshikhushi:
বিশাল ভালা পাইলাম লিখাটা! কিছু দ্বিধা ছিলো, পুরাই দূর হয়ে গেলো! কিন্তু একটা শব্দ……
উষা হবে না ঊষা?? একটু নিশ্চিত হতে পারলে ভালো লাগতো…
অনেক ধন্যবাদ ভাইয়া! :happy: দ্বিধা দূর করার জন্যই দেয়া।
উষা, ঊষা – দুটোই ঠিক। আমি যতদূর জানি। কিন্তু বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতিতে “উষা”কে অগ্রাধিকার দিতে বলা।
যেমন সঠিক/ঠিক – দুটোই ঠিক, মানে অনেক বড় বড় লেখকেরাও “সঠিক” শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু আমরা শিখেছি “সঠিক” ভুল, ঠিক শব্দটা হবে “ঠিক”।
কাহিনী হচ্ছে, আমরা সবসময় সহজ রাস্তা খোঁজার চেষ্টা করি, ঈ/ঊ-কার দিতে কষ্ট বেশি, সঠিক লিখতে বেশি সময় লাগে, এই জন্য যেটা সহজ সেটাই ঠিক। 😛
আমি আগেই জানি ‘সঠিক’ শব্দটা ভুল। 😛
এই শব্দটা তাই এড়িয়ে চলি। 😀
তুমি তো জানবাই! 😛
লাইক!!! 😀
ধইন্যাপাতা!!! 😛
দারুণ। শেয়ার দিলাম ফেবুতে।
অনেক ধন্যবাদ! 😀 শেয়ার করার জন্য। 😀
অসাধারণ! অসাধারণ! :yahooo:
ধন্যবাদ। 😛
তবে এতদিন পরে তোমার মন্তব্য দেখে এই পোস্টে এসে মনে হচ্ছে, আমি এখনো এই স্লাইডের অনেক বানান ভুল করি। 🙁