এখন আমি এই আমিতেই আটকে আছি
আর প্রতি মুহূর্তে আমি তা অনুভব করি।
পরে যখন পিছনে ফিরে তাকাই
আমার অতীতকে নতুন লাগে,
যেমন আগামীকে খুব পুরনো মনে হয়।
হয়তো এই জগতে, মানসিক উচ্চতায় আমি দার্শনিক হয়ে গেছি,
ঠিক কৈশোরে হারানো স্বপ্ন গুলোর মত
জীবন থেকে অনেক দূরে
যার কোন বাস্তবতা ছিলনা!
কিন্তু তারপরও আমাকে গড়েছে প্রতিদিন
তুমি অথবা তোমরা,
অদ্ভুত যে আমি কখনও তা বুঝতে পারিনি।
আর তাই খুঁজে দেখিনি আমার অস্তিত্বকে
তোমার মাঝে
তোমাদের সবার মাঝে।
জানতেও পারিনি এই আমি কতটা অসহায়
অথবা জেনেও না জানার ভান করেছি
কিংবা ভয় পেয়েছি
তুমি কি দেখনা?
আমার সব ভয় না পাওয়া কোন কিছুকে হারানোতে মিশে যায়?
আর আমি তাই নিজেকে বাড়তে দেইনি
অথবা আমাকে বাড়তে দেয়া হয়নি।
তবু আমার বয়স বেড়ে যায়
তাই চোখের ঝাপসা দৃষ্টিতে আগামীকে খুব অস্পষ্ট লাগে
আসলে আমি সব অনুভূতি হারিয়ে ফেলেছি
কারণ আমি এই আমিতেই আটকে আছি…
কেন যে মাঝে মাঝে এই আমিকে অতিক্রম করা যায় না, বিধাতাই জানেন।
আমার আমি তখন ছায়া হয়ে ফিরে আসে…
তবু আমার বয়স বেড়ে যায়
তাই চোখের ঝাপসা দৃষ্টিতে আগামীকে খুব অস্পষ্ট লাগে
কবিতার মধ্যে একটা অন্তর্গত ছন্দ থাকে মনে হয়। পড়লে টের পাওয়া যায়।
এইটায় ঠিক সেভাবে টের পাই নাই।
শেষ দুটো লাইন ভালো লেগেছে
ছন্দহীন কিনা ঠিক জানিনা… হয়তো অনুভূতিটুকু অল্প কথায় বুঝাতে পারিনি…
এই আমিতেই আটকে আছি কেন??
মুক্ত হোক এই আমি…
মুক্তির অপেক্ষায়…