চরিত্র চিত্রণ (কার্টুন)

কিছু দিন ধরে চেষ্টা করছি কার্টুনে একটা নিজস্ব চরিত্র দাঁড় করানোর। আঁকার খাতা খুলে কতক ঘষা-ঘষি করলাম। হাবি জাবি আঁকিবুকির মধ্যে কিছুটা দাঁড়াল যেটা সেটা একটা রোবট। কিছুটা ভাবুক, কিছুটা ভবঘুরে এক বাচ্চা রোবট।

পরে আর একদফা ঘষা মাজা এবং কোরেলে কালারের পর যা দাঁড়াল তা এরকম অনেকটা।

 

ছবি আঁকা জেল পেনে-তারপর কালার করা Corel Painter 11 -এ। ছবির ভুল ত্রুটি ধরিয়ে শুধরে দিলে অত্যন্ত খুশি হব!

আর রোবটের জন্য ভালো নাম খুঁজে বেড়াচ্ছি-একটা  ভালো দেখে দেশি নামের সাজেশান চাই!

এই লেখাটি পোস্ট করা হয়েছে আঁকি বুকি, কার্টুন, হাবিজাবি-এ এবং ট্যাগ হয়েছে স্থায়ী লিংক বুকমার্ক করুন।

16 Responses to চরিত্র চিত্রণ (কার্টুন)

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    ওরে! কী কিউট!

    :love:

  2. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    দারুন হয়েছে 🙂 সুন্দর আর ইউনিক একটা চরিত্র হয়ে গেল কার্টুনের জন্য 🙂

  3. কিনাদি বলেছেনঃ

    কিউট তো!
    নাম নিয়ে আমি আর কি বলবো! নিজেরই নাম খুঁজে পাইনা! 😯

  4. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    কী কিউট আর সুইট!

    নাম দাও ‘গুল্টু’ 😛

  5. রাইয়্যান বলেছেনঃ

    R2D2 😀

  6. খায়া ফালানো টাইপ কার্টুন হইছে পুরাই! আমিও আঁকা শিখবো!

  7. মুবিন বলেছেনঃ

    দেইখ্যা তো বহুত টেটনা মনে হয়। :happy:
    তা কার্টুনটাকে সরবে কবে সরব হতে দেখবো???

  8. অনাবিল বলেছেনঃ

    রঙ করা রবোট টা পছন্দ হয়েছে, অনেক আদর… 🙂

    একটা প্রশ্ন- রবোট টার পার্ট গুলো আলাদা আলাদা কি?

    নাম হতে পারে- গুটু বা গুড্ডু (বাংলা নাম হলে ভালো, আমার মতে)

    😀

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।