আপু,আপনাকেই বলছি

১ লা মার্চ ভারত বন্ধের ডাক ইতিমধ্যেই হয়ত পেয়েছেন। অনেকেই ভাববেন এটা ছেলেমানুষি, হাস্যকর-১ দিনের বর্জনে কি হবে ইত্যাদি ইত্যাদি বলে নাক সিঁটাকাবেন। কিন্তু অভ্যাস যেমন ১ দিন ১ দিন করেই গড়ে উঠে-অভ্যাস বর্জন ও তো একটু একটু করেই করতে হয়। আমাদের প্রতিদিনের হাজার গন্ডা কাজের অনেক ক্ষেত্রেই ভারতের ছড়া ছড়ি-তার মধ্যে সব থেকে সহজে, দৃশ্যমান কোন লোকসান ছাড়াই আপনি যেটা বর্জন করতে পারবেন সেটা হল ভারতের কেবল চ্যানেল। বাংলাদেশের কোন চ্যানেল যেখানে ভারতে চলে না সেখানে আমরা প্রতিনিয়ত ওদের যাবতীয় প্রোগ্রাম দেখে চলেছি। উদার মনোভাব-উগ্র জাতীয়তাবাদ এসব কড়া কড়া কথায় যাব না, শুধু আপু, আন্টি-আপনাদের বলতে চাই, একদিনের জন্য হলেও রুখে দাঁড়ান ঐ বোকা বাক্সটার বিরুদ্ধে, অন্তত একদিন ভারতীয় কোন প্রোগ্রাম দেখা থেকে বিরত থাকুন। ভারত বন্ধের এই যুদ্ধে আপনিই হতে পারেন সব থেকে বড় সৈনিক, প্রতীকি এই প্রতিবাদে অংশ নিন-বুঝিয়ে দিন আমরা এখনো একেবারে মেরুদন্ডহীন হয়ে যাইনি- ১ লা মার্চ হয়ে উঠুক আমাদের জেগে ওঠার দিন।

কার্টুন বিষয়ে বলি আইডিয়া হিমু ভাইয়ের কাছ থেকে সংগৃহীত। ছবি আঁকা জেল পেনে এবং Corel Painter 11 এ রঙ।

 

এই লেখাটি পোস্ট করা হয়েছে আঁকি বুকি, কার্টুন, বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

15 Responses to আপু,আপনাকেই বলছি

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    দারুণ কার্টুন।
    অবশ্য আমি শুধু একদিন ভারত বন্ধের সমর্থক না। আমি চাই আমরা অনুপ্রাণিত হয়ে বেশি বেশি দেশীয় পণ্য ব্যবহার করি। এই বিষয়ে আশা করি কিছু লিখতে পারব।

    সামু ব্লগে আহ্বান এসেছে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ভারতীয় পণ্য বয়কটের। সরব শৈশব লিখেছে *সব সময়ের* জন্য। যেটা মনে হয় চেষ্টা করা যেতে পারে।

    আর আমরা একই সাথে পাকি+ চাইনিজ পণ্যও যদি এভয়েড করতে পারি তাহলে আরও ভালো।

  2. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    শুধু ভারত বর্জন না, বাংলাদেশের মানুষ নিজ দেশের পণ্য ব্যবহারে সচেতন হোক। উন্নতি হোক বাংলাদেশের পণ্য উৎপাদন ব্যবস্থা………

    কার্টুনটা অ-সা-ধা-র-ণ হয়েছে…… :clappinghands:

  3. সামিরা বলেছেনঃ

    কার্টুন আঁকাটা খুব সুন্দর হয়েছে। :huzur:
    পণ্য বর্জন একদিনের জন্য না, হোক ততদিন পর্যন্ত যতদিন ভারত তার অবস্থান পরিবর্তন না করে।

    আর শুধু আপুদের বললেন? 🙂 ভাইয়ারাও তো পুরোপুরি ভারতবিবর্জিত না!

  4. রাইয়্যান বলেছেনঃ

    কার্টুন পুরাই জোস!! 😀

  5. মুবিন বলেছেনঃ

    ইঁদুর ভাই, অনেক দিন পর গর্ত থেকে বের হলেন।
    জাগোর সেই অসাধারণ কার্টুনটার পর আবার আরেক অস্থির কার্টুন। :dhisya:

    তবে উপরের সবার মতো আমিও একদিনের ভারত বয়কটের পক্ষপাতী না।

    • ইঁদুর বলেছেনঃ

      =)-আমি ভাই গর্তেই থাকি বেশির ভাগ সময়!আসলে আমি বলতে চেয়েছি আমরা সবাই যেন সচেতন হই এই ভারতীয় পন্য বর্জনের বিষয়ে-এক দিনের প্রতিবাদ টা হোক একটা প্রতীকি সূচনা-লেখা লেখি করি না তো-তাই ভালোভাবে বোঝাতে পারিনি!:)

  6. নূরবাহার ঈয়াশা বলেছেনঃ

    :huzur:

  7. চমৎকার আইডিয়া! আমার বিশ্বাস নিজের দেশের পণ্যের বাজারটা এই আমরাই তৈরি করে দিতে পারবো! দুর্দান্ত আঁকা ইঁদুর ভাই! 😀

  8. ফিনিক্স বলেছেনঃ

    অসাধারণ কার্টুন।
    দেশি পণ্য ব্যবহারে আরও সচেতন হতে হবে আমাদের সবাইকে।

  9. কিনাদি বলেছেনঃ

    ‘ভাইয়া, আপনাকেও বলছি’ এই শিরোনামে লিখতে হবে মনে হচ্ছে 8)

  10. অনাবিল বলেছেনঃ

    গ্রেইট!

  11. আহসান বলেছেনঃ

    আপনার ছবি দেখে হিন্দি সিরিয়ালের বিরুদ্ধে সংগ্রামে আরও অনুপ্রাণিত হলাম 8)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।