কার্টুন নিয়ে কিছু ব্লগর ব্লগর করার জন্য আজকে লিখতে বসলাম।আঁকা আঁকি শুরু করি University 3rd year এর শেষের দিকে।কোন বিশেষ কোন কারনে না-হুট করেই একদিন আঁকতে বসে যাওয়া।এই আঁকি-সেই আঁকি-খাতার ব্যাক কভার ভরতে থাকে কলমের দাগে।ক্যারিকেচারের প্রতি তখন থেকেই একটা আকর্ষন ছিল।একটা মানুষের চেহারাকে কার্টুন বানিয়ে ফেলা যায়-এই ধারনাটা মজা লাগত অনেক।নেট থেকে কিছু বই পত্র নামায় ক্যারিকেচার শেখার চেষ্টা করলাম।কিন্তু বিস্তর কলম ঘষা ঘষির পর দেখলাম ব্যাপারটা আসলে সহজ না-অনেক অনুশীলনের ব্যাপার।তখন লাইন টেনে টেনে আঁকতাম-ফর্ম,শেপ কিছুই বুঝিনি।ছবি দেখে পেন্সিল ধরে ধরে আঁকার চেষ্টা চালাতাম।সেই সময়ের কয় একটা মজার ছবিঃ
এরপর ফেসবুকের কল্যানে পরিচিত হলাম তন্ময় ভাই-মেহেদী ভাই এর সাথে।শিখলাম কিছু জিনিস-কয়েকটা স্কেচ বুকিং সেশনে যেয়ে আঁকিবুকির চেষ্টা চালালাম।শেপ-লাইন-ফর্ম-Gesture কিছু কিছু কথা শিখলাম।ভাইয়াদের ড্রয়িং দেখে হাত কামড়াইতে ইচ্ছা হইত-পরে ক্লাস-কুইজের ভিড়ে সময় করে উঠতে পারতাম না, কিন্তু অনলাইনে ভাইয়াদের সাথে যোগাযোগ ছিল-মেহেদী ভাই অসাধারন একজন কার্টুনিস্ট, সাথে অসাধারন একজন মানুষ।অনেক কষ্ট করে অনেক কিছু বুঝিয়ে দিতেন-এত spontaneously helpful মানুষ আমি কম দেখেছি।এখনো ওনাদের কাছেই শিখে চলেছি-সাথে যোগ হয়েছে আরো অনেক গুলো নাম-জোনায়েদ ভাই, তারিক ভাই-আরো অনেকে।
তো এইসব কাজ কাম করার সাথে সাথে আঁকা আঁকি চালাতে থাকলাম।কিছুটা পরিবর্তন আসল আঁকায়-এখনো এই রূল গুলাতেই এঁকে যাচ্ছি-শেখার চেষ্টা চালাচ্ছি-কিছু ছবি দেখাই।
বুয়েটে গত পহেলা বৈশাখে করেছিলাম লাইভ ক্যারিকেচার বুথ! :love: অনেক মজার একটা দিন-কিছু ছবি দেখাই সেই দিনের কাজ কামের!
কার্টুনে আসলে ডিটেইলিং টা অনেক পরের ব্যাপার-সর্ব প্রথমে দরকার একটা ভালো আইডিয়া-কি আঁকতে চাই সেটা মনে মনে কল্পনা করা।তারপর আসে ড্রয়িং-কালার ডিটেইলিং এগুলো পরে আসতে পারে।অনেক সিম্পল ড্রয়িং এর কার্টুন ও অনেক চমৎকার হয়-আমি নিজে যখন প্রথম প্রথম আঁকতাম ডিটেইলিং নিয়ে খুব চিন্তা করতাম-দেখতে রিয়ালিস্টিক হল কিনা তা নিয়ে ভাবতাম।পরে এখন এসে চেষ্টা করি রিয়ালিটিটাকে ভাংতে-কতটা সহজে সিম্পলি আঁকা যায় সেটা বুঝতে।
শেষে আজকে আঁকা একটা টাটকা ছবি দেখাই!Sherlock Series টা দেখছেন সবাই?শার্লক হোমসের নামের প্রতি সুবিচার করতে পেরেছে সিরিজটা-সেই সিরিজের নাম ভূমিকার অভিনেতা Benedict Cumberbatch এর ক্যারিকেচারের চেষ্টা চালালাম।
ডিসলাইক। Benedict Cumberbatch অনেক অনেক বেশি জোস। ওর ক্যারিকেচার দেখে কষ্ট পাইছি। :crying:
:)- Benedict Cumberbatch আসলেই অনেক বেশি জোশ-আমার ছবিতে জোশনেস টা ভালো ভাবে আনতে পারি নাই অবশ্য-তবে চেষ্টা চালাতে থাকব!
কী দারুণ কার্টুন সব, মুগ্ধ হয়ে গেলাম। 😀
এই পহেলা বৈশাখে বুথ বসবে তো? তাহলে আমিও আসতুম। 😐
আর কোন্টা কার ক্যারিকেচার লিখে দিলে বেশ হতো, সবাইকে চিনতে পারি নি।
আর একটা জিনিস, একটা বাক্য শেষে দাঁড়ির পর স্পেইস দিয়ে আরেকটা বাক্য শুরু হবে। 🙂
বৈশাখে বুথ করতে পারি-করলে সবাইকে দাওয়াত দিয়ে যাব!=)
আর ক্যারিকেচার এখানে যেগুলো দিয়েছি অনেক গুলোই আমার বন্ধু বান্ধবের-তাই না চেনার-ই কথা!
দাঁড়ির পরে স্পেস-মাথায় থাকল!=)
এবারের বৈশাখের বুকিং দিয়ে রাখলাম! এই ছবিগুলো দেখেই আপনার পাঙ্খা হয়ে ছিলাম, এখনো আছি! 😀
দেখি দেখি বৈশাখ আসুক!
ডেক্সটার !!! মাই চাইল্ডহুড হিরুউউউউউউউউউউউউউউ !!!!!!!!! :happy: :happy:
ভাই, অস্থির সব আঁকি-বুকি! !!! !!!! !! শিখাবেন ???
এইবার বোশেখে নাম লিখায় থুইলাম 😀
আমারও একটা চাই!!!
কাম্বারব্যাচ এর টা ভালু পাইলাম
😀
আমারে না শিখাইলে কথা বন্ধ!!! :crying: :crying: :crying:
যেকোন ধরনের আঁকাআঁকি অনেক পছন্দ…
ভালো লেগেছে অনেক!
😀
আমি ইঁদুরের কার্টুনের বিশাল ভক্ত। :happy:
বৈশাখে আসছি এবার…………
ossadharon !
ওয়াআআআআআআআআআ এত কিউট আঁকেন আপনি! বিশেষ করে শেষ টা তো মাথা খারাপ করে দিয়েছে কেন আমি আঁকতে পারি না 🙁 এমন!!!!!!!!!!!
ভ্যা ভ্যা ভ্যা
:crying:
:crying:
:clappinghands: :dhisya:
আমারে কিন্তু শিখাইতে হইবে! হু!
আমার একটা ক্যারিক্যাচার করে দিবা ইঁদুর??!!
পিলিজ লাগে!!! :love: