এই সীমানায় ফিরে চাই
যেখানে পৃথিবী এক—
সারাবেলা ব্যস্ততার পাখি।
সন্ধানের কোন শেষ নেই,
জলাঞ্জলি যত দিতে হোক,
চোখ বুঁজে চুপ করে থাকি।
ঘুমহীন রাত্রিরা দিনে হানা দেয়;
বেঁচে থাকি নির্ভীক-
চোখ ঢেকে রাখি।
বোধেরা ডানা ঝাপটায়-
নিশাচর পাখির মতন
নিঃসঙ্গ আর একাকী।
রাত্রির আঙ্গিনায় মাথা পেতে দিই—
অস্তিত্ব আর বিবেক,
মুখোমুখি।
-
আর্কাইভ
- এপ্রিল 2018
- নভেম্বর 2017
- অক্টোবর 2017
- সেপ্টেম্বর 2017
- মার্চ 2017
- ফেব্রুয়ারী 2017
- জানুয়ারী 2017
- নভেম্বর 2016
- অক্টোবর 2016
- সেপ্টেম্বর 2016
- আগস্ট 2016
- জুলাই 2016
- জুন 2016
- মে 2016
- এপ্রিল 2016
- মার্চ 2016
- ফেব্রুয়ারী 2016
- জানুয়ারী 2016
- ডিসেম্বর 2015
- নভেম্বর 2015
- অক্টোবর 2015
- সেপ্টেম্বর 2015
- আগস্ট 2015
- জুলাই 2015
- জুন 2015
- মে 2015
- এপ্রিল 2015
- মার্চ 2015
- ফেব্রুয়ারী 2015
- জানুয়ারী 2015
- ডিসেম্বর 2014
- নভেম্বর 2014
- অক্টোবর 2014
- সেপ্টেম্বর 2014
- আগস্ট 2014
- জুলাই 2014
- জুন 2014
- মে 2014
- এপ্রিল 2014
- মার্চ 2014
- ফেব্রুয়ারী 2014
- জানুয়ারী 2014
- ডিসেম্বর 2013
- নভেম্বর 2013
- অক্টোবর 2013
- সেপ্টেম্বর 2013
- আগস্ট 2013
- জুলাই 2013
- জুন 2013
- মে 2013
- এপ্রিল 2013
- মার্চ 2013
- ফেব্রুয়ারী 2013
- জানুয়ারী 2013
- ডিসেম্বর 2012
- নভেম্বর 2012
- অক্টোবর 2012
- সেপ্টেম্বর 2012
- আগস্ট 2012
- জুলাই 2012
- জুন 2012
- মে 2012
- এপ্রিল 2012
- মার্চ 2012
- ফেব্রুয়ারী 2012
- জানুয়ারী 2012
- ডিসেম্বর 2011
- নভেম্বর 2011
- অক্টোবর 2011
- সেপ্টেম্বর 2011
- আগস্ট 2011
- জুলাই 2011
-
সদর দরজা
যাক লেখা দিলেন অবশেষে। 😀
:love:
*দিলা* 😛
কবিতা নিয়ে তোহ কিছু বললেন না আপু…..
বাহ! ভালো হয়েছে। 😀
যদিও আমাকে দুই-তিন বার পড়তে হয়েছে বোঝার জন্য 😛
হায় হায়, খুব কঠিন হয়ে গেছে কি?
ভালো লেগেছে।
আমার রাজনৈতিক কবিতা বেশি ভালো লাগে 😛
ধন্যবাদ!
সুন্দর! 🙂
বেশি কঠিন কি??
বোধেরা ডানা ঝাপটায়-
নিশাচর পাখির মতন
নিঃসঙ্গ আর একাকী।
রাত্রির আঙ্গিনায় মাথা পেতে দিই—
অস্তিত্ব আর বিবেক,
মুখোমুখি।
আমার কমন ফিলিংস। লেখায় পেয়ে ভালো লাগলো। *মিললাগা* টাইপের অনুভূতি।
কাব্য চলুক :clappinghands:
ধন্যবাদ… 🙂
আমার মনে হয় আমাদের সবার ভেতরেই এই বোধটা কমবেশি কাজ করে……
রাত্রির আঙ্গিনায় মাথা পেতে দিই
অস্তিত্ব আর বিবেক,
মুখোমুখি।
ভালো লেগেছে। 😀
ভালো লাগলো জেনে……