নিশ্চুপ বোধ

এই সীমানায় ফিরে চাই
যেখানে পৃথিবী এক—
সারাবেলা ব্যস্ততার পাখি।
সন্ধানের কোন শেষ নেই,
জলাঞ্জলি যত দিতে হোক,
চোখ বুঁজে চুপ করে থাকি।
ঘুমহীন রাত্রিরা দিনে হানা দেয়;
বেঁচে থাকি নির্ভীক-
চোখ ঢেকে রাখি।
বোধেরা ডানা ঝাপটায়-
নিশাচর পাখির মতন
নিঃসঙ্গ আর একাকী।
রাত্রির আঙ্গিনায় মাথা পেতে দিই—
অস্তিত্ব আর বিবেক,
মুখোমুখি।

অনাবিল সম্পর্কে

পুরাণকাব্য আর ইচ্ছে খাতা। স্বপ্ন দেখা আর স্বপ্নে বাঁচা। স্বপ্নগুলোকে গুটিগুটি করে আঁকা। একদিন দোয়েল পাখি...............
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

13 Responses to নিশ্চুপ বোধ

  1. সামিরা বলেছেনঃ

    যাক লেখা দিলেন অবশেষে। 😀
    :love:

  2. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    বাহ! ভালো হয়েছে। 😀
    যদিও আমাকে দুই-তিন বার পড়তে হয়েছে বোঝার জন্য 😛

  3. বোহেমিয়ান বলেছেনঃ

    ভালো লেগেছে।

    আমার রাজনৈতিক কবিতা বেশি ভালো লাগে 😛

  4. অবন্তিকা বলেছেনঃ

    সুন্দর! 🙂

  5. নোঙ্গর ছেঁড়া বলেছেনঃ

    বোধেরা ডানা ঝাপটায়-
    নিশাচর পাখির মতন
    নিঃসঙ্গ আর একাকী।
    রাত্রির আঙ্গিনায় মাথা পেতে দিই—
    অস্তিত্ব আর বিবেক,
    মুখোমুখি।

    আমার কমন ফিলিংস। লেখায় পেয়ে ভালো লাগলো। *মিললাগা* টাইপের অনুভূতি।
    কাব্য চলুক :clappinghands:

  6. শারমিন বলেছেনঃ

    রাত্রির আঙ্গিনায় মাথা পেতে দিই
    অস্তিত্ব আর বিবেক,
    মুখোমুখি।
    ভালো লেগেছে। 😀

  7. অনাবিল বলেছেনঃ

    ভালো লাগলো জেনে……

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।