রিকশাভাড়া

চিন্তাভাবনা করে দেখলাম গুলশান – ১ থেকে বনানীতে আসলে রিকশাভাড়া সাড়ে সাতাশ টাকা!

আবহাওয়া অনুকূলে থাকলে রিকশাওয়ালাভাই ছাড় দেয় আড়াইটাকা। আর প্রতিকূলে আমি ছাড় দিয়ে তিরিশে উঠাই। আজ – গতরাত থেকে ঝরে যাওয়া অঝোর- বৃষ্টি!

আবহাওয়া আজ চলাচলের প্রতিকূল!

আর ঘুমের অনুকূল!

সরব পরিবারের সকলকে আজ বৃষ্টিস্নাত আগমনী শুভেচ্ছা!

:welcome:

Lyrics | B.J. Thomas – Raindrops Keep Falling on My Head lyrics

জনৈক সম্পর্কে

সে যে কেউ একজন!
এই লেখাটি পোস্ট করা হয়েছে হাবিজাবি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

10 Responses to রিকশাভাড়া

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    :welcome: স্বাগতম ভাইয়া 😀
    চিন্তাভাবনায় দশমিক কেমনে আসল?!! ২৭.৫!!

    [ভাইয়া পোস্ট ছোট হওয়ায় প্রথম পাতায় সব চলে আসছে! insert more নামে একটা ট্যাগ আছে সেটা “আবহাওয়া আজ চলাচলের প্রতিকূল!” এর পরে দিলে ভালো হয়। হোমপেইজে পুরোটা দেখাবে না 😀 ]

  2. সামিরা বলেছেনঃ

    সরবে স্বাগতম ভাইয়া! :welcome:
    গানটার কথাগুলি অ-নে-ক সুন্দর। 🙂

  3. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    :welcome: ভাইয়া 🙂

  4. একটা বিশাল বৃষ্টিস্নাত :welcome:

  5. প্রজ্ঞা বলেছেনঃ

    সরবে :welcome: ভাইয়া!

    এরপর কিন্তু এতটুকুন গল্পতে চলবে না, পুরো উপন্যাস চাই! 😛

  6. ফিনিক্স বলেছেনঃ

    আরো বড় গল্প পড়তে চাই। সরবে স্বাগতম। :welcome:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।