হুইলচেয়ার ব্যবহারকারীদের অস্তিত্ব সমাজকে জানান দিতে……

আমি এবং সালমা আপু ক’দিন ধরেই ভাবছিলাম শুধু হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য আলাদা করে কিছু একটা করা দরকার। কারণ এদেশে একমাত্র তারাই সবচেয়ে বেশি অবহেলিত। সহায়ক যাতায়াত ব্যবস্থা এবং সর্বজনীন প্রবেশগম্যতার অভাবে স্বাভাবিক জীবন থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে চারদেয়ালের আঁধারে কি এক অসহনীয় যন্ত্রণায় মৃত্যুর প্রহর গুনছে কেবল। তার জলজ্যান্ত প্রমাণ আমি নিজে। সালমা আপু, টিনা, হৃদয়, নীলা, উম্মে সালমা আরো নাম না জানা কতজন জানি এভাবে জীবন পার করে দিলেন আর কেউ বা হয়তো প্রস্তুতি নিচ্ছেন…

মাত্র আড়াই বছর হলো আমি আর সালমা আপু সেই আঁধার কোন থেকে বেড়িয়ে আসার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছি শুধু মাত্র এই ভেবে- জীবন গড়ার স্বপ্নের শুরুতেই আর কাউকে যেনো থেমে পড়তে না হয়।  আমাদের তো শেষ হয়ে এলো প্রায়। কিন্তু আরো হাজারো হৃদয়, নীলা, তাহমিদ- যাদের স্বপ্ন কেবল শুরু তাদের সুন্দর ভবিষ্যতের জন্য একটা বিশাল পরিবর্তন প্রয়োজন। শুধু লেখালেখি করে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সম্ভব নয়। গত আড়াই বছরে একটা ব্যাপার বুঝে গিয়েছি সেমিনার-বক্তৃতায় অর্থের অপচয় ছাড়া আর কিচ্ছু হয় না। নতুন কিছু……এমন কিছু যা আগে কখনো আমাদের দেশে হয়নি। কিন্তু সেটা কি! ভাবতে ভাবতেই একীভূত শিক্ষা ব্যবস্থা নিয়ে সিগনেচার ক্যাম্পেইনটা হয়ে গেলো। যদিও এতে সব ধরণের প্রতিবন্ধী তথা ভিন্নভাবে সক্ষম মানুষদের কথা ছিলো তবুও আমরা খুব চেষ্টা করেছিলাম হুইলচেয়ার ব্যবহারকারীদের বঞ্চনা তুলে ধরতে। কিন্তু এতে ঠিক এমন কিছু হলো না যাতে করে সাধারণ মানুষ নতুন করে ভাবতে বসবে। সমাজে তাঁদের বিশাল অস্তিত্বের ভয়াবহতা চোখে পড়বে। ঠিক তাই! এটাই করতে হবে আমাদের। সমাজকে আমাদের অস্তিত্ব জানান দিতে হবে। র‍্যাম্প যুক্ত বাঁধা মুক্ত স্বাভাবিক জীবন যাপনের নিশ্চয়তার দাবী নিয়ে সব বাঁধা পেরিয়ে রাস্তায় বেরুতে হবে। শুরুতে অসম্ভব মনে হলেও বি-স্ক্যানের নিবেদিত প্রাণ সদস্যদের উৎসাহে এখন এটিকে সম্ভব করে তোলার স্বপ্ন দেখতে শুরু করেছি আমি ও সালমা আপু। ঠিক করেছি আগামী ০২ মার্চ”২০১২ তারিখে বি-স্ক্যানের পক্ষে যতটুকু সম্ভব বাংলাদেশের হাজার হাজার হুইলচেয়ার ব্যবহারকারীদের একটি অংশ নিয়ে আমরা একত্রিত হবো রাজু ভাস্কর্যের সামনে ঠিক বেলা আড়াইটায়। সেখান থেকে র‍্যালী করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে হুইলচেয়ার ব্যবহারকারীরা তুলে ধরবে তাঁদের তিক্ত অভিজ্ঞতাগুলো। সমস্যা এবং সম্ভাবনার কথা হবে।

মুহম্মদ জাফর ইকবাল স্যার আমাকে কথা দিয়েছেন তিনি নিজে সেদিন আমাদের সাথে উপস্থিত থাকবেন। বি-স্ক্যানের অরণ্য, জাকির ভাই, রাজিন, জাহিদ, নদী, হৃদি, নাভিদ, পরাগ, সেজুতি, ফাহিমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক ঝাক তরুণ স্বেচ্ছাসেবী সদস্য আমাদের সাথে আছেন। আপনাকেও পাশে চাই আমাদের এই র‍্যালীতে।

এবার কিন্তু শুধু কি-বোর্ডে আঙ্গুল বুলিয়ে সাথে আছি, পাশে আছি বললেই হবে না। এ র‍্যালীকে সফল করে তুলতে সত্যিই সেদিন উপস্থিত হয়ে আমাদের পাশে থাকতে হবে।

আপনাদের সহযোগীতা ব্যতীত আমাদের ঘর বন্দী হুইলচেয়ার ব্যবহারকারীদের সহজ চলাচলের ব্যবস্থাসহ বাসযোগ্য একটি বাংলাদেশ গড়ে তোলার এ অসম্ভব যুদ্ধে জয়ী হতে পারবো না আমরা। তাই আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনি নিজে এবং সাথে করে আপনার পরিচিত হুইলচেয়ার ব্যবহারকারী ব্যক্তিদের নিয়ে যোগ দিন এ র‍্যালীতে। আপনি আসছেন তো?

সাবরিনা সুলতানা সম্পর্কে

“আমার কতো দাবি! কতো চাহিদা! কিছুই পাইনা। যেদিকে হাত বাড়াই সেদিকে অন্ধকার। সব জায়গায় নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণ। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। প্রাকৃতিক নিয়ন্ত্রণ। সব নিয়ন্ত্রণে আমি বাঁধা আর গুমরে গুমরে কাঁদে আমার আশা আকাঙ্ক্ষা। ভালোবাসা!”
এই লেখাটি পোস্ট করা হয়েছে ইতিবাচক, উদ্যোগ, সচেতনতা-এ এবং ট্যাগ হয়েছে , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

18 Responses to হুইলচেয়ার ব্যবহারকারীদের অস্তিত্ব সমাজকে জানান দিতে……

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    আপু আপনার জন্য একটা জিনিস সংগ্রহ করেছি!
    আমি এখন তুরস্কে আছি! তুরস্কের কিছু জায়গা ঘরাঘুরির সময় যেটা দেখলাম সেটা হচ্ছে হুইল চেয়ারের জন্য মিউজিয়াম আলাদা লেইন/র‍্যাম্প / আলাদা ব্যবস্থা!

    আমি ছবি তুলেছি
    শেয়ার করব।

    আর অবশ্যই থাকব র‍্যালিতে 😀

  2. সামিরা বলেছেনঃ

    দারুণ উদ্যোগ। পরীক্ষা আছে যদিও, চেষ্টা করবো আসার। সশরীরে আসতে যদি নাও পারি, সাথেই আছি! 🙂

    • সামিরা বলেছেনঃ

      ওহ্‌! দুঃখিত! সাথে আছি – বলা নিষেধ ছিল খেয়াল করি নি!

      • সাথে আছি বলা নিষেধ নয়। আসলে এই কথাটা দেখলে রাগ উঠে যায়। আমি কত কষ্ট করে টাইপ করি আর মানুষ শুধু কিছু লিখতে হবে তাই এই মন্তব্য দিয়ে যায়। প্রথম দিকে খুব আনন্দ হতো, কত মানুষ আমাদের সাথে আছে কিন্তু পরে দেখলাম বেশির ভাগের জন্যেই এ কেবল কথার কথা… সাথে আছি এটা আমাকে জানান দেওয়ার জন্যে তো লেখা পোস্ট করি না! মন্তব্যের মধ্যে যদি কোন আলোচনা বা সমালোচনা/ বা সমস্যা সমাধানের পথ বেরিয়ে না আসে তাহলে শুধু সাথে থাকার কথা বলে তো লাভ নেই। এই তো…
        স্যরি লেকচার হয়ে গেলো 🙁
        পরীক্ষা না থাকলে আসার চেষ্টা করবেন। শুভকামনা!

  3. বোকা মানুষ বলেছেনঃ

    আছি। এবং থাকবো।

  4. নিলয় বলেছেনঃ

    সাথে আছি, আপু 🙂 পাশেও থাকবো ইনশাআল্লাহ 🙂

  5. imuss বলেছেনঃ

    apo,ami asar jonno 100% chesta korbo…

  6. আমি আছি আপু, আমার বিশ্বাস কিছু একটা করা তখনই সম্ভব যখন আমরা জিনিসটা বিশ্বাস করি ভেতর থেকে! আমি আছি, শেয়ার করছি, অবশ্যই……

  7. নিশম বলেছেনঃ

    পাশে আছি – বাদ এই কথা !!! ঐদিন থাকবো !!! একা না, সবাইকে নিয়ে সাথে থাকবো 🙂

  8. অবন্তিকা বলেছেনঃ

    হয়তো আসতে পারবো না, তবে আশে পাশে যারা আছে তাদেরকে অনুরোধ করবো যেতে। উদ্যোগ সফল হোক।

  9. ফিনিক্স বলেছেনঃ

    আপু, আসছি ইনশাআল্লাহ। সাথে আছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।