তুমি

তুমি আমার চোখের পাতায়
উদাস ঝড়ো হাওয়া,
তুমি আমার গানের খাতায়
শুধুই লিখে যাওয়া-
তুমি আমার গল্প-গানের আলপনা-
তোমায় নিয়ে করি কতই কল্পনা!

তুমি আমার মন-নিলয়ের
স্বপ্নমাখা ছাদ,
তুমিই যে বিষণ্ণ মনে
ভালোবাসার স্বাদ;
সত্যি তুমি? নাকি নিছক কল্পনা?
বিষণ্ণতায় তুমিই কেবল সান্ত্বনা!

তুমি আমার হৃদয়-জলে
স্বপ্নতরীর পাল,
তোমায় নিয়ে রচি আমি
স্বপ্নিল সকাল-
তুমি আমার কাব্য-রাগের ব্যঞ্জনা-
মন-আকরে তুমিই রঙিন আলপনা!

১ ফেব্রুয়ারি, ২০১১

[অনেক- অনেক দিন লিখি না। লিখি না বললে ভুল হবে, লেখা হয়ে ওঠে না- কারণ একটাই, আমি বড়ই আইলস্যা!!

বাপ্পি ভাইয়া হয়ত রাগই করেছেন- লিখি না দেখে 😳 সরব-এ দেব বলে একটা প্যাকেজ কার্টুন করে রেখেছি, কিন্তু আমার ভয়ঙ্কর নেটের কারণে বার কয়েক চেষ্টা করেও দেওয়া হয়ে ওঠেনি! 😳 পুরনো একটা লেখা দিয়ে চেষ্টা করি, সেই রাগ কিছুটা হলেও কমানো যায় কিনা! 🙂

কবিতা লিখি সেই পিচ্চিকাল থেকে- এতদিনে সংখ্যা একশ পেরিয়েছে! কিন্তু একটু বড় হওয়ার পর থেকেই কবিতা লিখে কাউকে দেখাতাম না- কেমন জানি লাগত!
যদি ভালো লাগে- তাহলে সরব-এ আরো কিছু ছাইপাশ কবিতা দেওয়ার ইচ্ছে থাকলো! 🙂 ]

নিলয় সম্পর্কে

"আমি জানি আমি আমার চারপাশের এই অসংখ্য মানুষ থেকে অনেক ভালো জীবন পেতে পারতাম, কিন্তু সে জীবনে আমার কোন আকর্ষণ নেই। আমি দেখেছি সেই জীবন প্রকৃতপক্ষে অর্থহীন- প্রতিটি মানুষের জীবন এতো সুনির্দিষ্ট, এতো গতানুগতিক যে সেটি একটি সাজানো নাটকের মতো। আমি সেই সাজানো রঙ্গমঞ্চের অভিনেতা হতে চাইনি।" [http://www.facebook.com/niloy.02]
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য, হাবিজাবি-এ এবং ট্যাগ হয়েছে , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

14 Responses to তুমি

  1. অনাবিল বলেছেনঃ

    ভালো হয়েছে, আরো ‘ছাইপাশ’ কবিতা বের হোক ঝাপি থেকে… 🙂

  2. সামিরা বলেছেনঃ

    ভালো হয়েছে! 😀
    আলসেমির জন্য? আমি তো ভাবলাম আর্কির প্রেশারে কুপোকাত। 😛

  3. বোহেমিয়ান বলেছেনঃ

    ভালো লাগছে!! হাহা!! ওরে পিচ্চিগুলারে! 😀

    কার্টুন এর প্রতি আমার আগ্রহ সবচেয়ে বেশি! 😛
    বয়স কম কিনা 😛 😛

  4. ছাইপাশ চাই এমন, ন নিয়মিত, নিয়ম করে! 😀

  5. অবন্তিকা বলেছেনঃ

    তুমি আমার মন-নিলয়ের
    স্বপ্নমাখা ছাদ,
    তুমিই যে বিষণ্ণ মনে
    ভালোবাসার স্বাদ! :love:

  6. নোঙ্গর ছেঁড়া বলেছেনঃ

    ভালো লেগেছে কবিতা। অনেক সুন্দর!
    আরো চাই !!

  7. ফিনিক্স বলেছেনঃ

    ছাইপাশ কবিতা ভালো লাগলো! 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।