প্রাণের মেলায় আতঙ্ক (একুশে বই মেলায় রামদা!)

বইমেলাকেও ছাড়লো না ওরা! কোন্‌ দেশে কার রাজত্বে বাস করছি আমরা! এই মহান একুশের মাসে যখন প্রতিটা বাংলাদেশির দেশ, ভাষা নিয়ে গর্ব করা উচিত সেখানে আমাকে লিখতে হচ্ছে বইমেলায় ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনা নিয়ে।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসটা আসলেই বইমেলায় যাওয়া, বই কেনা – কেমন যেন একটা উৎসব উৎসব ভাব! আজ ছিল এই বছরের বইমেলার দ্বিতীয় দিন, আমিও ২ জন বন্ধুসহ বইমেলায় গিয়েছিলাম বই কিনতে। ফিরে আসছি এমন সময়(রাত তখন ৮ টা বেজে ১০ মিনিট এর কাছাকাছি) দেখলাম দোয়েল চত্বর (কার্জন হলের ওখান দিয়ে) অনেকগুলো লোক (ছাত্র সম্ভবত) হাতে লাঠি, হকি স্টিক, স্ট্যাম্প নিয়ে বই মেলার দিকে ঢুকছে। প্রথমে খেয়াল করি নি কিন্তু পরে দেখলাম তাদের অনেকের হাতে রামদাও ছিল। মোড়ে একটা পুলিশ ভ্যান ও কিছু পুলিশ দাঁড়িয়ে ছিল, গেলাম উনাদের কাছে।

উনাদের একজনকে জিজ্ঞেস করলাম, “আঙ্কেল আপনারা দেখলেন না যে ঐ ছেলেগুলো রামদা, লাঠিসোটা নিয়ে ওইদিকে গেল?”

সে বললো, “দেখেছি।”

আমি তারপর বললাম, “তাহলে কিছু বললেন না যে? আপনাদের তো ওদেরকে বাধা দেওয়া দরকার ছিল। ওইখানে কত লোকজন, কী না কী করবে ওরা।” তার উত্তর শুনে আমি তো থ! বলে কিনা, “এগুলো আমাদের দেখার দায়িত্ব না, বইমেলায় লোকজন আছে, তারা দেখবে।”

ততক্ষণে একজন বড় আপু আর একজন আঙ্কেলও আমার সাথে এসে পুলিশকে বারবার বলছিল, “আরো পুলিশকে জানান, বইমেলায় খবর দিন।” তারা পাত্তা দেয়নি একটুও! এর কিছুক্ষণ পরই দেখি বইমেলার ওদিক থেকে মানুষজন দৌড়ে এদিকে চলে আসছে, কয়েকজন ভাইয়া-আপুকে দেখলাম উদ্ভ্রান্তের মত দৌড়াচ্ছেন, আমাকেও বাধ্য হয়ে দৌড়াতে হল, চলে আসলাম ওই নরক থেকে। জানি না এরপর ওখানে কি হয়েছে। কোন খবরও দেখিনি যেখানে এই কথা বলা হয়েছে। কিন্তু ঐ মুহূর্তে একটি নামি চ্যানেলের লোকেরা ওখানে বইমেলার রিপোর্টের রিহার্সাল করছিল!

যাই হোক, জানি না আমরা এখনও মানুষ আছি কি নেই, তবে এটা ঠিক আমাদের মর্যাদা আমরা যে নষ্ট করছি তা আর বলার অপেক্ষা রাখে না। ২১ ফেব্রুয়ারিকে যেখানে সারা বিশ্বে এত সম্মানের সাথে দেখা হয়, সেখানে আমরাই কিনা এই মাসে এই রকম দাঙ্গা হাঙ্গামা করে বেড়াই! ধিক্কার!

এ নিয়ে আরো দুটি নিউজ আছে, নিচে লিঙ্ক দেওয়া হল:

উদ্যানে সংঘর্ষ: ছাত্রলীগের কেন্দ্রীয় ২ নেতাকে নোটিশ, বহিষ্কার ৮

ঢাবির ৮ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

অন্য স্বর সম্পর্কে

ননরেজিস্টার্ড সদস্যগণও যেন সরবে লিখতে পারেন সেই জন্য এই একাউন্ট। যোগাযোগ পাতায় কিছু লিখে জমা দিলে সরব এর মডারেটরগণ তা মূল্যায়ন করবেন। মনোনীত হলে এই একাউন্ট দিয়ে ছাপা হবে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে সচেতনতা-এ এবং ট্যাগ হয়েছে , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

8 Responses to প্রাণের মেলায় আতঙ্ক (একুশে বই মেলায় রামদা!)

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    দারুণ রকমের দুঃখজনক!
    আশা করি আর এমনটা হবে না।

  2. অক্ষর বলেছেনঃ

    খুবই কষ্ট পেলাম 🙁

  3. সামিরা বলেছেনঃ

    🙁 কী যে হচ্ছে চারপাশে!

  4. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    এমন টা আশা করতে পারি না। খুবই খারাপ লাগল। এবার তো ভয়ে যাবার ইচ্ছেটা বাদ দিতে হবে।

  5. সুরঞ্জনা বলেছেনঃ

    এই ছাত্র রাজনীতি যত দিন থাকবে এমন ই হবে…কিছু বলার নাই

  6. অবন্তিকা বলেছেনঃ

    বইমেলাও বাদ গেলো না!! 😡 🙁

  7. নিশম বলেছেনঃ

    কথা এট্টা কইলা !!! বইমেলা হইচে তো কি হইচ্চে ???? বইমেলা দেইখ্যা কি মাপ পাইবো ??? আইন সব্বার জইন্য সমান ! দাউ এর কোপ সবার খাওনের অধিকার আচে, বইমেলাত হোক আর বৌ মেলাত হোক !!! ছাত্রলীগ, গাইঝ লেটচ গুউউউউউউউউ !

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।