কম্পুটার ইঞ্জিনিয়ারের দৃষ্টিকোণ থেকে একটি হিন্দি সিরিয়ালের স্বল্প কাহিনীর বিনোদনমূলক ব্যাখ্যা

ছোট বোন খুব মনোযোগ দিয়ে নাটক দেখছে | আমি বললাম একটু কাহিনী বলত ভাই | ২ মিনিটে আমি হাসতে হাসতে গড়াগড়ি | কাহিনী এইরকম :

নায়ক দুর্দান্তিক ইস্মার্ট , নায়িকার নয়নমনি | গল্পের শুরুতেই নাকি নায়ক নায়িকার বিবাহ | কিছুদিনের রোমান্টিক সময় পার হবার পর নায়কের মাথায় একটা ক্রিটিকাল এঙ্গেল এ কোনো এক গুন্ডা আঘাত করে | পাঠক আপনি যদি বুঝে থাকেন যে , নায়ক তার সৃতিশক্তি হারিয়েছে, তাহলে আপনি ভুল করছেন | নায়ক শুধুমাত্র নায়িকার সব সৃতি হারিয়েছে | তার মানে নায়িকা হলো একটা Hash key যাকে indexing করে যত array ,pointer ছিল সব  Dealloc হয়ে গেছে | ভুল বললাম এইটা হলে তো আবার প্রবলেম | নায়কের মাথার Core Functional Platform Structure ই বদলে গেছে | মানে এতদিন C এর compiler দিয়ে রান হইতো, এখন Java Based হয়ে গেছে | সৃতিগুলো এখন Garbage Collector এর কাছে আছে | কোনো একদিন নায়িকার পারফেক্ট এঙ্গেল এর ভালুবাসা অথবা কোনো গুন্ডার ক্রিটিকাল এঙ্গেল এর আর একটা আঘাত নায়কের সব indexing ঠিক করে দিবে আর এই আশায় আমাদের Young Generation আমকাঠালজনতা চক্ষের পানি ফেলে একাকার করতেছে | আর ধৈর্য হইলো না | নতুন কোনো কাহিনীর ব্যাখ্যা পেলে আবার জানাবো |

আতলামি মার্কা ব্যাখায় কোনো ভুল করে থাকলে মাফ করে দিয়েন জ্ঞানী মানুষেরা….

 

এই লেখাটি পোস্ট করা হয়েছে রম্য, সাহিত্য-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

25 Responses to কম্পুটার ইঞ্জিনিয়ারের দৃষ্টিকোণ থেকে একটি হিন্দি সিরিয়ালের স্বল্প কাহিনীর বিনোদনমূলক ব্যাখ্যা

  1. ইয়াদ বলেছেনঃ

    হায় হায়! এত ছোট কেন!!
    সাংঘাতিক একটা লেখা শুরু হতে না হতেই শেষ!!

    এই কনসেপ্টের উপর base করে মুভি রিভিউ লিখতে পারেন! দারুন হবে!

    =))

  2. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    😛 =)) =)) :welcome: 🙂

  3. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    আমি অন্য ইঞ্জি,কিছুই বুঝলাম না :s

  4. বোহেমিয়ান বলেছেনঃ

    ধুর বেটা! মাত্র মজা পাওয়া শুরু করছিলাম শেষ করে দিলি!!

  5. অরণ্য নীলিন বলেছেনঃ

    ভালোই আতলামি করতেছিস, কিন্তু ভালো হইছে কিপ গোয়িং 😀

  6. শেষ করলেন ক্যানো! এটা মানা যায়! :nono:

  7. পৌণঃপুনিক বলেছেনঃ

    কম্পুটার বানান কি ঠিক হলো?

    যদিও মাথার উপর দিয়া গেল তবুও মনে হয় ভালো কিছু!

  8. আমার ইঞ্জিন অন্য টোনে টিউন করা! তাও যা বুঝলাম তাতে এইটুকু বুঝলাম আমার লং স্ট্রিং ভ্যালু ছাড়া এইসব সিরিয়াল নামে না রাস্তায়! একটা রশিরে টাইনা টাইনা সেইটা থেকে সুতা গুলোরে আলাদা না কইরা সিরিয়াল থামে না! আগে কি জানি একটা সিরিয়াল দেখাতো সেখানে এক বেটার নাতনির বিয়ে হয়ে গেছে কিন্তু উনার চুল পাকা হলো সাকুল্যে গোটা তিনেক! :wallbash:

  9. সাদামাটা বলেছেনঃ

    =)) … এত তাড়াতাড়ি program এ break দিয়ে দিলেন!! 🙁

    দেখেছিলাম কিছুটা হে হে 😆 স্মৃতি stack হিসেবে ছিল, শেষের ২ বছর pop করে ফেলেছিল =))

    মজার লেখা :clappinghands:

  10. প্রজ্ঞা বলেছেনঃ

    স্যাটেলাইটে সমস্যা মনে হয়!
    আমার এন্টেনায় ধরলো না! 😛

  11. নীল বলেছেনঃ

    এইখানে কি সবাই কম্পুটার? আমি কিন্তুক অশিক্ষিত! :bigyawn:

  12. ফিনিক্স বলেছেনঃ

    ভাই আমি মাথামোটা। এই বিষয়ে এতো জ্ঞান নাই। 🙁

  13. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    সবটা না বুঝলেও, যতটুকু বুঝেছি তাতেই গড়াইয়া হাসলাম :rollinglaugh:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।