আপডেট: সময় বাড়ল। ৫ মার্চ পর্যন্ত।
১৪ ই মার্চ ২০১২, পাই দিবস এ তারুণ্যের প্ল্যাটফর্ম সরব একটি ইবুক প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশে গণিত জনপ্রিয়করণের লক্ষ্যে সরবও তার জায়গায় দাঁড়িয়ে তার কাজটুকু করতে চায়।
লেখার বিষয়ঃ শুধু এবং শুধুমাত্র গণিত!
গণিত বিষয়ক টিউটোরিয়াল, আবিষ্কার, অনুবাদ, কার্টুন …
গণিতের ইতিহাস কিংবা ফিলোসফি।
গণিত নিয়ে ভালোলাগা, স্বপ্ন কিংবা দুঃস্বপ্ন!
গণিতের সৌন্দর্য্য … যা মনে চায়!
লেখা পাঠানোর সর্বশেষ তারিখ ৫ মার্চ, ২০১২। নিম্নের মেইল আইডিতে আপনি আপনার লিখা পাঠাতে পারবেন
[email protected]
আমাদের গতবারের ইবুক এর মত এই ইবুকটিও আশা করি সফল হবে।
আমরা সরবরা কতটা গণিতপ্রিয় তার কিছুটা প্রমাণ দেই!
সরব এর দুর্দান্ত জনপ্রিয়তায় অনেকেই ভাবছেন সরব অনেক পুরনো একটি প্ল্যাটফর্ম। কিন্তু না! সরব এর বয়স মাত্র ৬ মাস!
সরব তার যাত্রা শুরু করেছিলো ২৯ জুলাই ২০১১। [ ৭-২৯-২০১১] প্রতিটা নাম্বারই প্রাইম!
শুধু তাই না! ৭২৯২০১১ সংখ্যাটিও প্রাইম!
মাত্র ৬ মাসে সরব পেয়েছে (এই সংখ্যাটি ২৯ জানুয়ারি থেকে নেয়া) ১০১২০৩ এর বেশি সংখ্যক ইউনিক পেইজভিউ! হ্যাঁ প্রিয় পাঠক ঠিক ধরেছেন এটিও একটি প্রাইম নাম্বার! (এক লাখ এর বেশি ইউনিক পেইজভিউ এত কম সময়ে! আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। গালাগালি উগ্রতা অসহিষ্ণুতা এই সব এড়িয়ে আমরা একটি চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি আপনাদের জন্যই!) পাশে থাকুন!
তো আর দেরি করছেন কেন? লিখতে বসে যান আর এই লেখাটি ছড়িয়ে দিন সকল গণিতপ্রেমীদের কাছে।
অসাধারণ। গণিতকে তো প্রচন্ড ভালবাসি, কিন্তু, এই অসাধারণ মিলগুলো খুঁজে বের করার জন্য “সরব”কে অসংখ্য ধন্যবাদ। বলে না দিলে চোখেই পড়ত না।
এক কথায়, ওয়াও।
আরো ওয়াও, সরবের অগ্রযাত্রায় মুগ্ধ হয়ে। চলতি গলাবাজি আর গালিবাজির ব্লগিং ট্রেন্ডকে দুরে রেখেও এই সুন্দর প্ল্যাটফর্মটি এতদূর চলে এসেছে?!! প্রচন্ড খুশি লাগছে।
(লেখা দেবার মতো যোগ্যতা আছে কি না জানি না, তবে একটা কিছু ছাইপাশ লিখে তো দিবই, না ছাপাইলে কইলাম সরব(খবর) করিয়া দিব। হে হে হে।)
চমৎকার!!! :yahooo:
গনিত বিষয়ক কার্টুনও চাই!! :happy:
গনিত নিয়ে লেখা প্রস্তুত আছে। কিভাবে দিতে হবে? পোস্ট আকারে? নাকি সরাসরি ?
মেইল করতে হবে। মেইল আইডি যুক্ত হবে শীঘ্রই।
ইয়াহ্হু!!! :yahooo:
দারুন সব লেখায় গনিত আরো প্রিয় হোক সবার কাছে :penguindance:
আরো একটি দারুণ উদ্যোগ । সাধুবাদ ।
অংক পারিনা 🙁
গণিত ভালোবাসি, পারি আর না পারি। ভালোবাসতে তো আর মানা নেই 😀
যদিও বলবিদ্যাটা এট্টুউউউউউউউউউউউ ……… 😛 😛
ই-বুকখানি জয়যুক্ত হউক, আশা রাখি !!!
গনিত অনেক ভালবাসি বলে ই আজকে এত ভালমত বেচে আসি ঃ :beshikhushi: :beshikhushi: :beshikhushi: :beshikhushi: :beshikhushi: :beshikhushi: :beshikhushi: :beshikhushi: )
অঙ্ক-টঙ্ক তো পারি না, অনুবাদ পাঠানোর চেষ্টা করবো। 😀
আমি পরিচিত কিছু সিনিয়র ভাইকে জানিয়েছি এটার কথা, আশা করছি তাঁদের অনেকেই হয়তো জোস কিছু লেখা দিতে সক্ষম হবেন!! 🙂