বুয়েটে তখন পিএল। সাথে যথারীতি পরীক্ষা পিছানো। সেই উপলক্ষ্যে জ্ঞানী-গুণীদের স্ট্যাটাসে ফেসবুকের নিউজফিড হয়ে উঠল প্রাণচঞ্চল!
শুরু করি কিছু বাণী চিরন্তনী দিয়ে। “বুয়েটের কোন গুজবই গুজব থাকে না!” একবার খালি আওয়াজ ছড়ায়ে দ্যান, পরীক্ষা না পিছায়ে যাবে কই? “ইহা আমাদের চল্লিশ বছরের ট্র্যাডিশন, আমরা কোনভাবেই পরীক্ষা না পেছানোর অপবাদ নিতে পারি না! জুনিয়রদের কাছে মুখ দেখাবো কেমন করে?” কহিলেন জনৈক বুয়েটিয়ান। বড়ই চিন্তার বিষয়। 😯 :thinking:
তাই তো! এটা চল্লিশ বছরের ট্র্যাডিশন বলে কথা। “উহারা বৈদেশ যাইবে … বুয়েটের নাম ভাঙ্গাইয়া খাইবে … কিন্তু দোষ দেয়ার সময় বুয়েটকেই দুষিবে … বলিবে … আহা !!! life এর কত গুলা সপ্তাহ অই খানে loss করিয়া আইলাম …” কথা সইত্য!! বুয়েটে পড়বা আর পরীক্ষা পিছাইতে আপত্তি করবা, তা তো চলে না।
অনেকে টিউশানি করেন। ছাত্র/স্টুডেন্টকে এক্সাম ডেইটের কথা বলে পড়ানো বাঙ্ক দিয়েছেন। কিন্তু পরীক্ষাই স্টার্ট না হওয়ায় একটু প্রেশারে পড়ে গেছেন! বাবা মায়ের কাছেও মুখ যাচ্ছে, “প্রতিদিন ঘুম থেকে উঠি আর দেখি পরীক্ষা পিছাইয়া গেসে…. আব্বু আম্মু গ্রামে গেসে বেশ কিছুদিন আগে ….কিছুদিন আগে ফোন করে জিগাইল তোর না ২ তারিখ থেকে এক্সাম্?? আমি বলি না ৮ …তারপর কালকেই বললাম এক্সাম ১২ তারিখ থেকে ..আজকে যদি আবার বলি ১৫ তারিখ আমারে গ্রামে নিয়া গিয়া হাল চাষে লাগাইয়া দিবে শিওর্!!! ষ্টুডেন্টরেও ২-৩ বার বইলা ফেলসি আমার এত তারিখ এক্সাম, আমি আসতে পারবো না …..” :crying: সমবেদনা!!!!! 🙁
অনেকে এই নিউজে আনন্দিত, অনেকে বেজার। “যাহা তিরিশ দিনেউ হয় নাই তাহা কি আর তিন দিনে হয় ? ? ?” কথা ঠিক। একজন কহিলেন, “আমার পড়াশুনা যখন এক পা এক পা করে এগোচ্ছে , পরীক্ষা তখন দুই পা করে পেছাচ্ছে !” আর তাতে কমেন্ট, “তুই পিছন দিক থিকা পড়া শুরু কর :P” পারফেক্ট সলিউশান!!! :happy: 😛
পরীক্ষা আর পড়ার গতির সাম্যাবস্থা বর্ণনায় কেমিস্ট্রি দক্ষতা প্রকাশ করিলেন এক বন্ধু, “ঠিক যেন লা শ্যাটেলিয়েরের নীতির মতঃ
এক্সাম পেছানোর ফলে আমার পড়ার গতি এমনভাবে পরিবর্তিত হল যেন এক্সাম পেছানোর ফলাফল প্রশমিত হয়।” আহা মধু মধু!! 8) 8)
পরীক্ষা পেছানো? সে তো দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। “আয় নতুন দাবি নিয়া মিছিল করি। টার্ম ফাইনালের বদলে 29 আর Fifa টুর্নামেন্ট করার আবেদন করি। ভিসি এটাতেও রাজি হয়ে যেতে পারে।” কিংবা, “মিছিল-টিছিল করা মনে হয় আর লাগবে না…………… ভিসি রে এখন থেকে বোধ হয় মিস কল দিলেই হবে……………।” আপনিও আইডিয়া দিন!! :balancin: :dhisya:
বুয়েটে পরীক্ষা পেছানোর ঐতিহ্য এতই সমৃদ্ধ যে তা টিভি সিরিয়ালকেও পাল্লা দেয়ার যোগ্যতা রাখে!! “পলাশীর প্রান্তরে আজ আর নাটক হয় না …হয় মেগাসিরিয়াল…” সিরিয়ালের শেষ দৃশ্য কিন্তু সবার জানা! তবুও এ আকর্ষণ কমিবার নয়! “দুভার্গ্য তাদের যারা কখনো এখানে পড়েনি/পড়বেনা ,কেননা তাহারা কখনোই এমন নাটক উপভোগ করার সুযোগ পাবে না , শেষ দৃশ্য আগেই জানা এরপরও এত রোমাঞ্চ আর অনিশ্চয়তা আর কোন নাটকে কি সম্ভব ?” না ভাই, কোনভাবেই সম্ভব নয়। :guiter: :angel_not:
এক কাজ করা যায়, “যেহেতু পরীক্ষা পিছানোর জন্য “সাধারন ছাত্র”দের মতামত অত্যন্ত জরুরী সেজন্য একটা পোল এর ব্যবস্থা করতে পারে, যেখানে শিক্ষার্থীদের ভোটের সংখ্যাগরিষ্ঠতাই পরীক্ষা পিছানোর তারিখ নির্ধারণ করবে…” মন্দ হয় না, কী কন?? :happy: আরেকটি সমাধান হতে পারে এরকম, “পরীক্ষাগুলো faculty wise distributed না হয়ে student wise distributed করে দিলে ভাল হয়” আমার কাছে প্রথমটাই বেশি ভালো লাগছে!! 😀 :dhisya: :love:
সুশীল সমাজ কিন্তু পরীক্ষা পেছানোর ঘোরতর বিরোধী। একজন লিখেছেন, “জুনিয়রমোস্ট ব্যাচ না হইলে ডিন অফিসের সামনে *পরীক্ষা আগাও* প্ল্যাকার্ড নিয়া অবস্থান নিতাম, কোন সন্দেহ নাই!! :@ :@ :@ খালি এই বয়সে পাকনামি করলে লোকে কী না কী মনে করে তাই কিছু করতেসি না!! :@ :@ :@ আরেকটু সিনিয়র হয়া লই, পরীক্ষা আগানোর মিছিল নামামু! :@” 🙁 :fire: :fire: :fire: [এইটা আসলে আমার স্ট্যাটাস 😛 ]
শেষ মুহূর্তে পরীক্ষা পেছানোয় আরেক সুশীল ভাইয়ের হুঙ্কার, “পরীক্ষা আবার পিছাইসে, যারা ৯ তারিখের পরীক্ষাও পিছাইতে চাস তারা দয়া করে এখনই মিছিল শুরু কর। পরীক্ষার আগের দিন আকাম করলে মাইর খাবি।” হেহে দ্যাখা যাইবো!! :happy: :love: :love: :love:
আচ্ছা, আমাদের দেখাদেখি জুনিয়ররাও তো পরীক্ষা পেছানো শিখছে। একটু বেশি জুনিয়ররাও শিখে ফেললে কেমন হবে? “কয়েকদিন পরে ভর্তিচ্ছুক ছাত্ররা এসে Application দিবে ” আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয় নাই… ভর্তি পরীক্ষা পেছানো লাগবে “” টেনশন!!!!!! 😳 😳 কী শরমের কথা!! :angel_not:
কেউ কেউ দার্শনিক, “আমার এক বন্ধু সেদিন বলল, পরীক্ষা তো দিতেই হবে তাহলে এত পিছিয়ে লাভ কি? সময়মত দিয়ে দিলেই হয়।
আমি বললাম, তোকে তো একদিন মরতে হবে, দেরী করে লাভ কি? এখনি মর।………..:P” কিংবা, “অমরত্ব অর্জন তো আর সম্ভব না, আজীবন ছাত্রত্ব অর্জনের পথে আরেক ধাপ আগাইলাম, আলহামদুলিল্লাহ” হুমমম 😯 :thinking:
কেউ কেউ উৎফুল্ল, “ডাইনিং এ খেতে যাচ্চিলাম…নোটিসে দেখলাম পরীক্ষা পিছাইছে…আনন্দে না খেয়ে চলে আসছি” :happy: :happy:
কারও কারও ভ্যালেন্টাইন্স ডে তে এক্সাম!! “আমাদের স্যাররা আমাদেরকে অনেক ভালবাসেন। তাই দুই দফা পরীক্ষা পিছায়া ১১ তারিখ করলেও, আবার উনারা পিছায়া ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে পরীক্ষা ফেললেন। “উই অলসো লাভ ইউ স্যারস”।” :love: আহা কী ভালুবাসা!!! :love:
অনেকে টিচারদের একহাত নিচ্ছেন, “এক্সাম দিতে চেয়েছিলাম , ওরা আমাকে সে সুযোগ দিলনা
এখন হাতে অস্ত্র নেয়া ছাড়া আর উপায় রইল না :/” :dhisya:
অনেকে বিজ্ঞানীদের একহাত নিচ্ছেন, “হাইজেনবার্গ নিশ্চিত হয়েই তার “অনিশ্চয়তা নীতি” প্রদান করেছিলেন, কিন্তু পরীক্ষা পেছানোর ক্ষেত্রে তিনি নিশ্চিত হয়ে কোন সূত্র প্রদান করতে পারতেন না – এ কথা আমি নিশ্চিত” :thinking: :haturi: :wallbash:
. . . এবং কেউ কেউ বাস্তবতা যাচাই করছেন, “ভার্সিটির শেষ টার্মে,
মেয়েরাঃ আল্লাহ, একজাম শেষ হয় না কেন! (শেষ হইলেই বিয়া করা যাইবো!)
ছেলেরাঃ আল্লাহ, একজাম যাতে আবার পিছায়! (শেষ হইলেই তো বিয়া করা লাগবো!)” :angel_not: :babymonkey: ঠিক কথা!!
শেষ করবো জনৈক শিক্ষার্থীর কবিতা দিয়ে!!
“পরীক্ষা শুরুর আর কত দেরি পাঞ্জেরি?
এখনো তোমার মন কি ওঠেনি রেগে?
পরীক্ষা দেবার ইচ্ছা যায়নি ভেগে?
তুমি ফেসবুকে,আমি movie দেখি ভুলে;
বুয়েটের কাছে নিতে চাই আমি আড়ি।
পরীক্ষা শুরুর আর কত দেরি পাঞ্জেরি?
দীর্ঘ দিনের PL সফর শেষে
কোন দুনিয়ার comedy series এ আমরা পড়েছি এসে?
পরীক্ষা নিয়ে বুয়েটের এ মশকারির স্বভাব
তোলে আঙ্গুল আমাদেরই দিকে,চেতনারই যে অভাব
বুয়েট থেকে বেরতে বেরতে পাকবে চুল-দাঁড়ি।
তুমি ফেসবুকে,আমি game খেলি ভুলে;
বুয়েটের কাছে নিতে চাই আমি আড়ি।
পরীক্ষা শুরুর আর কত দেরি পাঞ্জেরি?”
যুগান্তকারী পোস্ট!! :dhisya:
🙄 🙄
:yahooo: :yahooo: :yahooo:
:happy: :happy: :love: :love:
হা হা প গে :happy: :happy:
:happy: :happy: :happy:
অ-সা-ধা-র-ণ
ধন্যবাদ স্ট্যাটাসগুলোর প্রাপ্য!! :happy: :happy: :happy:
কথা হবেই না!! খালি গুল্লি হবে :dhisya:
:dhisya: :dhisya: :dhisya:
“জুনিয়রমোস্ট ব্যাচ না হইলে ডিন অফিসের সামনে *পরীক্ষা আগাও* প্ল্যাকার্ড নিয়া অবস্থান নিতাম, কোন সন্দেহ নাই!! :@ :@ :@ খালি এই বয়সে পাকনামি করলে লোকে কী না কী মনে করে তাই কিছু করতেসি না!! :@ :@ :@ আরেকটু সিনিয়র হয়া লই, পরীক্ষা আগানোর মিছিল নামামু! :@”
:balancin: :love: :love: :babymonkey:
সাথে তো তোরা আছসই :penguindance: :penguindance: :yahooo:
কাজ নাই তো আর…গিয়ে তোর সাথে একজাম আগাব… :babymonkey:
দারুন্…………
ধন্যবাদ!!! স্ট্যাটাসগুলা একটার চেয়ে একটা দুর্দান্ত ছিল!! শেয়ার না করলে অন্যায় হত!!! :love: :dhisya: :penguindance:
মামা, অস্থির…
😛 😛 :penguindance:
অসাধারান
স্ট্যাটাসগুলো আসলেই অসাধারণ ছিল!! :happy: :happy: :happy: :love:
দারুণ ! অসাধারণ !
ধন্যবাদ!! :yahooo: :yahooo: :yahooo:
পুরাই কোপাকুপি লেখা :dhisya: :dhisya:
সংকলন ভালো হইছে….হা হা চে উ প গে 🙄
স্ট্যাটাসগুলো পড়ে আমিও হা হা চে উ প গে!!! =)) =)) =)) =))
অ-সা-ধা-র-ণ!!! :dhisya: :dhisya:
ধইন্যাপাতা!! :dhisya: :dhisya: :dhisya:
অনেকদিন হাসি নাই। আজকে যেন প্রাণ খুলে হাসলাম =))
:penguindance: :penguindance: :yahooo:
বেশ!
থ্যাঙ্কু!! :yahooo:
হাসতে হাসতে গড়াগড়ি খাইতেছি। একেকটার থেকে একেকটা কমেন্ট সেইরকম দুর্দান্ত!!
“ঠিক যেন লা শ্যাটেলিয়েরের নীতির মতঃ
এক্সাম পেছানোর ফলে আমার পড়ার গতি এমনভাবে পরিবর্তিত হল যেন এক্সাম পেছানোর ফলাফল প্রশমিত হয়।”
কিংবা,
“কয়েকদিন পরে বুয়েটে ভর্তিচ্ছুক ছাত্ররা এসে Application দিবে – আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয় নাই… ভর্তি পরীক্ষা পেছানো লাগবে”
=))
স্ট্যাটাসগুলো পুরাই অছাম!! :happy:
এবং আপনাকেও ধন্যবাদ! 😀
“প্রতিদিন ঘুম থেকে উঠি আর দেখি পরীক্ষা পিছাইয়া গেসে…. আব্বু আম্মু গ্রামে গেসে বেশ কিছুদিন আগে ….কিছুদিন আগে ফোন করে জিগাইল তোর না ২ তারিখ থেকে এক্সাম্?? আমি বলি না ৮ …তারপর কালকেই বললাম এক্সাম ১২ তারিখ থেকে ..আজকে যদি আবার বলি ১৫ তারিখ আমারে গ্রামে নিয়া গিয়া হাল চাষে লাগাইয়া দিবে শিওর্!!! ষ্টুডেন্টরেও ২-৩ বার বইলা ফেলসি আমার এত তারিখ এক্সাম, আমি আসতে পারবো না …..”
এইটা আমার স্ট্যাটাস…
একেবারে বুকের ভিতর থেকে কথা গুলা বের হইসে…… ঘুম থেকে উঠে মুখ না ধুয়েই স্ট্যাটাস টা দিইসিলাম…
সমবেদনা!!!!! 🙁 😛
আর এই দুর্দান্ত স্ট্যাটাসের জন্য ধন্যবাদ!!! :beshikhushi: পুরাই হা হা প গে!!!! :happy:
হাসতে হাসতে জান শেষ =)) =)) …
“কয়েকদিন পরে বুয়েটে ভর্তিচ্ছুক ছাত্ররা এসে Application দিবে – আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয় নাই… ভর্তি পরীক্ষা পেছানো লাগবে” =))
হাসি থামার পর অবশ্য দুঃখ লাগতেছে ব্যাপারটা নিয়ে… 🙁
আমারও হালকা একটু দুঃখ লাগতেসে, কিন্তু মজার বিষয় আমার আম্মু ব্যাপারটা খুবই এনজয় করছেন!!!!! :O আম্মুর বক্তব্য, এত আরামে আছস আবার কথা কিসের?? :love:
ভাই রে ভাই, জিনিস একখান লিখেছেন বটে।
হাসতে হাসতে পেটের ভাত সব বেরিয়ে যাবার যোগাড়। 😛
:happy: :clappinghands: =)) =)) :balancin: :beshikhushi: :happy: :happy:
ধন্যবাদ!!!! :love: 😛 :penguindance:
“আমার পড়াশুনা যখন এক পা এক পা করে এগোচ্ছে , পরীক্ষা তখন দুই পা করে পেছাচ্ছে !” – এইটা আমার স্ট্যাটাস ছিল । ধ্রুবর রিপ্লাই টা বেশি জোসস ছিল http://shorob.com/wp-includes/images/smilies/icon_haturi.gif
আসলে এখানের অনেকগুলো স্ট্যাটাসই হোমপেজে কপি-পেস্টেড অবস্থায় পেয়েছিলাম. . . তাই আসলে স্ট্যাটাসটা কে দিয়েছেন সেটা যাচাই করতে পারিনি. . . শেষমেশ স্ট্যাটাস কার্টেসিও এখানে দেইনি সেজন্য!! :wallbash:
আপনাকে এবং বাকি সবাইকে অনেক অনেক ধন্যবাদ কিছু দারুণ ক্রিয়েটিভ স্ট্যাটাস দেয়ার জন্য!! :happy: :happy: পুরাই হা হা প গে! :happy: :happy: :penguindance:
ব্যাপক :huzur:
ধন্যবাদ!! :penguindance: :yahooo:
=)) =)) =)) =))
🙄 🙄 🙄 🙄
:penguindance: :babymonkey: :penguindance:
এত পিছাইলে পরীক্ষা দেয়ার ইচ্ছা থাকে নাকি!
দারুণ মজার হইসে। 🙄
সেইটাই তো কথা!! আবার এইটাও ঠিক, বুয়েটে পড়তে চাইলে এসবের মাঝেই হাসিমুখে এক্সাম দিতে হবে!! ট্র্যাডিশন বলে কথা!! :happy: 😛 :happy: 😛
অছাম !!
ধন্যবাদ!!! :yahooo: :yahooo: :yahooo:
পরীক্ষা পিছানো! সে আবার কি! পরীক্ষা আবার পিছায় নাকি এই পবিত্র গাঙ্গেয় ভূমিতে ??
😛 😛
😛 😛
থিসিস টিচারকে এই পোস্ট খানি ধরিয়ে দিলেই হলো, পাশ দিয়ে দেবে। হে হে হে। অনেক দিন পর মন খুলে হাসলাম। (অন্য সময় আটকে রেখে হাসি)
সুপার্ব (এন এফ এস থেকে)
ধন্যবাদ!!! :penguindance: :yahooo:
কয়েকটা পড়ে হা হা চে উ প গে।
:yahooo: :penguindance: :yahooo: :penguindance:
চরম !! http://shorob.com/wp-includes/images/smilies/icon_baby%20monkey.gif
“জনৈক বুয়েটিয়ান” এর ধইন্যা লও।
শেষের কবিতাটা আমার লেখা।
এটা দিয়েই শেষ করছ দেখে মজা পেলাম।।
http://shorob.com/wp-includes/images/smilies/icon_happy.gif
আসলে সংকলনটির অনেককিছুই হোমপেজে কপিপেস্টেড অবস্থায় পেয়েছিলাম, তাই সঠিক সোর্স ট্রেস করতে পারিনি, এবং পোস্ট-কার্টেসিও দিতে পারিনি :wallbash: :wallbash:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিয়েটিভ একটি প্যারোডির জন্য!!! :love: :happy: :dhisya: :dhisya: :penguindance:
কী বলব আর ভাই! মারাত্মক!!
এক ফেবু ফ্রেন্ড এইটা শেয়ার করে বলতেছে আয়ু বেড়ে গেলো!
:yahooo: :yahooo: :yahooo: :penguindance:
হিহিহি 😛 হাসতে হাসতে পরে গেলাম 😛 আপনাদের ব্যাপারটা পুরোই অন্য রকম 🙂
😛 😛 :dhisya:
purai pankha hoise :happy:
ধন্যবাদ!!! :yahooo: :yahooo: :penguindance: :beerdrink:
মামা , পরীক্ষা আর দিমু না !!!
8) 8) 8)
8) :cuthair:
লেখাটা পড়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি। 🙄 🙄
চরম হয়েছে!! :clappinghands:
ধন্যবাদ!! 😛 :happy:
লাস্টের বার পরীক্ষা পিছানোর জন্য যাওয়ায় পুলাপানের দাবি করা ৩ দিনের জায়গায় সাত দিন পিছাইসে।
এর প্রেক্ষিতে তৃণা আপুর স্ট্যাটাসঃ
”পুলাপান ‘মেঘ’ চাইসিলো … নিয়তি ‘বৃষ্টি’র বদলে ডাইরেক্ট ‘ঠাডা’ ফালায়া দিসে… =)) =)) =)) ”
পুরাই লুল!!!!!! =)) =)) =)) =)) =)) =))
হা হ হা 😛 ঠাডা! কি অবস্থা হয়েছিল সবার!
অবশেষে পরীক্ষা শুরু হইছে কিন্তু!! 😛
:happy: :happy: :happy:
:beerdrink:
মারাত্মক!! :yahooo:
:happy: :penguindance: :yahooo:
যদিও আমি বুয়েটিয়ান না তারপরও এই পোস্ট পড়তে গিয়ে হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে। :happy: :love:
🙄
🙄
:happy: :happy: :happy: :penguindance:
এই পোস্ট আমি এত্তদিনে পড়লাম। হাহাহা! :happy:
শেষের কবিতাটা অতুলনীয় হইছে। :huzur: :huzur: :huzur:
লেটুপুটু!! 😛
😛
সুন্দর সংকলন 🙂
ধইন্যা! 😀 😀 😀
সুন্দর
8) :dhisya:
পরীক্ষা পিছানোকে বুয়েট শিল্পের পর্যায়ে নিয়ে গেছে
কথা সত্য! 😀 :dhisya: :penguindance: