আমি তখন ক্লাস ফোর বা ফাইভে পড়ি। তখন কার একটা গল্পঃ
তখন নিয়মিত মসজিদে যেয়ে নামাজ পড়তাম, তো একদিন আছরের নামাজ শেষে মোনাজাতের আগে ঈমাম সাহেব বললেন মিলাদ আছে সবাই যেন বসে, আমি ছোট মানুষ তার ঊপরে জিলাপী আমার খুবই প্রিয় 😀 । তো জিলাপীর লোভে বসে পড়লাম মিলাদে। দশ-পনের মিনিট ধরে মিলাদে বসে আছি কখন শেষ হবে আর জিলাপী দিবে! এইদিকে আমার আসতে দেরি হচ্ছে দেখে আম্মা আমাকে খুঁজতে বের হইছে। অবশেষে মিলাদ শেষে জিলাপী বিলানো শুরু হল, আমি মসজিদের গেইটের কাছে গিয়ে লাইনে দাড়ালাম। মানুষের হুড়াহুড়ির মাঝে সামনে আর আগুতে পারছিলাম না। দেখতে দেখতে মিলাদের জিলাপী ও ফুড়িয়ে গেলো 🙁 । জিলাপী না পেয়ে বেশ কষ্ট লাগতেছিলো, কিছুটা অভিমান ও হচ্ছিলো।
মসজিদ থেকে বের হব দেখি গেইটের সামনেই আম্মা দাঁড়িয়ে আছে (এতক্ষণ আমি কি করছি সবই দেখছে)। আম্মা হাসতে হাসতে আমার পিঠে হাত বুলিয়ে বলল, আহারে আমার ছেলেটাকে জিলাপী দিলোনা। আমার লজ্জায়, কষ্টে, অভিমানে চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। আম্মাকে বুঝতে দিলাম না, দৌড়ে বাসায় চলে আসলাম।
অনেক স্যাড না গল্পটা ?? 🙁
নাও,জিলাপী খাও 😀
খেলাম 😆
ভালো লাগলো পড়ে :guiter:
দুঃখ পাইছিস কিনা বল? ভালো লাগলে তো হবে না ! 😐
দুঃখ পাই নাই, জিলাপি খাইতে মুন্চায়…. :balancin:
হেহে!
হাহা!!
আফসুস!!
চোক্ষে পানি আইসা পড়ল 🙁
হাহা!! একমত! রুমাল না চাদর লাগবে রে!
আহালে 🙁 হুম সেই ছোট্ট বেলায় তো এটা সত্যি খুব কষ্টের।
তবে খুব সুন্দর লিখেছেন আপনি। 🙂 আরো বড় গল্প চাই
আহারে!
জিলাপী আসলেই প্যাঁচের জিনিস!! এরপর আপনারে পাইলে আমরা খাওয়াবো নে জিলাপী! 😀
ধন্যবাদ ভাইজান 😀
=))
বড়ই কষ্ট পাইলাম! 😛
কষ্টের গল্প সো কষ্ট লাগবেই 🙁
আমার জিলাপি ভয়াবহ পছন্দ, শুধু ১ কেজি জিলাপী দিয়েই ইফতার সারতে পারব বলে মনে হয়! (এখনো চেষ্টা করি নাই!) :babymonkey:
চেষ্টা কইরে দেইখেন 😛
আমার শুধু একদম চুলা থেকে নামানো গরম জিলাপী ভালো লাগে 🙂 চিকনটা , বোম্বাই / মোটা জিলাপিটা ভালো লাগেনা একদম ! গল্পটা আসলেই প্যাথেটিক। একটা বাচ্চার জন্য এটা অনেক বড় একটা শোকের ব্যাপার, বিশেষ করে শেষের লজ্জাটুকু 😛
আমারও মোটা জিলাপী ভালো লাগে না, তার উপর যদি মচমচা না হয় !!
এখন জিলাপি দিলে খাবেন তো ? 😉
খাবনা আবার !! 🙂
Ahare…asole e dukkher kotha….
tobe kotha hoilo ami dukkho painai, 😛
comment ta korar jonne eikhane id kholar por aj kotto kosto kore j login hoilam 🙂
অনেক অনেক ধন্যবাদ 🙂
চিকন জিলাপী ভালো লাগে
গোবদাগোবদা জিলাপীর ছোট এক টুকরা খেলেই বুক ধড়ফড় করে!
ঘটনা পড়ে বিরাট আফসুসিত 🙁