আশ্চর্যজনক হলেও সত্যি!! :P

আজকে এমন কিছু তথ্য শেয়ার করতে চাই যেগুলোর কোনোটা শুনে আপনি হাসতেও পারেন আবার কোনোটা শুনে অবাকও হতে পারেন। তবে এগুলো কিন্তু আমি বলিনি। এগুলো একদম সত্যি কথা 😛

আপনি জানেন কি, ‘সাধারন মানুষ প্রতি মিনিটে ২০ বার চোখের পাতা ফেলে। কিন্তু একজন নিয়মিত কম্পিউটার ব্যবহারকারী(আপনার মত) মিনিটে ৭ বারের বেশি চোখের পাতা ফেলে না।

(হুম, আসলেই সত্যি কিন্তু!)

আরেকটা শুনুন,
‘প্রতিবছর ১০ জনেরও বেশি লোক ভেন্ডিং মেশিন দ্বারা নিহত হয়!’🙁
(কিভাবে হয় এটা আমি অনেক চিন্তা করেও বের করতে পারি নি,পারলে জানিয়ে দিয়েন)

কীবোর্ড দিয়ে তো প্রতিদিনই লিখেন। কিন্তু জানেন কি
–‘কীবোর্ডের একটি সারি দিয়ে লেখা যায় এমন সবচেয়ে বড় শব্দটি হচ্ছে TYPEWRITER

(এখন কীবোর্ডের দিকে তাকায় তো মনে পড়বেই!) 😛

উইন্ডোজ আর অ্যাপলের মাঝে সাপে নেউলে সম্পর্ক সবাই জানি। কিন্তু জেনে রাখুন,
–‘বিল গেটসের বাড়ির ডিজাইন করা হয়েছিলো একটি ম্যাকিন্টশ কম্পিউটার দিয়ে।‘ 🙄

–‘পৃথিবীতে প্রথম যেই ডোমেইনটি রেজিস্টার করা হয় তা হল Symbolics.com. আর www.youtube.com রেজিস্টার্ড হয় ১৪ ফেব্রুয়ারি,২০০৫ এ মানে ভ্যালেন্টাইন দিবসে।‘ :love:

–‘Marlboro কোম্পানীর মালিক ফুসফুস ক্যান্সারে মারা যান।
(উনার হয়ত দৃঢ় বিশ্বাস ছিলো সিগারেট খেলে ক্যান্সার হয় না) 😐

–‘হিউলেট প্ল্যাকার্ড(এইচপি) এর প্রথম অফিস ১৯৩৯ সালে Palo Alto এর একটি গ্যারেজে স্থাপিত হয়।

–‘ইন্টারনেটে মোট যত ছবি আছে তার ৮০ শতাংশই অশ্লীল।
(ইয়ে মানে বুঝতেই পারছেন উলুলু মার্কা ছবি) 😛

–‘ডিনামাইট তৈরীর উপকরণগুলোর মধ্য একটি হল বাদাম।
(বাদামের মধ্যে ডিনামাইট নাই কিন্তু!) 😀

ইলেক্ট্রনিক্স জিনিসপত্র মানে ক্যামেরা, টিভি ইত্যাদি তৈরীতে সনির কোনো তুলনা নেই। কিন্তু তাদের তৈরীকৃত প্রথম পণ্যটি ছিলো রাইস কুকার।

কোনো রেস্টুরেন্টে খাওয়ার পর আমরা ওয়েটারকে কিছু টিপস দেই।(মানে টাকা দেই আর কি!)। কিন্তু –‘জাপানের রেস্টুরেন্টগুলোতে ওয়েটারদের টিপ দেয়া বেআইনী।

–‘যেসব পুরুষ সকালবেলা তাদের স্ত্রীকে চুমু খান তারা যারা খান না তাদের চেয়ে পাঁচ বছর বেশি বাঁচেন।
(হতে পারে চুমুতে ভিটামিন আছে) 😛

–‘প্রেসিডেন্ট বুশ একসময় চিয়ার লিডার ছিলেন।‘ (ব্যাপক সত্য কথা)

–‘মিকি মাউসের ডিজাইনার Walt Disney ইঁদুরকে অনেক ভয় পেতেন। আর বৈদ্যুতিক বাতির আবিষ্কারক এডিসন অন্ধকারকে ভয় পেতেন!
(আমি পড়াশোনা অনেক ভয় পাই,তাই এর বিরুদ্ধে কিছু একটা আবিষ্কার করার চেষ্টা করছি) :thinking:

–‘তরুণ বয়সে পাবলো পিকাসো নিজেকে উষ্ণ রাখার জন্য নিজের পেইন্টিং পোড়াতেন।
(তরুণ বয়সে নিজেকে উষ্ণ রাখার জন্য অন্য কিছু উনার মাথায় আসে নাই) 😛

মোনালিসা ছবির কথা সবাই জানি। লিওনার্দো দ্যা ভিঞ্চির আঁকা পৃথীবির শ্রেষ্ঠ শিল্পকর্ম।
–‘এক্সরে করে জানা গেছে আসল ছবিটির নিচে মোনালিসা ছবির আরো তিনটি ভিন্ন ভিন্ন ভার্সন রয়েছে।
(আমি জানি উপরের ভার্সনে মোনালিসার ভুরু নাই, পরের ভার্সনগুলাতে হয়ত চোখ নাই, চুল নাই, জামা-কাপড়ও নাই হইতে পারে) 8)

–‘ম্যাকডোনাল্ড কোম্পানীর মালিকের Hamburgerology এর উপর ব্যাচেলর ডিগ্রী আছে।‘ (চরম সাবজেক্ট মনে হচ্ছে!)

–‘মোজার্টকে কোথায় সমাহিত করা হয়েছে কেউ জানে না।
(হতে পারে উনি নিজে নিজেই সমাহিত হয়েছেন) :bigyawn:

অদ্ভুত ছেলে সম্পর্কে

"অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করল হাঁটা.. হাতে তার অ্যাকুয়স্টিক পকেটে হারমোনিকা..."
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ এবং ট্যাগ হয়েছে , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

15 Responses to আশ্চর্যজনক হলেও সত্যি!! :P

  1. আবদুর রাজ্জাক শিপন বলেছেনঃ

    হা হা হা ! মজারু !

  2. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    😛 হি হি হি মজা পেলাম

  3. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    হা হা! 🙄
    বিশাল মজা পেলাম!

  4. সওদাগর বলেছেনঃ

    শীর্ষেন্দু’র যাও পাখি বইয়ের প্রথম লাইন “প্রেমের মধ‌্যে আছে ভাইটামিন ” 😀

  5. বোহেমিয়ান বলেছেনঃ

    ৫ বছর বেশি বাঁচতে চাই! 😛

    ডিজনি ব্যাটা ইঁদুর ভয় পাইত!! ব্যাটারে ধইরা…!!! এই ব্যাটার কারণে ইঁদুর বিশ্বময় :প

    খাইসে! পিকাসো এই কাজ কি অর্থের অভাবে করছে?

  6. জনৈক বলেছেনঃ

    মজা পেলাম।

    অনটেস্টঃ লগিন না করে কমেন্ট টেস্ট।

  7. মুবিন বলেছেনঃ

    ’বিল গেটসের বাড়ির ডিজাইন করা হয়েছিলো একটি ম্যাকিন্টশ কম্পিউটার দিয়ে।‘

    পাশের বাড়ির তরকারি সব সময়ই সুস্বাদু :love:

  8. ফিনিক্স বলেছেনঃ

    ওরে খাইছে! হাসতে হাসতে শেষ! এতো মজার মজার কাহিনী কত্তদিন পরে জানলাম!

    অন্য একটা কথা বলি,
    আমার বরটার যদি কয়টা দিন বেশি বাঁচার ইচ্ছা থাকতো এই থিওরিটা কাজে লাগাতো কিনা ভাবছি! থিওরিটা ভালোই! 😛

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।