[TED হচ্ছে অসাধারণ আর যুগান্তকারী সব ভাবনা শেয়ারের মুক্ত প্ল্যাটফর্ম। যে কেউ মাত্র ১৮ মিনিটের মাঝে নিজের ভাবনা জানিয়ে দিতে পারে পৃথিবীবাসীকে…এই মন্ত্র নিয়ে আজ দ্বিতীয়বারের মত বাংলাদেশে শুরু হচ্ছে TEDxDhaka, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে, “অন্যরকম বাংলাদেশ” – স্লোগান নিয়ে। সেখান থেকে পুরোটা সময় আমি আছি আপনাদের সাথে, ভাবনাগুলো ছড়িয়ে দিতে। সাথেই থাকুন! 😀
TED নিয়ে ভূমিকা পোস্ট: TED – ভাবনা যখন বিশ্বময়]
৪:০১: সিনেট ভবনের দারুণ হলরুমটায় আমরা এখন, রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি। 😀
৪:২৫: ড: কে. সিদ্দিক-ই-রব্বানী এখন মঞ্চে। দেশের বঞ্চিত ৮০% মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্য সুবিধা নিয়ে তাঁর আইডিয়া জানাচ্ছেন আমাদের।
৪:৫৯: ড: রব্বানীর দারুণ বক্তৃতা শেষ হল মাত্র। সমাজের সকলের কাছে প্রযুক্তির সুফল পৌঁছানোর জন্য মূল দুটি বিষয় জানালেন তিনি আমাদের:
১/ নিজেদের সমস্যা সমাধানের জন্য নিজেদের প্রযুক্তি নিজেদের তৈরি করতে হবে।
২/ পাশ্চাত্য বিশ্বের মত পেটেন্টের নামে প্রযুক্তির বাণিজ্যিকীকরণের অবসান করতে হবে।
এছাড়াও উনি নিজের উদ্ভাবিত অনেক প্রযুক্তির কথা তুলে ধরেন, যেগুলো সময়ের সাথে বিস্তারিত জানানো হবে।
৫:১০: TEDxDhakaর মূল অর্গানাইজার, স্থাপত্যবিদ মুহাম্মাদ তৌহিদ(Mohammad Tauheed) এখন তার প্রতিষ্ঠিত Archsociety নিয়ে অভিজ্ঞতা শেয়ার করছেন।
৫:৩৭: জিষ্ণু ব্রহ্মপুত্র(Jishnu Brahmaputra) এখন মঞ্চে। বাংলাদেশে অনলাইন গেইমিং নিয়ে বলছেন উনি।
৬:০০: আমাদের দেশের অনলাইন গেইমারদের পিছিয়ে থাকার একটা বড় কারণ, ঠিক পরিচর্যা আর উৎসাহের অভাব – জিষ্ণু ব্রহ্মপুত্রের বক্তব্য থেকে।
৬:০৫: এখন কথা বলছেন ইরাজ ইসলাম (Iraj Islam), “Anatomy of Innovation” (উদ্ভাবনের ব্যবচ্ছেদ) নিয়ে। দারুণ উপভোগ্য কথাগুলো – উনি জানালেন “উদ্ভাবন চক্রের” (Innovation Wheel) আইডিয়া। বিশেষ আর “একাধিক” কিছু গুণ একসাথে হয়ে তৈরি হয় এই চক্র – যা ছিল স্টীভ জব্সের, লিওনার্দো দ্য ভিঞ্চির…
৬:২০: ব্রেইক চলছে এখন। হাঁফ ছাড়লাম! আইডিয়ার তোড়ে ভেসে যাচ্ছিলাম। 😀
৬:৪৯: তাসলিমা মিজি (Taslima Miji), Techmaniaর CEO, এখন কথা বলছেন বাংলাদেশের প্রযুক্তিতে নারী উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে।
৭:০২: ‘মায়া’র প্রতিষ্ঠাতা, আইভি হক রাসেল (Ivy Huq Russell) এখন বক্তব্য রাখছেন তার প্রতিষ্ঠান নিয়ে, যার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নারীদেরকে, তাদের পরিবার আর সমাজকে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা।
“একজন নারীকে শিক্ষিত করার অর্থ, একটা পরিবারকে শিক্ষিত করা।” – আইভি হক রাসেল
৭:২০: BYLCর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এজাজ আহমেদ (Ejaj Ahmad) এখন বক্তৃতা দিচ্ছেন, লীডারশিপ নিয়ে।
“আমরা নিজেরা নিজেদের সমস্যা দূর করার জন্য ক্ষমতা হাতে তুলে না নিলে অবস্থার পরিবর্তন হবে না। এর নামই নেতৃত্ব।” – এজাজ আহমেদ
৭:৩৮: আর্টিস্ট খালেদ মাহমুদ (Khaled Mahmud), Headofficeএর CEO এখন মঞ্চে। গত সাতদিন না ঘুমিয়ে তিনি TEDxএ এসেছেন! :O স্যালুট!
৭:৪২: এই প্রথম বাংলায় বক্তব্য দিচ্ছেন কেউ! কথা বলার টপিক: Communication as Art – যোগাযোগ যখন শিল্প। ৩ ভাগে ভাগ করেছেন খালেদ তাঁর বক্তব্যকে – Me = Art+Design+Entrepreneurship!
নিজের ডিজাইন করা দারুণ কিছু জিনিসের ছবি দেখাচ্ছেন খালেদ মাহমুদ তার স্লাইডে। গিফ্ট আইটেম(অনেক মজার মজার!), নিউ ইয়ার/ঈদ গ্রিটিং কার্ড, পোস্টার…আরো অনেক কিছু!
৮:১৩: মঞ্চে উঠলেন নুরুর রহমান খান (Nurur Rahman Khan), ‘আমার দেশ আমার গ্রাম’এর চেয়ারম্যান। তার “আমার দেশ ই-শপ”এর আইডিয়া শেয়ার করলেন সবার সাথে।
আজকের মতো TEDxDhaka থেকে লাইভ ব্লগিং শেষ করছি। আগামী ইভেন্টে আবার কথা হবে আশা করি। ততদিন পর্যন্ত ভাল থাকবেন, TEDএর সাথেই থাকবেন! 😀
ছবি কৃতজ্ঞতা: নিস্তব্ধ শৈশব
আপডেইট: অনুষ্ঠানের সবগুলো স্পীচের ভিডিও পাওয়া যাবে এখানে।
দারুণ!
জ্বী। 😀
চমৎকার কাজ
সামিরা এবং সরব টিমকে ধন্যবাদ! 😀
দারুন একটা কাজ!
😀
ভিডিও শেয়ার করা যাবে?
না ভাইয়া, দুঃখিত। হলরুমের ভেতর ভিডিও করা নিষেধ। তবে খুব শীঘ্রই TED ওয়েবসাইটে আপলোড করা হবে বক্তৃতাগুলো, অফিসিয়ালি। 🙂
যে কোন ভাবে পাওয়া গেলেই হল। এজাজ এর বক্তব্য শোনার বিশেষ আগ্রহ , কারণ লিডারশীপ আমার টপিক অব ইন্টারেস্ট। ওয়েস সাইটে আসলে জানালে খুশী হব ।
অবশ্যই ইনশাআল্লাহ্ জানাবো ভাইয়া। এই পোস্টে চোখ রাখলেই হবে। 🙂
ব্যাপক মিস করছি মনে হয়। তবে সামিরা, টেড এ ভিডিওগুলো আপ করা হলে জানাবেন আশা করি।
অবশ্যই জানাবো! ইনশাআল্লাহ্। 🙂
trd ex bd te…………………………… god I think I have missed the golden chance to be a part of it ………………………………… is it still going on …………… if any one want see those ideas and presentation how could they do it ? …………………………….. I am a graphic designer, studying BBA in EWU ……………….. I really want to be there please enlighten me how’s that can be possible?
আজকের টকের ভিডিও আপলোড করা হবে। তখন সবাই দেখতে পারবে আশাকরি! 🙂
অসাধারণ ছিল!! :beshikhushi: :beshikhushi:
আপডেইটিং করতে যেয়ে মিস করেছি অনেক কিছু। 🙁
তবে হুম, দারুণ ছিল আসলেই। 🙂
দারুণ অভিজ্ঞতা 🙂
সেটাই! 😀
সামিরা আপি অনেক ধন্যবাদ তোমাকে, অসাধারণ 🙂 :beshikhushi:
এই পচা লাইভ ব্লগিং পড়ার জন্য তোমাকেও ধন্যবাদ পিচ্চি! 🙂
দারুন অভিজ্ঞতা আপু। এত কিছুর মাঝেও তুমি করেছ ভাবতেই গর্ব হচ্ছে 🙂
এর পরে আবার কবে হবে? আজকেই শেষ?
এই ইভেন্টটা কালই শেষ হয়েছে আপু।
৩য় TEDxDhaka হবে নিশ্চয়ই, যারা এবার মিস করেছেন তাদের সাথে সেবার দেখা হবে আশা করি। 🙂
এই ইভেন্টটা কালই শেষ হয়েছে আপু।
৩য় TEDxDhaka হবে নিশ্চয়ই, যারা এবার মিস করেছেন তাদের সাথে সেবার দেখা হবে আশা করি। 🙂 আপনি আসবেন কিন্তু!
akhane ki j keo attend korte parbe? events time ta janale khusi hoitam.
ইভেন্ট তো এবারের মত শেষ।
অ্যাটেন্ড করার জন্য অ্যাপ্লাই করতে হয়, সেখানে সিলেক্টেড হলে যে কেউ যেতে পারে।
অংশগ্রহণ করতে পেরে ভীষণ আনন্দিত!!! :happy:
আপনি তো পালাইছিলেন। 😛
😛
ফেসবুক গ্রুপ থেকে, আরেকটা ব্লগ ঘুরে তারপর এলাম এখানে, জানতামইনা যে দেশেই টেড টক্স হয়, অসাধারন। আমজনতার সাথে শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ সামিরা আপনাকে।
আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য। 🙂
তবে এটা কিন্তু আসল TED না, TEDx – অর্থাৎ independently organized TED ইভেন্ট, যেটা যে কেউই তার দেশে অ্যারেঞ্জ করতে পারে। তবে হ্যাঁ, TED থেকে লাইসেন্স আনতে হয় সেটা করার জন্য।
Thanks and good blog.
ধন্যবাদ।
এইটা একটা স্প্যাম ছিলো! 😛
এগুলি অ্যাপ্রুভ করা হয় কেন? :/