# ১

রুপকথা
# ২

তবু বয়ে চলা, এমন করে একেলাই…
# ৩

অকারণেই হেসে ওঠার দিনগুলি
# ৪

একলা কেউ…
# ৫

অপেক্ষা
# ৬

“দিতে পারো একশ ফানুস এনে/ আজন্ম সলজ্জ সাধ একদিন আকাশে কিছু ফানুস উড়াই”
# ৭

বাংলাদেশ
# ৮

শেকল ছেঁড়ার অপেক্ষায়…
# ৯

বাঁধন
# ১০

বন্ড…নেচার বন্ড! 😛
# ১১

ছেলেবেলা…
# ১২

দ্যা লুনলি ডিউ! 😛
নিস্তব্ধ শৈশব সম্পর্কে
জন্মেছি যখন মানুষ হয়ে,
লড়ে যাবো ভালোর হয়ে,
এক নতুন ভোরের অপেক্ষায়...
এই লেখাটি পোস্ট করা হয়েছে
পাগলামি,
ফটোগ্রাফি-এ।
স্থায়ী লিংক বুকমার্ক করুন।
কী সুন্দর! 😀
প্রথমটা খুব ভাল লাগল।
চোখটা কার? 😛
৬ নম্বরটা বুঝি নাই। কিসের ছবি?
চোখটা আমার ভাইয়ের! কিন্তু তোমার প্রশ্নের পরের ইমোটা সন্দেহজনক! 😛
৬ নাম্বারটা ফানুসের ছবি, জীবনে প্রথম বার দেইখা উভার একচাইটেড হয়ে গেছিলাম! 😛
খাইছে! আমি পুরাই মেয়েদের চোখ ভাবছি! 😮
দোষ আমার না আপনার ভাইয়ের চোখের বুঝলাম না।
মনে হয় আমার ভাইয়ের! শুনলে আমারে পিটাইবো! 😛
হায় হায়! কি ছবি এসব!!
ফেসবুকে অনেক নব্য ফটোগ্রাফার ছবি আপলোড করে! ভ্যান্দা মার্কা ছবিতে
Joss, awesome, jotil টাইপ কমেন্টে ভরে যায়, বিরক্তি লাগে এসব ন্যাকামি দেখলে!
এ ছবি গুলো দেখলে ঐসব কমেন্টদাতা/দাত্রীরা কি বলতো কে জানে!
অসাধারণ এক একটা ছবি!
৭ নং ছবিটা দেখে টাসকি খাইসি!
ক্যাপশন গুলোও সুন্দর!
মুগ্ধ ! মুগ্ধ !! মুগ্ধ !!! 😀
থ্যাঙ্কু ভাই! খুশি হয়ে উল্টায়ে গেছি প্রায়!! :penguindance:
সুন্দর :clappinghands:
১০ নম্বরটা বেশি ভালো লেগেছে আমার 🙂
অনেক ধন্যবাদ! থ্যাঙ্কু থ্যাঙ্কু! 😀
অসাধারণ
চরম
ফাটাফাটি…………
:dhisya:
:clappinghands:
:huzur:
:beshikhushi:
থ্যাঙ্কু ভাই, আপনার কাছ থেকেও শিখেছি অনেক কিছু……
সত্যি কথা!
আমার কাছ থেকে?!!!!!
অসাধারণ,ফাটাফাটি :dhisya: :fire:
প্রতিটি ছবি অনেক সুন্দর | আমার ফটোগ্রাফি এর শখ জাগিয়ে তুললে তো | এখনি ফেসবুকে বন্ধুত্বের নিমন্ত্রণ পাঠাচ্ছি….
ধন্যবাদ ভাই! বন্ধুত্বের নিমন্ত্রণ তৎক্ষণাৎ গ্রহণ করা হলো! 😀
খুবই সুন্দর, সব কয়টাই 😀
আপনাকে তিন কেজি ধইন্যাপাতা! 😀
ছবি কথা বলে! কি অসাধারণ!!
অনেকক্ষণ তাকিয়ে থাকলাম!!
আসলেই বলে ভাইয়া! এখন টের পাই!
চোখ জুড়িয়ে যাওয়া এক একটা ছবি! দারুণ লাগল সব গুলোই! বিশেষ করে ১, ৩ ,৫, ৮, ১০ 🙂 :huzur: :clappinghands:
এগুলো আনাড়ি হলে প্রো কারা? :voypaisi:
‘এগুলো আনাড়ি হলে প্রো কারা?’
একই প্রশ্ন আমারও !
তোর প্রশ্নের উত্তর তুই জানিস! প্রো বহুৎ মানুষ জন আছে! :nono:
ঠিক আমার প্রশ্নের উত্তর আমি জানি। যে আনাড়ি সেই প্রো= নিস্তব্ধ শৈশব 😀
আনাড়ি বলতেও সাহস লাগে ভাইয়া! এখন সবাই ছবি তুলে, তাই আলাদা করে আর সাহস পাইনা বলতে! 😛
আপনাদের এখন থেকে মাঝে মধ্যেই জ্বালাবো! :angel_not:
অনেক অনেক সুন্দর হয়েছে আপু ছবি গুলো। 🙂
এটা শৈশব 😛
আপু না! :rollinglaugh:
শৈশব একটা ছেলে জানতাম। ও আবার মেয়েতে রূপান্তরিত হলো কবে? :rollinglaugh:
থ্যাঙ্কু আপু! খুশি লাগছে ভীষণ! :beshikhushi:
আপু হতে পেরে খুশি লাগছে ? 😛
বেহুদা থাবড় খাইয়ো না, বড়োরা কথা বললে নাক গলাতে হয় না, জানোনা?? :nono:
শৈশব আপু,কিরাম আছে? 😆
তুই আপু হয়ে গেছিস এই জন্য খুশি লাগছে ? :rollinglaugh:
তোকে আরও খুশি দেখতে ইচ্ছে করে …… তাই আমিও ডাকছি………
শৈশব আপু ………শৈশব আপু………শৈশব আপু………
😀 😀 :rollinglaugh:
দুষ্টামি করে না সাথী!! মাইর দিবে কিন্তু!
:nono:
ইয়াল্লাহ! এগুলা কি? 😯
মাথা ঘুরাইতেছে!
৮ নাম্বার ছবিটার পাংখা হয়ে গেলাম পুরা! :huzur:
বিশাল ধইন্যাপাতা আপু! :yahooo:
এইগুলা আনাড়ি ছবি নাকি? নাউযুবিল্লাহ! আমি তো আমার (তোলা) কোন ছবিই দিমু না জীবনে, এই পোষ্ট দেখার পর!!!!
:pagol:
#১০ নাম্বার কুন লেন্স দিয়া তুলা?? :huzur:
১৮-৫৫ দিয়াই তুলছি ভাই! একটা ম্যাক্রো কেউ যদি কিন্যা দিতো! 🙁
ছবিগুলো অনেক অনেক সুন্দর ………! 😀 😀
আমার বন্ধুর তোলা ছবি……… 😀 😀 :clappinghands: :yahooo:
আমার বেশি পছন্দ ১০, ৭,১,২,১১,৩,৮…… আসলে সব গুলাই সুন্দর………!! :virgo: :huzur:
তোর নাম্বার লিখার নিয়ম দেখে আমিই বেকুব হয়ে গেলাম!! কি আজিব!! 😯
তবে এতো মানুষের ভালো লেগেছে দেখে নিজেই ফুলে যাচ্ছি প্রায়!! 😀
ভালোলাগা অনুযায়ী নাম্বার লিখেছি, যেগুলো বেশি ভাল লেগেছে সেগুলো আগে দিয়েছি…………, বুঝেছেন শৈশব ভাইয়া……………?? :multitalk: :multitalk:
জ্বি আপু, বেবাক বুইঝতে পারছি! :yahooo:
মাথা ঘুরাইতেসে !!!! এইগুলা কি দেখলাম!!!
ভাই আপনে কি ক্যাননের ২-৩ বছর পরে আসবে, এমন কোনো ক্যামেরা ব্যবহার করেন নাকি ?? অসাধারণ !!!!
৬,৭,৮,১০,১২ – পুরাই কাপাকাপি লাগিয়ে দেবার মতো ! ১০/১০ 😀
নারে ভাই, যেগুলা ভালো লেগেছে তোমার তার অর্ধেকই সেমিএসএলআর দিয়ে তোলা! এখনো শিখে যাচ্ছি! 😀
ঘোরলাগা, মোহময় সুন্দর। :yahooo:
ধন্যবাদ!!
এই ফাঁকে একটা কথা বলে রাখি, আপনার নামটা আমার বিশাল পছন্দ হয়েছে!! আমি আবার শিরোনামহীনের বিশেষ ধরণের পাংখা! :beshikhushi:
একেই বলে ফটোগ্রাফি! :huzur: যেমন ছবি, তেমনি ক্যাপশন।
চোখটা দেখে মনে হলো ওটা কোন বাচ্চার।
শেষের ছবিটা দেখে মনে পড়ে গেল, ”শৈবাল দিঘীরে বলে…”
আমার ভাই তখন ক্লাস টেন-এ পড়ে!! তাইলে তো বাচ্চাই, তাইনা?? 😀
ভালো লেগেছে শুনে ভালো লাগলো!! :penguindance:
সবগুলো ছবিই অসাধারণ।
১০০তে ১০০দেওয়া যায়।
আশা করছি নিয়মিত আপনার ছবি ব্লগ পাব।
আপনাদের এমন ভূয়সী প্রশংসা পেলে তো নিয়মিতা জ্বালাবো আপনাদের! :yahooo:
onek sundor chobigulo, onek valo laglo 🙂
অনেক ধইন্যাপাতা! :penguindance:
শৈশব ভাইয়া, বড়োই সুন্দর! কেউ নাকি তোকে আর ভাইয়া ডাকে না! তাই ডাকলাম!
ভাইয়া-আপু যা ই হোশ ছবি তোলার হাত ভাল, মানে একটু বেশি ই ভাল 😀
মন্তব্যের প্রথম অংশ পইড়া কিঞ্চিৎ খুশি! 😀
আর শেষ অংশ দেইখা আফ্লুত!!! :yahooo: :penguindance: :-&
😀
চমৎকার……… :huzur:
ধইন্যাপাতা! :penguindance:
চমৎকার কিছু ছবি দেখে চোখটা জুড়িয়ে গেল…… :clappinghands: :clappinghands:
আর ভালো লাগায় আমি জুড়িয়ে গেলাম! :happy:
হায় আল্লাহ…মারহাবা, সুবহানআল্লাহ…আর কী বলা যায় বুঝতেছি না…
থাক, আপাতত আর কিছু বলিস না!! তোকে ধইন্যাপাতা দিলাম ২৫০ গ্রাম! 😀
কী অসাধারণ! ‘মারাত্মক’ বললেও কম হবে এই photography কে! :huzur: :yahooo: :clappinghands:
কিছু না লিখাই ভালো রে ভাই, খালি কিছু ইমো দিয়ে বুঝায়ে দিই?? :penguindance: :penguindance: :penguindance:
:penguindance:
ভাই, সমস্যা না থাকলে আপনার facebook profile এর link টা দেন- গুণীজনের সান্নিধ্য পেতে খায়েশ হইতেসে :huzur:
কি যে কন না ভাই, ফেসবুকেও নাম কিন্তু একই…
facebook(dot)com\shoishob
invitation পাঠিয়ে দিয়েছি 🙂
এইসব চমৎকার ছবিগুলো কোন ক্যামেরা দিয়ে তোলা ? 🙁
১১টা ছবির ৭টা DSLR দিয়ে তুলেছি, বাকিগুলো আমার আগের semi-SLR আর পাওয়ারশট দিয়ে তোলা! 😀
১০ মারাত্মক!=)
থ্যাঙ্কুশ ভাই! :happy:
খুব সুন্দর……… :happy:
ধন্যবাদ ভাইজান! 😀