বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের জনগণকে খুবই কম খরচে যে সেবা দিয়ে যাচ্ছেন তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ। নিত্যনতুন প্যাকেজের মাধ্যমে আমরা বিভিন্ন রকম প্রয়োজনীয় সেবা পাচ্ছি।
সম্প্রতি এমনই এক প্রতিষ্ঠান ‘রবি’র নতুন একটি বিজ্ঞাপন চলছিল টিভিতে। ”তোমাকে দিয়ে কিছু হবে না” শীর্ষক বিজ্ঞাপন দেখে কয়েকদিন ধরেই আগ্রহী হয়েছিলাম, বিজ্ঞাপনের পরবর্তী ধাপ দেখার জন্য।
আজ টিভির সামনে বসে আমার আশা মিটলো। ‘রবি’ তরুণদের জন্য নিয়ে এসেছে নতুন কিছু প্যাকেজ। সেটাই এই বিজ্ঞাপনে দেখানো হয়েছে।
সেই প্যাকেজগুলোর একটা হলো ‘ম্যাজিক ভয়েস’। বিজ্ঞাপনে দেখানো হয় এক ছেলে তার বান্ধবীর বাসায় ফোন করে এবং ‘ম্যাজিক ভয়েস’ সার্ভিসের মাধ্যমে তার কন্ঠ ‘মেয়ে কন্ঠ’ হয়ে যায়।
‘রবি’-র কাছে আমার প্রশ্ন, আপনারা কি ভেবে দেখেছেন এই সার্ভিসের মাধ্যমে কত অপরাধ করা সম্ভব?
কেউ যদি এই সার্ভিস ব্যবহার করে বান্ধবী/বন্ধু সেজে কাউকে ডেকে নিয়ে যায়। সেই মানুষটা যদি ফেরত না আসে। তখন?
বাংলাদেশে প্রচুর ছেলে আছে, যারা অপরিচিত মেয়েদের সাথে ফোন করে কথা বলার চেষ্টা করে। কেউ যদি এই সার্ভিস ব্যবহার করে কারো পরিচিত হিসেবে কথা বলে তখন?
আরও অনেক বাজে কাজই হতে পারে এই সার্ভিসের মাধ্যমে। উদাহরণ দিয়ে নিজেকে ভয় পাওয়াতে চাচ্ছি না।
‘রবি’ বাংলাদেশের শীর্ষ একটা সেবাদানকারী প্রতিষ্ঠান। আপনাদের প্রতি অনুরোধ এমন প্যাকেজ বন্ধ করুন যেটা খারাপ কাজ করতে খুবই সহায়তা করবে। এমন প্যাকেজ ব্যবহারে উৎসাহ দেয়া বিজ্ঞাপনও বন্ধ করুন।
আপনাদের সুবুদ্ধি হোক।
এইসব ফালতু জিনিস তো চাইনিজ মোবাইল গুলা আগেই এনেছে, রবি-র মত একটা প্রতিষ্ঠান কিভাবে এই বাজে চাইনিজ আইডিয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চায়, আমার তো সেইটা মাথায় ঢুকেনা !!!
রবি-র মাথ্য এই আইডিয়া ঢুকলেও যেন দ্রুত বেরিয়ে যায়, এই কামনা করি………
রবি-র মাথায় এই আইডিয়া ঢুকলেও যেন দ্রুত বেরিয়ে যায়, এই কামনা করি………
তাদের আইডিয়ার অভাব , আর আমরা আইডিয়া নিয়া মানুষের কাছে ঝাড়ি খাই , বাহ ভালোই তো । :wallbash: :wallbash: :wallbash:
:wallbash:
রবি’র সম্পর্কে নতুন করে আর কি’ই বা বলার আছে? এদের এই কার্যক্রম নিয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হবে তরুণ প্রজন্ম, আর সবচেয়ে উপকৃত ‘ও হবে এই তরুণ প্রজন্ম। দেশকে ধ্বংসের মুখে ঠেকে দিতে টেলি-মিডিয়াদের কোন জুড়ি নেই।
সব কিছুরই ভালো এবং খারাপ দিক আছে। খারাপ দিকগুলো এড়িয়ে চলা সম্ভব হবে, যদি সেবাদাতা এবং সেবাগ্রহীতা উভয়ই চিন্তাভাবনা করে সেবা দান ও গ্রহণ করেন।
কী ভয়াবহ! টিভি দেখি না তেমন, এই অ্যাডটাও দেখা হয় নাই।
তাহাদের সুবুদ্ধি হোক!
পোস্ট দিতে না দিতেই এত্ত ভিউ! আমার শেষ পোস্টটা তো কয়েকদিনেও এই পর্যন্ত আসতে পারে নাই। 🙁
হিংসিত!
😛
আমি অ্যাড দেখে দৌড়ে এসে লিখতে বসেছি। মেজাজটা গরম হয়েগিয়েছিল অ্যাড দেখে……
সামিরা আপু গো……আপনার সাথে যোগাযোগ করার কোন উপায়ই তো পাই না!!!! ব্যাপক চিন্তিত
🙁
জনগণের কাছে আমার ইমেইল আইডি চাও। 😛 কী জন্য যোগাযোগ করা লাগবে? 😀
বাজে ব্যাপার দেখছি।
সেটাই!
কী বিচিত্র!!!! এরকম অফারও হতে পারে?!?!? 🙁
আরও কত রকম অফার যে দেখব?!?! 😳
আর কত কী যে দেখা বাকী! ………
কতবড় আহম্মক হলে এরকম একটা অফার দেয় শুধু সেই চিন্তাই করছি।
ভেবে বের করতে পারলে আমাকে জানায়েন…… :thinking:
প্রথম অংশ দেখে আমিও আগ্রহী ছিলাম পরবর্তী অংশের জন্য. . . হতাশা :slap:
হতাশা থেকে বের হয়ে আসতে হবে……
internet diye porn o dekha jay abar duniya take abishkaro kora jay… churi diye shobji kata jay abar manush khun kora jay.. shob abishkarer bhalo kharap dik ache.. kharap takei boro kore dekhlen? Ei Magic voice k kivabe bhalo kajey use kora jay…setao to robi dekhiye dicche!
ভালো কোন কাজে কী আমাদের বাবা-মা বাধা দেয়? অন্তঃত যেমন ভালো কাজ দেখানো হয়েছে। আমি খুবই পজিটিভ মানুষ। শুধু শুধু কোন কাজের দোষ বের করতে চাই না। কিন্তু, দুঃখের সাথে বলছি, এই প্যাকেজের ভালো ব্যবহারের চেয়ে খারাপ ব্যবহার হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
🙁
:wallbash: 🙁
ফালতু আইডিয়া, এইটা উপকারের চেয়ে অপকারই বেশি করবে। 🙁
অপকার করার সুযোগ পাবার আগেই রবি এই প্যাকেজ সরিয়ে নেবে বলে আমার বিশ্বাস……
আহা! এডটা দেখতে হয় দেখতেছি। 😛
গাঞ্জা মুনে লয় সস্তা হইছে দাদা, খিদার তোড়ে বেশি খাইয়া ফালাইছে। :haturi: :haturi: :haturi:
বাই দি ওয়ে। অচাম পুস্ট! :guiter:
ধইন্যা 😀
দুর্দান্ত একটা সত্যি কথা, আমি অনুরোধ করবো এই লিখাটা কয়েকটা পত্রিকাতে পাঠান, এই জিনিসটা বন্ধ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেয়া উচিত। ভেবে দেখবেন আশা করি…
পত্রিকাতে কীভাবে পাঠাবো? :thinking:
মেইল করে দেখতে পারেন কিছু পত্রিকায়, ওদের ই-মেইল অ্যাড্রেসে……
যার মাথা থেকে আইডিয়াটা আসছে তারে থাপড়ানো দরকার!
কিছুক্ষন পরে এসে আবারো থাপড়ানো দরকার!
দেশে ইভটিজিং এমনিতেই ভয়াবহ অবস্থায় আছে, এগুলোর মাধ্যমে আগুনে ঘি দেয়াই হবে!
একটা ছেলে ভাল উদ্দেশ্য নিয়া কোনদিন মেয়ে ভয়েসে মেয়েরে ফোন দিবেনা।
রবি-র অতিদ্রুত এই প্যাকেজ বাতিল ঘোষণা করা উচিত।
এইটা কোন প্যাকেজ হইতে পারে? অসভ্য ইতর বেকুবের দল। এই আইডিয়ার ভালো দিক আবার কীসের? মোবাইলে কেন আরেকজন মেয়ে সেজে ফাইজলামি করবে? কোন মেয়ের বান্ধবী সেজে যদি কেউ তার ক্ষতি করে? [এই বিষয়ে পোস্টে বলা হয়েছে] এরকম আরো অনেক অনেক খারাপ কাজ করা যেতে পারে।
এইসব অপারেটররা দ্বায়িত্বহীনভাবে যদি আমাদের তরুণ প্রজন্মের বাঁধভাঙ্গা ইমোশন নিয়ে অপব্যবহার করে — ক্ষতি তো এই সমাজের হবে, একটা জাতির হবে।
আশা করবো রবি কর্তৃপক্ষের বোধোদয় হবে, তারা এই প্যাকেজ সরিয়ে দিবে। তদবধি ধিক্কার জানাচ্ছি। প্রচন্ড ধিক্কার
আমরা বলে যাচ্ছি, কেউ শুনছে না। রবি-র সেই বিজ্ঞাপন কিন্তু চলছে……… 🙁
🙁
:crying:
রবির মত একটা প্রতিষ্ঠান এইরকম একটা বাজে প্যাকেজ দেয়াতে খুব খারাপ লাগসে। রবি এমন অনেক ইনোভেটিভ সেবা দেয় যেগুলো বাংলাদেশের অন্য কোনো মোবাইল কোম্পানী দেয় না।
যেহেতু অধিকাংশ তরুন এয়ারটেল/বাংলালিংক সিম ব্যবহার করে তাই তরুণদের রবি সিম কিনতে প্রলুব্ধ করছে তারা। কিন্তু তাই বলে এইসব প্যাকেজ মেনে নেয়া যায় না 🙁
এমন প্যাকেজ কোনভাবেই মেনে নেয়া যায় না……
রবির পরবর্তী প্যাকেজঃ ছেলের ফটো তুলে আপ্লোড করবেন সেটা মেয়ের পিক হয়ে যাবে
😛 😛 😛 😛 রবির আইডিয়া রে :dhisya: :fire: :haturi:
😛
দুঃখের বিষয় হলো, এই প্যাকেজটা রবি বন্ধ করেনি 🙁
রবির ছাগলামী কমলনা।
কেউ শোধরাতে না চাইলে, তাকে কি আর শোধরানো যায়……