পরীক্ষার সূত্রসমগ্র

যে একটা বিষয় নিয়ে সব সাধারণ শিক্ষার্থী প্রচন্ড আতঙ্কে থাকে, তার নাম পরীক্ষা। পরীক্ষা এলে রাতের ঘুম আর পেটের ক্ষুধা হারাম হয়ে যাওয়াটা তো খুব স্বাভাবিক ব্যপার।

বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা বিভিন্ন রকম সূত্র লিখে গিয়ে পড়ালেখার জীবন ত্যানাত্যানা করে ফেললেও, পরীক্ষা নামক গজব নিয়ে কোন সূত্র আমরা পাই নি। পরীক্ষা বিষয়ক এমন কিছু অপ্রকাশিত সূত্র, যা প্রকাশিত হয় ‘এনসাইক্লোপিডাইয়া এক্সামিয়া’ বইয়ে।

সূত্র ১: প্রশ্নের কাঠিন্য শিক্ষকের বোঝানোর ক্ষমতার ব্যস্তানুপাতিক।

সূত্র ২: সাধারণ ছাত্রদের জন্য, নির্ধারিত দিনে পরীক্ষা এবং পরীক্ষা ভালো হওয়া, দুইটি কখনোই একই সাথে নিশ্চিত করা যায় না। একটি নিশ্চিত হলে, অপরটি শংকায় পড়ে যায়।

সূত্র ৩: পরীক্ষার আগের দিন এবং রাতের পড়ার পরিমাণ সারা সেমিস্টারে পড়ার পরিমাণের অন্তঃত অর্ধেক।

সূত্র ৪: শিক্ষকের বোঝানোর ক্ষমতা তার ভাবের বর্গের ব্যস্তানুপাতিক।

সূত্র ৫: পরীক্ষার পূর্বে ছুটি (preparetory leave) যতদিনই থাকুক না কেন, শেষ ২-৩ দিনই পড়া হবে।

সূত্র ৬: পরীক্ষার সময় শিক্ষার্থীর ধার্মিক হয়ে যাওয়ার সম্ভাবনা অন্যান্য সময়ের তুলনায় দ্বিগুণ।

সূত্র ৭: পরীক্ষার আগের রাতে বলা সবচেয়ে কমন কথা: “ইশ! আরেকটা দিন যদি পাইতাম।”

সূত্র ৮: পরের টার্মে ভালো করার প্রতিজ্ঞার দৃঢ়তা, চলতি টার্মে পরীক্ষা খারাপের

সমানুপাতিক।

সূত্র ৯: রেজাল্ট সম্পর্কে চিন্তাভাবনা, অবশিষ্ট সেমিস্টার সংখ্যার সমানুপাতিক।

সূত্র ১০: পরীক্ষা চলাকালীন প্রশ্ন কমন না পড়া শিক্ষার্থীর ‘টাইম ডাইলেশন’ হয়, অর্থ্যাৎ, পরীক্ষার ৩ ঘন্টা সময় তার কাছে অসীম বলে মনে হয়।

উপরিউক্ত সূত্রগুলোর ব্যাতিক্রম দেখা যায় যে সকল শিক্ষার্থীদের মধ্যে তাদের ‘আঁতেল’ বলে।

স্বপ্ন বিলাস সম্পর্কে

বাস্তবে মানুষ হবার চেষ্টা করে যাচ্ছি। জীবনের নানা পথ ঘুরে ইদানীং মনে হচ্ছে গোলকধাঁধায় হারিয়েছি আমি। পথ খুঁজে পাওয়ার চেষ্টা করি আর দেখে যাই চারপাশ। ক্লান্ত হয়ে হারাই যখন স্বপ্নে, তখন আমার পৃথিবীর আমার মতো......ছন্নছাড়া, বাঁধনহারা। আর তাই, স্বপ্ন দেখি..........স্বপ্নে বাস করি.....
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ এবং ট্যাগ হয়েছে , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

31 Responses to পরীক্ষার সূত্রসমগ্র

  1. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    সব গুলো কথা সত্যি সত্যি সত্যি। কোন ভুল নাই! 🙁

  2. জনৈক বলেছেনঃ

    কতদিন পরীক্ষা দেই না 🙁

  3. সামিরা বলেছেনঃ

    চমৎকৃত হলুম! 🙄

  4. রাজিন বলেছেনঃ

    জব্বর হইসে 😛 8)

  5. সৌমি বলেছেনঃ

    আয়হায়! 😛 একদম সত্যি কথা কইছেন!! :clappinghands: :happy:

  6. palash বলেছেনঃ

    সুত্র নাম্বার ছয় ছাড়া বাকি গুলা মিলছে!

    :(; 😛

  7. Farah Nusrat বলেছেনঃ

    ওরে পুরাই ঢিশটিং ঢিশটিং হইছে রে ! 😀 \m/ 😛

  8. পুলাডা হাসায়ে ফাডাইলাতাছে!

  9. বোহেমিয়ান বলেছেনঃ

    ভয়াবহ অবস্থা! :dhisya:

    প্রিয়তে নিলাম!

  10. গাঙচিল বলেছেনঃ

    “উপরিউক্ত সূত্রগুলোর ব্যাতিক্রম দেখা যায় যে সকল শিক্ষার্থীদের মধ্যে তাদের ‘আঁতেল’ বলে।”
    চরম!!! :happy: =))

  11. রাইয়্যান বলেছেনঃ

    গতকাল ফিজিক্স গেল। সব কয়টা সূত্র ভ্যারিফাইড :penguindance:

  12. নিশম বলেছেনঃ

    নিউটন কিংবা আইন্সটাইনও তো মনে লয় ইরাম কইরে একটানে ১০টা সুত্র কইবার পারেনাই !!! বাই, ইউ আর ঝিনিয়াচ !!!

  13. অবন্তিকা বলেছেনঃ

    🙄 🙄 🙄
    প্রিয়তে রাখলাম দাদা। 🙂 🙂

  14. অক্ষর বলেছেনঃ

    :happy: :happy: :happy: :happy:
    ঠিক কথা , ঠিক কথা , কিন্তু আমার সময় যখন এগুলা হয় তখন আর এই হাসি থাকে না
    :wallbash: :crying:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।