২১শে ফেব্রুয়ারী, অনেক বছর পর

২১শে ফেব্রুয়ারী, ১৯৫২;
আমতলায় দাঁড়ানো প্রতিটা মানুষের
মাথার উপরে নয়,
বুকের ভিতরে সূর্য,
গলা টিপে ধরা অনূভুতিটা বড্ড চেপে ধরেছে,
গলা টিপে ধরাই তো-
কথা বলতে দেবে না মায়ের ভাষায়!
এর চেয়ে মেরে ফেললেই ভালো হতো।
১৪৪ ধারা বা বন্দুকের নলের ভয়-
সে আবার কী?
পথ জুড়ে নেমে আসে-
বাংলার তরুণ-বাংলার যুবা-বাংলার প্রাণ,
তীব্র দাবিতে কেঁপে উঠে অনাচারীর বুক,
গুলি চলে, গুলি,
ভেঙে যাওয়া মিছিল-পড়ে থাকা স্যান্ডেল-রক্ত-লাশ,
লাশ! আমার ভাইয়ের লাশ,
পথে পড়ে থাকা যেন বাংলা মায়ের আহত প্রাণ।

২১শে ফেব্রুয়ারী, অনেক বছর পর,
আমতলার চারপাশে ব্যারিকেড,
শ্রদ্ধা জানাতে মানুষের দল,
শিশু-যুবা-নারী-বৃদ্ধ,
গরীব-ধনী-মধ্যবিত্ত।
শ্রদ্ধা নিয়ে ব্যবসা-
কালো ব্যাজ, ফুলের তোড়া,
রাজার নীতির ঠেলাঠেলি।
অন্তর্জালে মেতে ওঠা নয়া বাঙালী,
সারা বছর শেষে আজ বাংলায় মাতোয়ারা,
সাদা বা কালো শাড়ির তুমুল ব্যবসা,
পশুর দলও আজ ভাষা সৈনিক সাজে,
সব ব্যবসা।

বাংলা মা-
তুমি না আহত হয়েছিলে বায়ান্ন তে,
আজও কি তুমি বেঁচে আছো?
নাকি তোমাকে অনেক আগে মেরে ফেলেছি?
তোমার সন্তানের প্রতিবাদ কোথায় আজ?
বুকের সূর্য ঢেকে গেলো যে কোন চাদরে,
কে সরাবে সে চাদর,
আবার সূর্য বুকে উঠে দাঁড়াবে তোমার সন্তান,
বলিষ্ঠ উচ্চারণে আদায় করবে দাবি,
ছোট্ট শিশু আধোবোলে ইংরেজী ছেড়ে
বাংলায় কথা বলবে,
ভাষার জন্য জীবন দেয়া বাঙালীর
বাংলায় কথা বলার লজ্জা  ভাঙবে।
কবে মা, কবে?

[২১শে ফেব্রুয়ারী, ১৯৫২: আমতলার সমাবেশ]

[২১শে ফেব্রুয়ারী, ১৯৫২: ভাষার দাবিতে মিছিল]

স্বপ্ন বিলাস সম্পর্কে

বাস্তবে মানুষ হবার চেষ্টা করে যাচ্ছি। জীবনের নানা পথ ঘুরে ইদানীং মনে হচ্ছে গোলকধাঁধায় হারিয়েছি আমি। পথ খুঁজে পাওয়ার চেষ্টা করি আর দেখে যাই চারপাশ। ক্লান্ত হয়ে হারাই যখন স্বপ্নে, তখন আমার পৃথিবীর আমার মতো......ছন্নছাড়া, বাঁধনহারা। আর তাই, স্বপ্ন দেখি..........স্বপ্নে বাস করি.....
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ এবং ট্যাগ হয়েছে , , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

14 Responses to ২১শে ফেব্রুয়ারী, অনেক বছর পর

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    ব্যবসা! সব জায়গায় এখন ব্যবসা ঢুকে গেছে!

  2. অবন্তিকা বলেছেনঃ

    শ্রদ্ধা নিয়ে ব্যবসা…
    রাজার নীতির ঠেলাঠেলি…
    অন্তর্জালে মেতে ওঠা নয়া বাঙালী…
    সাদা বা কালো শাড়ির তুমুল ব্যবসা…
    পশুর দলও আজ ভাষা সৈনিক সাজে..
    ছোট্ট শিশু আধোবোলে ইংরেজী ছেড়ে
    বাংলায় কথা বলবে,
    ভাষার জন্য জীবন দেয়া বাঙালীর
    বাংলায় কথা বলার লজ্জা ভাঙবে।…

    দারুন লিখছো দাদা! :clappinghands: :dhisya:

  3. নিশম বলেছেনঃ

    কথা গুলি সত্য, প্রকাশটা অন্যরকম। ভাইয়া, অনেক সুন্দর লিখেছেন আর খুব মোলায়েম ভাষায় লজ্জা দিয়ে গেলেন। দেখি লজ্জাটা কে শক্তিতে রুপান্তর করতে পারি কিনা, বাংলাকে সেই ৫২’র সম্মান দিতে পারি কিনা !

  4. রাইয়্যান বলেছেনঃ

    পশুর দলও আজ ভাষা সৈনিক সাজে,
    সব ব্যবসা। 🙁

  5. সামিরা বলেছেনঃ

    যথারীতি দারুণ। 🙂

  6. অনাবিল বলেছেনঃ

    🙁

    হুম, এখন সবকিছু শুধু লোক দেখানো, ব্যবসা…

    আমরা সরব হই, এই স্রোতের বিপরীতে…………

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।