১।
২৫ ফেব্রুয়ারি, ২০০৯।
সেদিন ছিলো অফিসে আমার দ্বিতীয় দিন, গ্রাজুয়েশন শেষ করে ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রজেক্টে কাজ করছিলাম। তখন সকাল ১১:৩০ বাজে, আমার সিনিয়র কলিগ সোহানা আপু ফোন করে বললেন, এখনি কনফারেন্স রুমে আসো…রুমে ঢুকে দেখি সবাই ভয়ার্ত চোখে টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে আছে…সোহানা আপুকে জিজ্ঞেস করলাম, আপু কি হইছে? আপুর আমাকে কিছু বলতে হল না, ততক্ষনে আমিই ঘটনা বুঝতে শুরু করছি……টিভি রুমটায় সুনশান নিরবতা, সবাই বসে আছে…টিভির পর্দায় অবিশ্বাস্য সব দৃশ্য!
তারপরের কিছুদিন যেনো দুঃস্বপ্ন ছিলো, বীভৎস আর অকল্পনীয়। ১৯৭১ সালে আমাদের কতজন আর্মি অফিসার শহীদ হয়েছিলেন? সম্ভবত পঞ্চাশ জনেরও কম, আর স্বাধীন দেশে সবার চোখের সামনে প্রান হারালেন সত্তর জনেরও বেশি সেনা কর্মকর্তা!!
২।
১১ ফেব্রুয়ারি, ২০১২।
মন/মেজাজ খারাপ থাকলে কয়েকটা কাজ করি, ক্যান্টিনে গিয়ে পছন্দের খাবার খাই, পছন্দের পোষাক পরি, গান শুনি আর রাস্তায় হাঁটাহাঁটি করি… আজ সারাদিন ক্লাস করে মেজাজ খারাপ, ক্লান্ত। সন্ধ্যায় ক্যান্টিনে খাচ্ছিলাম…বাংলাদেশী জুনিয়র এক ছেলে বলল, ভাইয়া জানেন নাকি, দেশে দুইজন সাংবাদিক খুন হইছে…ওর কাছে বিস্তারিত জানতে চাইলাম, বলতে পারলো না।
রাতে ইন্টারনেটে বসে পত্রিকাগুলোর ওয়েবসাইটে ঢু মারলাম…সাগর রুনি আর ওঁদের সন্তান মেঘের ছবি দেখে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ…ওইদিন সারা রাত আর কোনো কাজ করতে পারলাম না। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুসারে ৪৮ ঘন্টার মধ্যেই কিছু একটা হবে ধরে নিয়েছিলাম। এরপর প্রতিদিন পত্রিকাগুলোর ওয়েবসাইটে ঢুকি, “খুনি ধরা পরেছে” এইরকম একটা খাবরের জন্য সাগর-রুনি সংক্রান্ত সব খবরগুলো পড়ি…
৩।
১৯৭১ সালে আমরা স্বাধীন হয়েছিলাম, পেয়েছিলাম লাল-সবুজ পতাকা, হটিয়ে দিয়েছিলাম পাক হানাদারদের। কিন্তু এই স্বাধীনতার অর্থ কি?
স্বাধীনতার অর্থ কি কাদেরের পায়ে কোপ মেরে পুলিশের চাপাতির ধার পরীক্ষা করা? স্বাধীনতার অর্থ কি লিমনের পায়ে গুলি করে তাকে পঙ্গু করে দেয়া? স্বাধীনতার অর্থ কি সড়কে মৃত্যুর ফাঁদ তৈরি করে মানুষ হত্যা করা? স্বাধীনতার অর্থ কি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিনিয়ত ছাত্র হত্যা করা? স্বাধীনতার অর্থ কি ক্যাম্পাসে যৌন নিপীড়ন?
কেন স্বাধীন বাংলাদেশে সত্তর জনেরও বেশি সেন কর্মকর্তাকে হত্যা করা হল? কেন সাগর-রুনির হত্যাকারী ধরা পড়ে না? কেন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হয় না, কেন আমাদের বোন ফেলানিকে হত্যা করে কাটা তাঁরে ঝুলিয়ে রাখা হয়, উলঙ্গ করে নির্যাতন করা হয়?
এটা কি মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ?
এত রক্তের ঋণ কে শোধ করবে? কিভাবে শোধ করবে??
কী আর বলবো এই পোস্টে।
🙁
🙁
যথার্থই বলেছেন- “এটা কি মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ?”
বার বার মন বিদ্রোহ করে উঠে… কেমন যেন একটা অসহায় নীরবতা সমাজটায়! ন্যায় বিচারের আশায় আর আশান্বিত হতে পারিনা। 🙁
সব নিরবতা একটা বিদ্রোহের জন্য
“এত রক্তের ঋণ কে শোধ করবে?”
কেউ এটাকে ঋণ মনে করলে তো শোধ করবে। মুক্তিযুদ্ধ ছিল দেশের জন্য আত্মত্যাগ। পিলখানা হত্যা, সাগর-রুনি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু, ফেলানির মৃত্যু- এগুলো তো দাদা ইচ্ছাকৃত খুন!
সত্যি 🙁
রক্ত ঝরিয়ে বাড়িয়েছি রক্তের ঋণ
কি দিয়ে শুধব বল, রক্তের ঋণ