যেকোন ধরনের আঁকি বুকিতে একটা গুরুত্বপূর্ণ অংশ হল gesture drawing। সহজ কথায় যা বা যাকে আঁকব তার ভংগীটা আঁকা।এটা হতে পারে কোন গাছ পালার আকার, কোন মানুষের দাঁড়াবার ধরন, কোন কাজ করার সময় তার নড়া চড়া ইত্যাদি ইত্যাদি একটা বিশ্বাসযোগ্য ভাবে খুব সহজে এঁকে ফেলা।Gesture Drawing অনেক অনুশীলনের ব্যাপার।ফাঁকিবাজি করে আমার বিশেষ আঁকা হয়না তবু মাঝে সাঝে কলম পেন্সিল ঘষা ঘষি করে কিছু gesture আঁকাই।ছবিতে রঙ করার বিষয়টা আরো দুরূহ!ছবির রঙ শেখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি-নতুন পুরোন কিছু ছবি দিলাম এই সিরিজে।
০১।
অসাধারণ! প্রথমটা কী সুন্দর! মুগ্ধ হয়ে গেলাম। :huzur: :huzur: :huzur:
ছবিগুলির নাম দিয়ে দেন একটা করে। 😀
আপুর সাথে একমত। নাম দেয়া হোক!
ছবিগুলা পুরাই অছাম। :love: :love:
ইশ! আমি কেনু আঁকিতে পারি না! :wallbash: :haturi:
ছবির নাম ভেবেছিলা-০৩ নম্বর টার নাম জাদুকর ০৪ এর নাম ফাল্গুন-কিন্তু বাকি গুলার নাম মাথায় আসেনা!তাই দেয়া হয় নাই!
অনেক ভালু পাইলাম! :love:
ধন্যবাদ আপু!
অছাম!! :love:
ধন্যবাদ আপনাকে!=)
সব গুলোই ভয়ঙ্কর সুন্দর 🙂 ১ আর ৪ টা খুবই ভাল লেগেছে 🙂
:happy:
৪ নম্বর তো মারাত্মক!
পুরাই মারাত্মক!
একটা বাক্যের পর দাঁড়ি কমার পর একটা গ্যাপ হবে। এই রকম।
গ্যাপ না দিয়ে যদি লিখো এভাবে”।তাহলে” ভালো লাগে না।
মনে রাখব লেখার সময়-ধন্যবাদ।=)
অনেক ভালো লাগলো…
আমি আমার মতো করে নাম দেই…
১। মুগ্ধ সময়
২। চিন্তাপ্রখর
৩। দুরন্ত দৌড়
৪। দৃষ্টিদূরে
সুন্দর নামকরন!=)-ধন্যবাদ!
আমি আপনার আঁকার পাংখা। অদ্ভুত ভালো আঁকেন আপনি।
প্রত্যেকটা ছবি সুন্দর। কিন্তু নাম মিস করছি।
কী যে দারুণ! স্যালুট!
আমি এখানে কমেন্ট করি নাই!!!
ছবিগুলো তো সব সময়ের মতোই অসাধারণ! ৪ নাম্বারটা একটু বেশিই ভালো 😀
অসাধারণ…………………..
১ নাম্বারটা মারাত্মক! :dhisya: