ব্যঙ্গচিত্র: বেডরুম

মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পরিবারের সদস্যগণও খুন হয়েছিলেন নিজ বাড়িতেই। এই অধমের আর কিছুই বলার নেই। শুধু একটাই চাওয়া, মেঘ যেন ন্যায়বিচার পায়।

কার্টুন আইডিয়া: ব্লগার নিশম সরকার

বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন।

রাইয়্যান সম্পর্কে

'এক্সট্রোভার্ট' শব্দটা আমার সঙ্গে বেশ মানিয়ে যায়-- পছন্দ করি নতুন মানুষের সাথে পরিচিত হতে। একজন ভোজন বেরসিক; খেলাধুলায় Own Goal ও Wide Ball এক্সপার্ট। তড়িৎ প্রকৌশলের ছাত্র, স্বপ্ন দেখি জীবনটাকে অর্থবহভাবে কাজে লাগানোর।
এই লেখাটি পোস্ট করা হয়েছে কার্টুন, রম্য-এ এবং ট্যাগ হয়েছে , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

13 Responses to ব্যঙ্গচিত্র: বেডরুম

  1. সামিরা বলেছেনঃ

    উড়াধুরা কার্টুন পুরাই। নিশম আর রাইয়্যানকে স্যালুট! :huzur:
    তোমার বায়োটা তো সেইরকম হইছে! 😀

    বানান বিভ্রাট:
    “খবর” আর “আইডিয়া” এই দুইটা শব্দের পর কোলন(:) হবে, বিসর্গ(ঃ) না।

  2. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    হা হা হা হা হা হা………
    পুলাপান পারেও………… :dhisya: 🙄

  3. অবন্তিকা বলেছেনঃ

    :clappinghands: :clappinghands: :clappinghands: :clappinghands: :clappinghands:
    🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄
    ঝুড়িতে রাইখা দিলাম দাদা। 🙂

  4. মুবিন বলেছেনঃ

    শেখ হাসিনা হয়ত ভুলে গেছেন তার পরিবারের সদস্যরাও বেডরুমেই মারা গিয়েছিলেন।
    যার যতবড় দায়িত্ব তার কথা ততো সংযত হওয়া উচিৎ।

  5. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    খালি দুঃখে মইরা যাইতে মন চায়! :wallbash:

  6. ফিনিক্স বলেছেনঃ

    নিশম, রাইয়্যান দুইজনকেই বাহবা দিলাম। দারুণ আইডিয়া! :clappinghands:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।