ব্যান্ডমাস্টার

ওদিকে খলখল হাসছে তরল-তরল যুবতীরা

জোয়ান জোয়ান ছেলেগুলো ব্যস্ত তাদের পর্যবেক্ষণে

বিয়েবাড়ি, ঘেমে অস্থির বুড়ো-বুড়ির দল

কন্যার বাপ-কাকারা ব্যস্ত অতিথি আপ্যায়নে

একদিকে হাস্যজ্জ্বল বর, আর একদিকে ক্রন্দনরত কনে।

 

গনগনে চুলোয় চেপেছে সুখাদ্য

সবাই ব্যস্ত নিজ নিজ প্রয়োজনে

আনন্দে মত্ত, আনন্দের বেলায়

কেউ সত্যই, কেউবা জীবিকার প্রয়োজনে।

 

বৃদ্ধ ব্যান্ডমাস্টার, কন্যাদায়গ্রস্থ পিতা

অন্যের মেয়ের বিয়ের আয়োজনে

বাজিয়ে চলেছে সে, “মালকা বানুর দেশে…”

এক অদ্ভুত যান্ত্রিক দক্ষতায়

এক ঘণ্টা, দুই ঘণ্টা, সারাদিন একমনে।

 

নিয়তির কী প্রসহন!

ঘরে তার আইবুড়ো মেয়ে, অসুস্থ স্ত্রী

ছেলেটা বছর হল জেলে

অথচ, নিষ্ঠুর সময়, জীবনের শেষে,

রং করা বেশে, জোর করে হেসে,

বাজাতেই হয়, নিরন্তর, যান্ত্রিক দক্ষতায়

“মালকা বানুর দেশে…..”

ইস্ক্রা সম্পর্কে

লেনিনের "ইস্ক্রা" পত্রিকা থেকে আমার কবি বড় মামা আমার নাম রেখেছিলেন ইস্ক্রা (Iskra>Isckra) যার অর্থ আগুনের ফুলকি (Spark)। আমার সঙ্গে পরিচিত হতে গিয়ে সবারই আমার নাম সম্পর্কে একটা আগ্রহ সৃষ্টি হয়। আমার নামের উৎপত্তি হল এই পত্রিকাঃ http://en.wikipedia.org/wiki/Iskra ব্যক্তিগত জীবনে আমি আগুনের ফুলকির মত মোটেও উজ্জ্বল হতে পারিনি, তবে উজ্জ্বল হবার চেষ্টা করছি। আগুনের যেমন সবদিকে ছড়িয়ে পড়ার মনোভাব, তেমনি আমারও। তবে ক্ষণজন্মা ফুলকি হতে চাই না, হতে চাই সর্বগমনকারী আগুনের মত উদ্দীপ্ত আর পুড়িয়ে দিতে চাই যত অনিষ্টের মূল। যেকোন ধরণের সৃষ্টিশীল কাজ করতে আমার ভাল লাগে, যেমনঃ সংগীত, লেখালেখি, আঁকাআঁকি, বিতর্ক, কম্পিউটার সম্পর্কিত বিষয়াদি বা অন্য যেকোন কিছু। আর, আমি সকল সৃষ্টিশীল মানুষদের পছন্দ করি ও শ্রদ্ধা করি।
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে স্থায়ী লিংক বুকমার্ক করুন।

7 Responses to ব্যান্ডমাস্টার

  1. সামিরা বলেছেনঃ

    ভালো লেগেছে!

  2. ফিনিক্স বলেছেনঃ

    কী ভয়ংকর একটা ছবি চোখের সামনে দিয়ে ভেসে গেল!

  3. নূরবাহার ঈয়াশা বলেছেনঃ

    ঘরে তার আইবুড়ো মেয়ে, অসুস্থ স্ত্রী
    ছেলেটা বছর হল জেলে
    অথচ, নিষ্ঠুর সময়, জীবনের শেষে,
    রং করা বেশে, জোর করে হেসে,
    বাজাতেই হয়, নিরন্তর, যান্ত্রিক দক্ষতায়
    “মালকা বানুর দেশে…..”

    বিষণ্নতা ছুঁয়ে গেলো…

  4. অনাবিল বলেছেনঃ

    কী অদ্ভুত ভাবে একটানে ছবিটা একে ফেলেছেন!!
    মন খারাপ হয়ে গেল……

  5. ইস্ক্রা বলেছেনঃ

    ঘরের পাশেই কমুনিটি সেন্টার। আজ পাশ দিয়ে হেঁটে যাবার সময় লক্ষ করলাম. বুড়ো ব্যান্ডমাস্টার বাজাচ্ছেন আর বিয়েবাড়ি মেতে আছে। তখনই লেখাটা মাথায় এলো। বহু কষ্টে মাথায় রেখে ফিরে এসেই লিখে ফেলেছি। একটুখানি স্পর্শ করলেই অসংখ্য ধন্যবাদ

  6. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    শেষ প্যারাটা পড়তে গিয়ে কেমন মন খারাপ হয়ে গেলো……

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।