“Opportunities and Challenges of Infocom Start-ups in Bangladesh” শীর্ষক একটা সেশন হলো আজকের Infocomtechbd 2012’এর সাইড ইভেন্ট হিসেবে।
মুনির হাসান সঞ্চালক ছিলেন। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. সিদ্দিক-ই-রব্বানি। আরও ছিলেন
শামীম আহসান, উদ্যোক্তা, এখনই ডট কম,
সুমন আহমেদ সাবির, উদ্যোক্তা, বিডিকম এবং সহ সভাপতি আইএসপিএবি,
ড. কাশফিয়া আহমেদ, উদ্যোক্তা, উইন ইনকোরপোরেট,
নাইয়ার ফাতেমা, ব্যাংকার
সামিরা হিমিকা, ফাউন্ডার টিম ইঞ্জিন
সুফি ফারুক ইবনে আবু বকর, উদ্যোক্তা ও এনজেল ইনভেস্টর
এসএমই ফাউন্ডেশন এর একজন (নাম ভুলে গেছি!)
এখনি ডট কম এর CEO শামীমকে সেশন শুরু হয়। তিনি এখনই শুরু করার গল্প বলেন। মাত্র ২ ঘণ্টায় তারা সিদ্ধান্ত নেন যে তারা বাংলাদেশে গ্রুপন (একই রকম ডিল এর সাইট) এর ক্লোন করবেন। তাদের অতীত অভিজ্ঞতার কারণে প্রথম মাস থেকেই তারা রেভিনিউ দেখেন। তিনি তরুণদের বলেন প্ল্যান করার সময় ব্যয় আর আয়ের কথা মাথায় রাখতে। সাধারণত তরুণরা ব্যয় কম ধরে আর আয় বেশি ধরে! তারা যখন এখনই শুরু করেন প্রথম ৩ বছরের পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছিলেন।
উইন ইনকোরপোরেট এর তাশফিয়া বলেন তাঁর অভিজ্ঞতার কথা ২০০৬ থেকে শুরু। বিভিন্ন প্রতিষ্ঠান এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা শুধুমাত্র কৃষকদের কাছে তথ্য পৌঁছে দেবার জন্য!
টিমইঞ্জিন নামের নতুন একটি প্রতিষ্ঠান এর পক্ষ থেকে বলেন হিমিকা। তিনি নিজেও উদ্যোক্তা হবার আগে চাকুরি করতেন। তিনি ভালো একটি টিম করার কথা বলেন, আর বলেন বিশ্বাস এর কথা। শুধু ভালো আইডিয়া না সেই আইডিয়ার যেন ভ্যালু থাকে সেটাও বলেন। টেকনোলজি তো শুধুই টুল। এর পেছনে বুদ্ধিমত্তা রেখে এগুতে পরামর্শ দেন তিনি। (উনার উৎসাহ, শেখার আগ্রহ আমার দারুণ লেগেছে)
রব্বানি স্যার এর সেশন সবচেয়ে অসাধারণ ছিল। TEDxDhakaয় স্যারকে মিস করেছিলাম! এবারে পেলাম! (যারা শুনেন নাই আসলেই মিস করছেন! অসাধারণ একজন!)
তিনি শুধুই করেন অসামান্য কথা দিয়ে, “সামাজিক প্রয়োজনীয়তা থেকে উদ্ভাবন শুরু ” তন্ময় হয়ে শুনছিলাম তাঁর কথা! তিনি বললেন উদ্ভাবক হতে পয়সা লাগে না।
সামারি:
১) উদ্ভাবক হতে পয়সা লাগে না। তাই সাহস রাখতে
২)উদ্ভাবকদের ফাউন্ডার/ম্যানেজার হতে বললেন। (বিল গেটস, ফোর্ড থেকে শুরু করে বড় বড় কোম্পানির উদ্ভাবকরাই ম্যানেজার ছিলো)
৩) কারো কাছ থেকে লোন/টাকা নিলে ম্যানেজমেন্ট যেন না ছাড়া হয়!
৪)নিজেদের দেশে নিজেদের জিনিসই ব্যবহার করা উচিৎ। (এতে সব কিছু বেশিদিন টেকে)
৫) যারা একদম নতুন তাদের আগে গুডউইল তৈরি করতে বললেন। তারপর পরের ধাপে (লোন নেয়া ইত্যাদি।)
৬) বড় শিল্পের বদলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দিকে আমাদের দৃষ্টি দেয়া প্রয়োজন বলেন তিনি। প্রতি বছর ৩০ লাখ নতুনের জন্ম হয়। এদের কর্মসংস্থান তো করতে হবে?
৭)সরকারের ট্যাক্স নীতি কীভাবে আমাদের ক্ষতি করছে, কীভাবে আমরা সবাই একত্রিত হয়ে উপরের লেভেল এর লোকদের বোঝাতে পারি সেটাও বললেন। (তিনি বহু বছর ধরে লড়ছেন আমাদের জন্য। ব্রিটিশ আমলে তৈরি করা ট্যাক্স নীতির মূল লক্ষ্য ছিলো এ দেশীয় শিল্প ধ্বংস। এখনও সেই নীতি আছে… তাই আমরা এখনও আমদানি নির্ভর হয়ে গেছি )
এসএমই ফাউন্ডেশন এর পক্ষ থেকে একজন বললেন এক ব্যাংকার তাকে জানিয়েছিলেন ব্যাংক নাকি ঋণ দেবার লোক খুঁজে পায় না। তাই তরুণরা যেন আশা না হারায়। এসএমই ফাউন্ডেশন লোনের জন্য প্রপোজাল তৈরি সহ এই জাতীয় বিষয়গুলোতে সাহায্য করে থাকে।
নাইয়ার ফাতেমা, প্যাশন এর উপর গুরুত্বারোপ করেন। তিনি ট্রেড লাইসেন্স খুলে ফেলতে বলেন, একটা ব্যাঙ্ক একাউন্ট এবং সেই ব্যাঙ্ক একাউন্টে কিছু আদান প্রদানের প্রমাণ (এই ৩ টি ধাপ করলে ঋণ নেয়া সোজা হবে বলে তিনি জানান)
সুফি ফারুক ইবনে আবু বকর, খুব অল্প কথায় BICC (Business Innovation & Incubation Centre ) সম্পর্কে কিছু বলেন। এটি মূলত স্টার্ট আপ প্রতিষ্ঠানদের সহায়তা করে থাকে। (উনার কথা আমার দারুণ লাগছে! অল্প সময়ে আসল কথা। এলিভেটর স্পীচ নামে একটা জিনিস জানতাম…উনার আরও ভালো জানার কথা কারন উনি একজন এঞ্জেল ইনভেস্টর!)
তিনি সফল উদ্যোক্তাদের কিছু বৈশিষ্ট তুলে ধরেন:
-ব্যক্তিত্ব, উদ্যোক্তাদের ব্যক্তিত্ব থাকতে হবে। (কারো কাছ থেকে ফান্ড যোগাড় করতে হলে তো লাগবেই!)
-দক্ষতা, দক্ষতা থাকা লাগবে- আইডিয়া থেকে প্রডাক্ট অনেক ধাপ। দক্ষতা আছে তো?
-রিস্ক নেবার ক্ষমতা (সিদ্ধান্ত দ্রুত নিতে হবে। রিস্ক নিতে হবে)
-আবার শুরু করার ক্ষমতা/সাহস থাকতে হবে। কারণ সব হারাতে হতে পারে। এমন অনেকেই ছিলেন যারা আবার শুরু করেছিলেন (স্টিভ জবসকে কোম্পানি থেকেই বের করে দেয়া হয়েছিলো )
কিছু চমৎকার প্রশ্নও এসেছিলো।
এই রকম আয়োজন চলছে চলবে বলে শেষ করলেন মুনির হাসান।
(আমি এখনই.কম এর শামীম ভাইকে প্রশ্ন করার প্ল্যান নিয়েছিলাম তিনি চলে গেছিলেন…করা হল না! )
পরীক্ষার ফাঁকতালে পড়ে যেতে পারি নাই! আপনার পোস্টের জন্য ওয়েট করছিলাম! 😀 তুমুল হয়েছে বোঝা যাচ্ছে!!
ভালো লেগেছে!
থাকতে পারলে আরো বেশি ভালো লাগতো…
পরবর্তীতে এমন কোন আয়োজনে থাকার ইচ্ছে রাখি…
ভাল লাগল 🙂
কঠিন কথাবার্তা। 😛
আপির সাথে একমত। 😛
সবচেয়ে ভাল লাগলো.. উদ্ভাবকদের ব্যবস্থাপক হবার পরামর্শটা।
আসলেই, আইডিয়াবাজ নিজের আইডিয়া আর কাকে বেশী বোঝাতে পারবে। এখন, সাহসের জন্য চাই ভাল পরামর্শক। এধরনের অনুষ্ঠান আরো বেশী বেশি চাই।
আমার মত ছাপোষা মানুষের উদ্যোক্তা টাইপ এর কথাবার্তা শুনলে ভয় লাগে।
বোহেমিয়ান: আপনার আর একটি সাজেশন কাম্য। আচ্ছা ব্লগ লিখলে, সেটা নিজের স্বরেও যোগ হবার জন্য কি মডারেশন করা হয়?
মিস করলাম ইভেন্টটা! 🙁