মাঝে মাঝে কী যে হয়, মনটা কী ভীষণ ভারি হয়ে থাকে। কোন কারণ ছাড়াই। মনে হয় পুরো আকাশটা যেন মেঘলা হয়ে আছে। আকাশটা কান্নায় ভরে যায় যেন, মনে হয় এই বুঝি বৃষ্টি ঝরবে অঝোরে। ক্লান্ত দুপুর পেরিয়ে বিকেল বিষন্নতার ধূসর চাদর নিয়ে আসে।ইচ্ছে হয় পৃথিবীর এই প্রান্তরে সব কোলাহল থামিয়ে দিই………
মন খারাপের দল
আমার সাথে চল
মেঘের বাড়ি যাবো
বাতাসটাকে ছোঁবো
বৃষ্টিস্নাত হবো
থামিয়ে কোলাহল!
ঠান্ডা হাওয়া ঝাপটা দিয়ে যায়। সূর্যটা আকাশটাকে লাল রঙ এ রাঙ্গিয়ে তার বাড়ি চলে যায়, আর কী ভীষণ একলা লাগে তখন… নাম না জানা, অজানা, অচেনা কারো উপর কী ভীষণ অভিমান হয়………
চাঁদটা বিশাল
আকাশটা লাল
সূর্য গেছে বাড়ি
তোমার সাথে আড়ি!
চোখ বার বার শুধু ঝাপসা হয়ে আসে, অকারণেই কি? বার বার পলক ফেলেও দৃষ্টিতে কিছু ধরা পড়ে না। বারান্দাতে চুপ করে ঘুমিয়ে থাকা মাধবীলতা যেন ঘুমেই দীর্ঘশ্বাস ফেলে, জানালার গ্রীলে বসা দোয়েল দুটোও কেন যে ডানা ঝাপটায়………
মন ভাল হোক আকাশের,
মন ভালো হোক বাতাসের,
মন ভালো হোক পাখিটার,
মন ভালো হোক আমার…
অসাধারণ লাগলো…..পুরো মন খারাপ করা পরিবেশ এখন।মেঘলা আকাশ,ভেজা বাতাস,পড়ায় কোনো মন নাই,গুনগুনিয়ে গান গাই। 😀
“নাম না জানা, অজানা, অচেনা কারো উপর কী ভীষণ অভিমান হয়……… ” 🙂
ধন্যবাদ!
🙂
অন্যরকম ,চমৎকার
:love:
“সূর্যটা আকাশটাকে লাল রঙ এ রাঙ্গিয়ে তার বাড়ি চলে যায়, আর কী ভীষণ একলা লাগে তখন ”
সত্যি তখন ভীষণ একা লাগে
ধন্যবাদ…… 🙂
🙁
🙁
🙂
খানিক ব্যতিক্রম। তবে দারন লাগছে। 🙂 🙂
🙂
ধন্যবাদ অবন্তিকা!
🙂
আপুউউউউ… 🙂
“মন ভাল হোক আকাশের,
মন ভালো হোক বাতাসের,
মন ভালো হোক পাখিটার,
মন ভালো হোক আমার… ”
অনেক অসাধারণ!!!
খুশি হয়ে গেলাম…… 🙂
ধন্যবাদ!
পছন্দ 🙂
🙂 🙂 🙂
উফ, আপু আপু আপু! কী করে লেখো তুমি এমনসব? এতো সুন্দর করে অনুভূতির প্রকাশ, আমি পারি না।
মন ভালো থাকুক তোমার, সবসময়। :beshikhushi:
তোমার কমেন্ট পড়েই মন ভালো হয়ে গেল যে আপু!
ধন্যবাদ… ধন্যবাদ… 🙂
“মন ভাল হোক আকাশের,
মন ভালো হোক বাতাসের,
মন ভালো হোক পাখিটার,
মন ভালো হোক আমার… ”
মন ভালো হোক সবার………………