স্বর্গের প্রথম পতন

যুক্তির ইতিহাসে লেখা থাকে না
যা কিছু সরল, আদিম চিন-পরিচয়
তুমি অথবা আমি!

আমরাই ছিলাম সোনালী জলপাই পাতা
প্রার্থনা নত আদমের পোশাক
আমরাই উম হাওয়ার জঠরে
পুতেছি বীজ- প্রথম গন্ধম।

আমরাই পতিত পাথরের কাব্য
আদিম গমের দানায় প্রথম শিশির বিন্দু
মেখেছি ঘামে নুন আর কামের উৎসব।

আমাদের শরীর প্রথম বৃক্ষের বীজ
প্রথম পাখির শিস আর উজান-ভাটি
আমরা নৈঋত সময়ের ইশারায়
ডেকে আনি প্রশ্ন সংকুল জীবনের ত্রাস
খুজে নিই প্রথম পত্রখানি
লেখা থাকে মুছে যাওয়া অ-যুক্তির ইতিহাস।

আমরাই প্রথম জলপাই পাতা
স্বর্গের প্রথম পতন।

> আমার লেখার খাতা ইচ্ছেশূন্য মানুষ

এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

12 Responses to স্বর্গের প্রথম পতন

  1. অবন্তিকা বলেছেনঃ

    ভালো লাগলো বেশ! 🙂 🙂

  2. বোহেমিয়ান বলেছেনঃ

    ভালো লাগল! অন্য রকমের ভালো

  3. সামিরা বলেছেনঃ

    কবিতা বুঝি না তেমন। 🙁

  4. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    কবিতা লিখতে ইচ্ছে করে মাঝে মাঝে আমার 😛

  5. জ্ঞানচোর বলেছেনঃ

    জলপাই পাতার ব্যাপারটা কি? মিথলজী জানি না 🙁
    ভাল লাগল পুরোটা 🙂

  6. ফিনিক্স বলেছেনঃ

    আমার তো দারুণ লেগেছে!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।