হাসপাতালের ১০৪ নম্বর বেডে স্থান হয়েছে আমার…
রাস্তার একটা বাচ্চা ছেলেকে ট্রাক নামের দানবের থাবা থেকে বাঁচাতে গিয়ে নিজের পা-টা হারালাম।
শুয়ে শুয়ে তাই রেখে যাওয়া হুইল চেয়ারটার পানে চেয়ে হিসেবই কষছি।
পা’টার বেশ মূল্য ছিল আমার: নিজের চেয়েও বেশি।
পঙ্গু ছেলের হাতে সকালের বাজারের খালি থলেটা ধরিয়ে দিতে মা কি এখনো ডাকবে আমায়?
আগের মতই কি বাকী থাকা বিদ্যুৎ বিলটা দিয়ে আসার তাগাদা দেবে?
টাকার জন্যে সাতসকালেই রানু তার অক্ষম দাদার পেছনে এসে আর বোধহয় দাঁড়াবেনা।
ভালোই হল, টাকা না থাকায় বহুদিন রানুটাকে মিথ্যে বলেছি।
মিথ্যে যে আমি বলিনা তা নয়, তবু সাতসকালের মিথ্যের হাত থেকে রক্ষা পাওয়া- এই বা কম কী!
বিএ টা পাশ করেও চাকরি জুটাতে না পেরে টিউশনির টাকা দিয়েই সংসারটা চলছিল;
হাতে মাইনের টাকাটা তুলে দেবার সময়ে ছাত্রের মায়ের “ভস্ম করে দেওয়া” চাহনি দেখতে হয়েছে বারবার;
এবার আর নিজেকে অমন কীট মনে হবেনা।
বাবা মরে গিয়ে দায়টা উত্তরাধিকার সূত্রে চেপেছিল আমার উপরে।
প্রতিনিয়ত জীবন নামের যাঁতাকলে পিষ্ট হচ্ছিলাম আমি।
এই দায়মুক্তির জন্য মনে মনে কত যে প্রার্থনা করেছি তার ইয়ত্তা নেই।
ইচ্ছাটা আজ এভাবে পূরণ হবে ভাবিনি।
জীবন থেকে তবু পালাতে পারব এবার।
তবে পরমাকে এ জীবনে আর বোধহয় পাওয়া হলনা; পলাতক পঙ্গু আমার পাশে সে যে বড়ই বেমানান।
হাসপাতালের ১০৪ নম্বর বেডে শুয়ে হিসেবই কষে যাই আমি।।
অনেক সুন্দর!
:welcome:
আমি তো পুরাই খুশিত, হ্যাপিত 😀
অনেক সুন্দর এবং মন খারাপ করিয়ে দেওয়া লেখা। লেখাটা অনেক ভালো হয়েছে বলেই মনটা খারাপ হয়ে গেলো, একটাবার চিন্তা কেউ চিন্তা করেনা কয়েকটা সেকেন্ড এগিয়ে যাবার জন্য কারও জীবন চিরকালের জন্য পিছিয়ে অকালে হারিয়ে যাচ্ছে।
চমৎকার লেখায় প্লাস ! আর :welcome:
ওহ ! আমি ধইন্য ! প্রথম লেখায় এমন একটা কমেন্ট ! :happy:
দারুণ হয়েছে, আপু 🙂 😀
:welcome:
তোমাদের পড়ে ভালো লাগলেই আমার পড়া সার্থক :beshikhushi:
*লেখা
😛
porte porte hotat sesh hoye gelo
sesh korlen kan?
:welcome:
:happy:
😛
একজন কথা সাহিত্যিক এর সব চাইতে বড় গুণ disintegration, সৃষ্ট চরিত্রের সাথে লীন হওয়ার ক্ষমতা। যদিও তিনি ” এখনও শিশু” , তবু তিনি তা পেরেছেন। চরিত্র সৃষ্টিতে সফল । এখন plot নিয়ে deal দেখতে চাই। ভবিষ্যৎ এ আরও দীর্ঘ লেখা আশা করি।
:yahooo:
মন খারাপ করা লেখা 🙁
তারপরও অনেক সুন্দর।
:welcome:
মন খারাপ করিয়ে দিতে চাই না রে, কিন্তু একেবারে মন থেকে আসা লেখা…
মনটাই খারাপ হয়ে গেলো……
সরবে স্বাগতম :welcome:
😀
যেই স্বাগতমটা দিছিলি 😛 😛
:welcome: আপুনি
:happy:
চমৎকার লেগেছে কবিতাটা।
আরও চাই 😀
:beshikhushi:
আসবে 😉
অনেক ভালো লাগলো 😀
:welcome:
😀 😀
মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে গেল।
কিন্তু দারুণ লেখা আপনার!
:welcome:
ফিনিক্সের মন্তব্যে শিশু খুশি :happy:
স্বাগতম সরবে!
অনেক ভালো লেগেছে লেখনী, যদিও মন খারাপ করা…
লেখা চলুক……
অনেক ধন্যবাদ । 🙂
মন খারাপ হওয়াটাই বোধ হয় লেখনীটার ব্যঞ্জনা 😉
এটা যেন শুধু গল্পই থাকে। বাস্তব না হয়। বাস্তবে এই পা না থাকাটার কষ্ট সবাই বইতে পারে না।
আসলেই, বাস্তবতার নিষ্ঠুরতায় এমনিতেই কম-বেশি সবাই নিঃস্ব; হারাতে হারাতে সর্বহারা হয়ে গেলে বেঁচে থাকাটাই মুশকিল হবে ।