‘গণিত’ বিষয়টি কারও কাছে ভীতিকর, আবার কারও কাছে প্রীতিকর। কিন্তু তা বলে বিশ্বে গণিতের জনপ্রিয়তার মোটেই কমতি নেই। গণিত অলিম্পিয়াড প্রচলনের শুরু থেকে আমাদের দেশেও দিনদিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। দেশের তরুণ প্রজন্ম আজ গণিতকে ভালোবেসে তাদের মেধার দ্যুতি ছড়িয়ে দিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও। তবু কোথাও একটা কিছুর অভাব থেকেই যাচ্ছিল। আর তা হল, বর্তমান যুগের সর্বাধিক জনপ্রিয় মাধ্যম অনলাইনে গণিতের গাণিতিক সৌন্দর্য এদেশের মানুষের সামনে উন্মোচিত করা।
খান একাডেমীর মত কিছু উদ্যোগ অনলাইনে গণিতের প্রচারণায় ভূমিকা রাখলেও আমাদের দেশের প্রেক্ষাপটে অনলাইনে এই বিষয়টির ধারাবাহিকতায় ঘাটতি ছিল। তারুণ্যের প্ল্যাটফর্ম সরব আলাদা কিছু করার ধারাবাহিকতায় তাই এবারে প্রকাশ করল পাই দিবসে ই-বুক। আমাদের জানামতে এটিই গণিত বিষয়ক বাংলা ভাষায় প্রকাশিত প্রথম ই-বুক।
ই-বুক প্রকাশ করার এই দুঃসাহসিকতায় আমাদের সাহায্য করেছেন গণিতপ্রেমী কিছু মানুষ। সরবের নিয়মিত লেখকরা ছাড়াও এতে রয়েছে নতুন লেখকদের গুরুত্বপূর্ণ ভূমিকা। ছড়া, গণিত নিয়ে মুভি বিষয়ক আলোচনা, প্রবন্ধ, ব্যক্তিগত অভিজ্ঞতা, রম্য অনেক কিছুই এসেছে এই ই-বুকে। এর ভেতরে অনেক লেখার মান দেখে আমরা মুগ্ধ, অনেক লেখা দেখে আমরা আশাবাদী।
প্রত্যেকের সাধ্যানুযায়ী মিলিত প্রচেষ্টায় এদেশ এগিয়ে যাবে এই ধারণায় আমরা বিশ্বাসী। আর তাই আমাদের জায়গা থেকে বাংলাদেশে গণিত জনপ্রিয়করণের কাজটি আরও এক ধাপ সামনে এগিয়ে নিতে সরবের এই প্রয়াস।
এই ইবুকের পাতায় পাতায় যাদের সরব অংশগ্রহণ:
· গণিতসভায় শূন্যাগমন – জ্ঞানচোর
· গণিত একটি শাস্ত্রের নাম – সকিব
· একজন জোসেফাস ও জোসেফাস ফাংশন – প্যালারাম
· Mathematics নিয়ে সিনেমা: A Beautiful Mind & Good Will Hunting – দারাশিকো
· সংখ্যার সাতকাহন: রোমান সংখ্যাব্যবস্থা – অভিক রায়
· অ আ এ বি সি ১ ২ – সাইফুল
· ভিন্ন জগতে কিছুক্ষণ – সামিন রিয়াসাত
· গাণিতিক কৌতুক – সামিরা
· জোড় অঙ্কের খেলা আর বছরের বার হিসেবে গণিত – নাঈমা খান
· ইঁদুর-বিড়াল-ম্যাথমেটিক্স – পলাশ মিজানুর রহমান
· সংখ্যার বৈচিত্র – শারমিন শহীদ
· ম্যাথম্যাজিশিয়ান – পার্থ সারথি কর
· পাই-এর মান কখন চার হয় – সৌমিত্র চক্রবর্তী
· পাই-এর দেশে গণিতের দেশে – স্বপ্ন বিলাস
· গণিত ও কবিতা – আমি কোন আগন্তুক নই
· গণিতের উপসংহার – নিশম
· পৃথিবীর সুন্দরতম সমীকরণ ‘eiπ+1=0’ আসলে কী বোঝায়? – চমক হাসান
ইবুক এর লিঙ্ক পাবেন এখানে।
এছাড়া আলাদাভাবে নিচের লিঙ্ক এ ক্লিক করলেও ইবুক এর ডাউনলোড লিঙ্ক দেখতে পাবেন
এক বছরেরও কমবয়সী সরব এই নিয়ে দ্বিতীয়বার ইবুক প্রকাশ করলো। প্রথমটি ছিল সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে, তাকে উৎসর্গ করে। গুণীজনদেরকে তাদের জীবদ্দশাতেই উপযুক্ত সম্মান দেখানোর লক্ষ্য নিয়ে প্রকাশিত এই ইবুকটি পাবেন এখানে।
শুধু কি এই? ভার্চুয়াল পৃথিবীতে সরবের সরব উপস্থিতি, আর অন্যত্র নীরব? না, সরব বিশ্বাস করে ইতিবাচকতা, সহমর্মিতা আর স্বপ্ন দেখাতে – স্বপ্নবাজদের স্বপ্নকে সবার মাঝে ছড়িয়ে দিতে। তাই তো সরব টিম ছুটে গেছে জয়নাল চাচার কাছে, রিক্সার প্যাডেলের ঘূর্ণিতে যিনি নিজের স্বপ্নকে প্রতিনিয়ত ছড়িয়ে যাচ্ছেন দূর থেকে দূরে।
সবাইকে পাই দিবসের শুভেচ্ছা।
দারুণ! দারুণ!! অপেক্ষায় ছিলাম! তাড়াতাড়ি পড়া শুরু করতে হবে!
খুশি খুশি খুশি! :penguindance: :penguindance: :penguindance:
দারুণ দারুণ!
:love: :love: :happy:
অংক শিখতাম মুঞ্চায় :thinking:
:happy:
:penguindance:
:yahooo:
ওরেরেরে .. আমারও দেখি একটা লেখা ছাপা হৈসে 🙂 🙂
ঝাক্কাস :love: :love: :love:
দারুণ! দম বন্ধ করে বসেছিলাম এই বইটার জন্য! 😀
অসাধারণ প্রচ্ছদ। লেখনির পড়ার পর বাকি কমেন্ট :)।
প্রচ্ছদটা আসলেই বস হইসে
অনেক ধন্যবাদ সরবকে এত সুন্দর একটা উদ্যোগ নেয়ার জন্য। আমরা যারা গণিতকে ভালবেসে প্রতি মুহূর্তে দেশটাকে এগিয়ে নেয়ার স্বপ্ন দেখি, তাদের জন্য এটি অনেক অনুপ্রেরণার আশ্রয়স্থল হবে। আমি ব্যক্তিগতভাবে অপেক্ষা করছিলাম ‘সৌমিত্রের’ লেখাটার জন্য। মন এখন তৃপ্ত ঃ)। সবাইকে পাই দিবসের শুভেচ্ছা! – চমক।
ডিজাইনটা ভালো লাগসে! 🙂
দুই একটা লেখাতে সমীকরণ লাইনের মাথায় চলে গেছে! 🙁
আরেকটা ব্যাপার, বিউটিফুল মাইন্ডের লেখায় দেখলাম শেষ বয়সে জন ন্যাশকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, এই কথাটা বলা আছে!
গণিতে নোবেল নাই, ফিল্ডস মেডেল আছে, আর যতদূর মনে পড়ে, মুভিটাতে কোথাও বলাও হয় নাই যে ঐটা নোবেল পুরস্কার ছিলো! :-/
একটু দ্বিধান্বিত!
অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম এতদিন!
পেয়ে খুব ভাল লাগছে। সরব টিমকে ধন্যবাদ!
ভুল জায়গায় ভুল কমেন্ট পড়ে গেল!
জন ন্যাশ ১৯৯৪ এ ইকোনোমিক্সে নোবেল প্রাইজ পেয়েছেন!
http://en.wikipedia.org/wiki/John_Forbes_Nash,_Jr.
ভুল জায়গায় মন্তব্যের জন্য দুঃখিত! 😛
আর ভুল ধরিয়ে দেবার জন্যও অসংখ্য ধন্যবাদ! 🙂
:love:
অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম এতদিন!
পেয়ে খুব ভাল লাগছে। সরব টিমকে ধন্যবাদ!
অসাধারণ একটা কবিতার অসাধার চারটি লাইন :
কম্পিউটারের যুগ এসেছে অংকেতে হয় সব,
সভ্যতা যে গাছের চারা, গণিত হলো টব।
টবের ভেতর পদার্থ আর রসায়নের কাদা,
গাছের গোড়ায় ডিজেল ঢেলে ফুল ফুটেছে সাদা।
. . .
এবার সকিব’কে পদার্থ আর রসায়নবিদরা মামলা না দিলেই হয় 😀 😀
দারুণ একটা কাজ !
আশা করেছিলাম আমাদের ম্যাভেরিকদার লেখা থাকবে ।
আচ্ছা, ম্যাভেরিকদা স্বনামে এই ই-বুকে নেইতো ?
ভালো প্রশ্ন 😉
আমার গণিত বেলার গল্পটা ভয়ঙ্কর উত্থান পতনের! 🙁
কখন আমি অনেক ভাল করেছি আবার কখনো কানের পাশ দিয়ে গুলি গিয়েছে 😳
তারপরেও আমার প্রিয় অংক। জানতে আমার দারুন লাগে কিন্তু চিন্তা করতে ইচ্ছে করেনা। যেবার থেকে ম্যাথ অলিম্পিয়াড শুরু হল আমার খুবই হিংসে হচ্ছিল কেন আমি পেলাম না এমন সুযোগ। কিন্তু যাই বলি আমার ভাবতেই ভাল লাগে এখন সবাই কত সচেতন এসব নিয়ে। 🙂 ছোট ছোট পিচ্চিরা হাতে পেন্সিল খাতা নিয়ে কি যে মনোযোগ দিয়ে সমস্যা গুলো পড়ছে আর পটাপট করে দিচ্ছে!
আবার যেমন এখানে সবাই মিলে কি সুন্দর গণিত নিয়ে গল্প আর লেখাও লিখে ফেলেছে দারুন সব 🙂
উফ, কী দুর্দান্ত খবর! :yahooo:
এবং অবশেষে :happy:
যেসব বই পড়ার পর তার উপর কোন পরীক্ষা নেওয়া হয় না, সেসব বই পরতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। তাই ভাবছি সময় করে ই-বুকটা পড়ে নিব।
😛
ধুড়!!
এত দেরীতে পেলাম!!
তাও এই অসময়ে!! :crying:
ডাউনলোডিং… 😀