দৌড়……

দৌড়……দৌড়……দৌড়! পাশে দিয়ে সাইসাই করে ছুটে যাচ্ছে গাড়ি। প্রাণপনে ছুটছি আমি………

 

প্রথম দৌড় কবে দিয়েছিলাম? আম্মু নিশ্চয়ই আব্বুকে ডেকে বলেছিলো,দেখো তোমার ছেলে কি সুন্দর দৌড়াচ্ছে! নাকি আম্মু ডাকতে পারেনি? ৮ মাস বয়সের আগে কি দৌড়াতে পেরেছিলাম? যদি না পারি,তাহলে তো আব্বু দেখেনি। আমার দৌড় দেখার আগেই চলে  গিয়েছে না দেখার এক জগতে।

আম্মুর হাত ধরে স্কুলে যাবার সময় খালি দৌড় দিয়ে সামনে চলে যেতাম,আর আম্মু আমাকে পেছন পেছন ডাকতো। আমার জগত তখন স্বপ্নময়,গাড়িগুলো আমার আগে চলে যাচ্ছে বলে আমার কি দুঃখ। প্রতিদিন আমার প্রানান্ত চেষ্টা গাড়িগুলোর আগে আমি ছুটে বেড়িয়ে যাব,সবার আগে পৌছে যাব স্কুলটার কাছে। মা উস্কখুস্ক চুল,পুরোনো শাড়ি আর ছেড়া স্যান্ডেল পায়ে জোরে জোরে হেঁটে আমাকে ধরার চেষ্টা করে যেতেন।

আমি একবার স্কুলে সেকেন্ড হয়েছিলাম। স্কুল ছুটি হবার পর কি যে দৌড়। এক দৌড়ে মা-র কাছে। সারা রাস্তা দৌড়ে এসে এতটা হাঁপিয়ে গিয়েছিলাম যে আর কথা বলতে পারছিলাম না। পানি-টানি খেয়ে তারপর বলতে পারলাম। মা,তোমার সেই হাসিমুখ এখনো আমার চোখে ভাসে।

স্কুলে দৌড় প্রতিযোগিতায় আমি ফোর্থ হয়েছিলাম। আমার আগের সবাই পুরস্কার পাচ্ছে,আর আমি পাচ্ছিনা। আমার সে কি কান্না। সেদিন ভেবেছিলাম,জীবনের বাকি সব দৌড়ে আমি প্রথম হব।

স্কুল থেকে যখন বেতন না দিতে পারায় বের করে দিলো,তখনও কিন্তু আমি দৌড়ে দৌড়ে গিয়েছিলাম নদীর ধারে। কাঁদতে কাঁদতে সারাদিন বসে ছিলাম ওখানে। তোমার কাছে টাকা চাইনি,মা। জানিতো,তোমার কাছে কোনো টাকা নেই। আমার পড়ালেখার শেষ দিনটা আমার বড় চোখে ভাসে। সেই নদীর পাড়,সেই চোখ বেয়ে নামা নোনা জল।

 

দৌড়……দৌড়……দৌড়! পাশে দিয়ে সাইসাই করে ছুটে যাচ্ছে গাড়ি। প্রাণপনে ছুটছি আমি………কপাল বেয়ে চোখে এসে পড়ছে ঘাম। আরো জোরে দৌড়াতে হবে…..

 

মা,তোমাকে কোলে করে নিয়ে হাসপাতালের বারান্দায় দৌড়ে যাচ্ছিলাম আমি,মনে আছে তোমার। আমি এক অফিসের সামান্য পিয়ন,আমার জন্য তো আর দৌড়ে দৌড় ডাক্তার চলে আসবে না। একজন ডাক্তারের খোঁজে পুরো হাসপাতাল তোমাকে নিয়ে আমি দৌড়াচ্ছিলাম। তোমাকে চলে যেতে দিতে এতই নারাজ ছিলাম যে,তোমার নিথর দেহটাও আমার চোখে পড়ল অনেক পর। ডাক্তারটাকে আমি পেয়েছিলাম জানো মা। চড় মেরেছিলাম জানো? সিকিউরিটির লোকেরা পিটিয়ে হাত ভেঙে দিলেও আমি কিন্তু কষ্ট পাইনি। কষ্ট পাওয়ার অনুভূতিগুলো মনে হয় মরে গিয়েছিলো।

আমি কিন্তু এখন আর কোন চাকরী করি না। ভাঙা হাত নিয়ে কে চাকরী দিবে? বাসে বাসে এক হাতে ঝুলে ঝুলে মানুষের দয়া প্রার্থনা করে ভিক্ষা করতে হয় আমাকে। আমার মেয়েটার এখন দুই বছর বয়স। কি যে সুন্দর হয়েছে দেখতে! সুন্দর সুন্দর জামাকাপড় পরাতে পারলে কি ভালো লাগতো দেখতে।

 

দৌড়……দৌড়……দৌড়! পাশে দিয়ে সাইসাই করে ছুটে যাচ্ছে গাড়ি। প্রাণপনে ছুটছি আমি………কপাল বেয়ে চোখে এসে পড়ছে ঘাম। আরো জোরে দৌড়াতে হবে……আজ আমি আবার দৌড়াচ্ছি। আমার মেয়েটা আজ বিছানায়। আমার কাছেও কোন টাকা নেই। না পেরে  শেষ পর্যন্ত এক লোকের হাত থেকে তার মানিব্যাগ নিয়ে দৌড় দিয়েছি। আমার পেছনে ছুটছে কত মানুষ আজ। রাস্তার মধ্যে দিয়ে ছুটে যাচ্ছি আমি। আরো জোরে দৌড়াতে হবে……আরো জোরে………জীবনের সব দৌড়ে আমি হেরেছি,আজ আমাকে প্রথম হতেই হবে……

 

স্বপ্ন বিলাস সম্পর্কে

বাস্তবে মানুষ হবার চেষ্টা করে যাচ্ছি। জীবনের নানা পথ ঘুরে ইদানীং মনে হচ্ছে গোলকধাঁধায় হারিয়েছি আমি। পথ খুঁজে পাওয়ার চেষ্টা করি আর দেখে যাই চারপাশ। ক্লান্ত হয়ে হারাই যখন স্বপ্নে, তখন আমার পৃথিবীর আমার মতো......ছন্নছাড়া, বাঁধনহারা। আর তাই, স্বপ্ন দেখি..........স্বপ্নে বাস করি.....
এই লেখাটি পোস্ট করা হয়েছে গল্প-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

54 Responses to দৌড়……

  1. তুই কখনো লিখা ছাড়িস না! কি ভয়ঙ্কর একটা বর্ণনা দিয়ে গেলি, জীবনটা খুব বেশি কষ্টের……
    অসাধারণ একটা লিখা, স্যালুট!

  2. নীল বলেছেনঃ

    ভাল লেগেছে… শব্দের কি সুন্দর ব্যবহার… সবাই মনের কথা লিখতে পারে, আমি পারি না!! :babymonkey:

  3. প্রজ্ঞা বলেছেনঃ

    চোখ ভিজে গেল যে!

    অসম্ভব সুন্দর লিখেছেন! :huzur:

  4. শিশিরকণা বলেছেনঃ

    কথা দে লিখা ছাড়বি না….নিলে তোকে দুঃস্বপ্ন বিলাস বানিয়ে দিব কিন্তু…. :dhisya:

  5. সাথী বলেছেনঃ

    চোখে জল চলে আসল……!
    অনেক ভাল লিখেছিস! :huzur: :huzur:

  6. বোকা মানুষ বলেছেনঃ

    বাস্তবে যেন এমন না হয় কখনও!

  7. বোহেমিয়ান বলেছেনঃ

    প্রিয় স্বর এ নিলাম!

    অসাধারণ!!
    হিংসা হিংসা!!!

    তোর হাত তো মারাত্মক হয়ে যাচ্ছে! :dhisya:

    চলুক কলম!

  8. সাদামাটা বলেছেনঃ

    হাতখানা বাঁধাই করে ফেলুন :huzur:

  9. নিশম বলেছেনঃ

    বস ! দুর্দান্ত !

    সাধারণ কিছু শব্দ দিয়েই অসাধারণ একটা লেখা ! আবেগ, কঠোর বাস্তব – দুটোই আছে ! মারাত্মক লেগেছে !

  10. নোঙ্গর ছেঁড়া বলেছেনঃ

    অদ্ভূত সুন্দর প্রকাশ! কৃতজ্ঞতা :huzur:

  11. ফিনিক্স বলেছেনঃ

    অসাধারণ! তবে টাইটেল বানানটাই ভুল, এটা দেখে চরম মেজাজ খারাপ হয়ে গেছে। তোর কাছ থেকে এটা আশা করি নাই। :nono:

  12. ফিনিক্স বলেছেনঃ

    দৌঁড় বানানে চন্দ্রবিন্দু কই ?

  13. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    চোখে নিরব কান্নার দৌড় চলল। দারুণ লিখেছিস!

  14. মুবিন বলেছেনঃ

    গল্পে দারুণ এক গতিময়তা আছে।
    ব্লগে পড়া আমার সেরা গল্পগুলোর একটি আপনার এই গল্পটি।
    অনেক অনেক ভালো লেগেছে।

  15. ইয়াদ বলেছেনঃ

    দুর্দান্ত! :clappinghands:

  16. অচেনা রাজ্যের রাজা বলেছেনঃ

    ব্লগে নতুন এসেই চমৎকার একটা লেখা পড়লাম। অনেক ভালো লাগলো লেখাটা। 😆 😆

  17. কিনাদি বলেছেনঃ

    দুর্দান্ত!

  18. নিলয় বলেছেনঃ

    মারাত্মক, ভাইয়া 🙂

  19. অদ্ভুত ছেলে বলেছেনঃ

    কি লিখলেন!
    দারুণ! অসাধারণ! আপনার লেখার টেবিল ফ্যান হয়ে গেলাম :guiter:

  20. নিলয় বলেছেনঃ

    “আমার পেছনে ছুটছে কত মানুষ আজ। রাস্তার মধ্যে দিয়ে ছুটে যাচ্ছি আমি। আরো জোরে দৌড়াতে হবে……আরো জোরে………জীবনের সব দৌড়ে আমি হেরেছি,আজ আমাকে প্রথম হতেই হবে……”

    লেখাটা পড়ে আরেক বার অভিভূত হলাম আজকে- সাধে কি ২৪৬ জন প্রিয়ায়িত করেছে! Hats off :huzur:

  21. অরিন বলেছেনঃ

    লেখাটা পড়ে দৌড়াতে মন চাচ্ছে!ঃ))

  22. নিস্তব্ধ অমিত বলেছেনঃ

    অদ্ভুত রকমের সুন্দর… বলার কিছু পাচ্ছি না… মাথা ঘুরতেছে……

  23. অক্ষর বলেছেনঃ

    ভাইয়া গো ভাইয়া, তুমি এত ভালো লিখ কিভাবে? আমি তো নাই, সত্যি তোমার লেখা অসাধারণ। স্যালুট :babymonkey: :huzur: :clappinghands:

  24. স্রোতস্বিনী বলেছেনঃ

    এতো পরে লেখাটা পড়লাম কেন??!!নিজেকে সত্যি বড় আহাম্মক মনে হচ্ছে…… 🙁
    এমন আহাম্মক মনে হয়েছিল “Forrest Gump” মুভিটা দেখবার পর,মনে হয় এই মুভিটা দেখে জীবনটা কেউ আবার নতুন করে ভেবে দেখতে পারে।
    বিখ্যাত উক্তিটা মনে পড়ে গেলো…”Run,forrest run”…
    বাংলা ভার্সন হবে…”আমার পেছনে ছুটছে কত মানুষ আজ। রাস্তার মধ্যে দিয়ে ছুটে যাচ্ছি আমি। আরো জোরে দৌড়াতে হবে……আরো জোরে………জীবনের সব দৌড়ে আমি হেরেছি,আজ আমাকে প্রথম হতেই হবে……”hats off দাদা :huzur:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।