লিখালিখির শুরুটা বছর দুয়েক আগে থেকেই। প্রথমে লিখতাম ফেসবুকে। কবিতা লিখতাম, সেসকল কবিতা বেশ অখাদ্য ছিলো বলেই আমার ধারণা। ইদানিং নিজের কবিতাগুলো পড়লে নিজেরই মেজাজ খারাপ হয়ে যায়! কিভাবে যে বড় ভাই-বোন গুলা “চরম হয়েছে, ভালো হয়েছে, চালিয়ে যাও, চোখে পানি এসে গেলো” এই ধরণের চাপা মারতো, ভাবলেও অবাক লাগে!
এরপর দেখলাম সবাই খালি ব্লগ ব্লগ খেলে! ফেসবুকে একটি খুব পরিচিত ব্লগের লিংক বারবার দেখতে দেখতে আমিও তাতে নাম লিখিয়ে ফেললাম! শুরু হলো আমার ব্লগার জীবন! সেই জীবনে লিখার ইচ্ছা থেকে লিখেছি, ইচ্ছা না থাকলেও লিখেছি। কখনো গল্প, কখনো আবার কমন না পরা কিছু গানের লিংক, আবার কখনো বা হিমু লিখেছি। এখন পর্যন্ত হিমু লিখেছি ৩টা। মিসির আলী লিখবো বলে ৭দিন প্যারানরমাল সাইকোলোজীর উপর ঘাটাঘাটি করে বুঝলাম, পলির বর্জন নীতি ঠিকই আছে! কোনো পরমানুতেই যেমন চারটা কোয়ান্টাম সংখ্যা সমান হতে পারেনা, একইভাবে একই গ্রহে একইসাথে একাধিক হুমায়ুন আহমেদ স্যার থাকতে পারেনা। প্যারালাল ওয়ার্ল্ড সম্পর্কে খুবই কম জানি, তবে এটুকু বিশ্বাস করি, যতো সহস্রই সমান্তরাল মহাবিশ্ব থাকুক না কেনো, হুমায়ুন আহমেদ একটাই ! হুমায়ুন আহমেদ স্যারের লিখা পড়ি তার দ্বিতীয় বিবাহের পুর্ব থেকেই, তাই তিনি দ্বিতীয় বিবাহ করলো কি করলোনা, তা আমার কাছে খুব একটা গুরুত্ববহন করেনা।
যা বলছিলাম, মাঝে ছয়মাসের জন্য ব্লগ থেকে অবসর নেই। এইচ.এস.সি পরীক্ষার জন্য আর কি, তো এই কয়দিন লেখালেখি বন্ধ রাখিনি, লেখকের যেমন কলম চলে দুর্দান্ত গতিতে, আমারো মাইক্রোসফট ওয়ার্ড চলেছে আমার টাইপের সাথে সাথে! ছয় মাস পর আমি যেনো মরে যাবো ব্লগ ছাড়া, এমন একটা অবস্থা! শেষ পরীক্ষা দিয়ে এসে দেখি বাসায় নেট লাইন এসে গেছে, ঢুকলাম চির পরিচিত আমার সেই কমিউনিটি ব্লগে! কিন্তু কাউকে চিনিনা! কেমন যেনো হয়ে গেলো সব! সেই ভাইয়েরা নেই, সেই বোনেরা নেই। আছে শুধু আস্তিক-নাস্তিকের ক্যাচাল, আম্লীগ-বিম্পির মারামারি আর অনলাইনে টাকা কামানোর কিছু ধুর্ত ফকির।
সিদ্ধান্ত নিলাম ব্লগস্পটে লিখালিখি করবো, কিন্তু কমিউনিটি ব্লগের স্বাদ তো আর সেখানে পাওয়া যাবেনা। বোটানিক্যাল গার্ডেনের মজা আর বারান্দায় বসে রাস্তা দেখা কি এক নাকি!
এরপরে একটি ফোরামে কিছুদিন লিখালিখি করলাম। তবে, ফোরাম আর ব্লগে বেশ পার্থক্য আছে। জানিনা, কপালে কোনো ব্লগ আছে কিনা! শেষে এক বড় বোনের কাছে শুনলাম সরবের কথা। আসলাম আপনাদের কাছে। এইতো !
আমার সরবে স্ব-রবে যাত্রা শুরু! জানিনা, আপনারা কিভাবে আমাকে গ্রহন করবেন। কেউ হয়তো বলতে পারেন, অন্য দশ ঘাটের জল খেয়ে এখানে এসেছ কিংবা কোথাও চান্স না পেয়ে এখানে আমি এসেছি। কে কি ভাবলো তাতে কিছু যায় আসেনা! আশা করি, আপনারা আমাকে সাহস যেমন দিবেন ঠিক সেভাবেই ভুল-ত্রুটি গুলো ক্ষমাসুন্দর ভাবে না দেখে অবশ্যই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন।
ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন, ভালো একটা সরকারী ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা খুবই দরকার,
এই তো। আর কিছু বলার নেই।
আমি আগের ঠিকানায় আছি!
তুমি চলে এসো, তুমি চলে এসো এক বরষায়!
তোমার নতুন ঠিকানা তোমার লেখার মতই সুন্দর হোক!
😀
ধন্যবাদ দাদা 🙂 দোয়া করবেন
:beshikhushi: বুকে এসো!!
সরবে স্বাগতম! :welcome:
আমার কাছেও হুমায়ূন এর দ্বিতীয় বিয়ে, তাঁর লেখা সম্পর্কে কোন অবস্থার পরিবর্তন ঘটায় না। লেখালেখির বিচার লেখা দিয়েই হোক।
আমরা সবাই মিলেই “সরব” হতে চাই।
আমি কিন্তু আপনার একটা নোট পড়ে পাঙ্খা হয়ে গেছি! [চমক ভাই এর গানের শিরোনামের গল্পটা! দুর্দান্ত!]
পাংখা !!! উরে মোর খোদা !! ইয়েত্তো বড় কমপ্লিমেন্ট !!! আমি তো ইয়ো ইয়ো হয়ে গেলাম 😳 😳
একদিনে একটার বেশী পোস্ট দেয়া যাবেনা, এমন কোনো নিয়ম আছে? ভাবছিলাম, একটা গল্প দিয়ে ফেলি 😛 সাহায্য-সহযোগীতা কামনা করছি 🙂
২৪ ঘণ্টায় ২ টা পোস্ট সর্বোচ্চ!
কাল দিলে ভালো হয়! 😀
বোহেমিয়ানটা আজকাল কি অশ্লীল কথা বলে! ছি ছি! 😛
“আমার সরবে স্ব-রবে যাত্রা শুরু! “— স্বাগতম 🙂
:welcome:
অনেক ধন্যবাদ 😀
সরবে স্ব-রব আগমনের শুভেচ্ছা নিশম ভাইয়া! :welcome:
আশা করি নিয়মিতই ‘স্ব-রবে’ কথা চলবে! 😡
প্রজ্ঞা? প্রজ্ঞা জুই নাকি ?
ইনশাল্লাহ। চেষ্টা চলিবে 😀 ধন্যবাদ !
নিশম ভাইয়া, এই ব্লগে আমি এখনো কোন লেখা দিইনি। নাম লিখিয়ে যোগ্য পাঠক হবার চেষ্টা করছি। ভালো লাগলো এখানে দেখে। বোটানিক্যাল গার্ডেনের মজা রাস্তার পাশে বসে পাওয়া যাবেনা এটাও সত্য কথা। এই ব্লগে সবার মধ্যে আন্তরিকতাটা খুব চমতকার। ভালো লেগেছে এই ব্যাপারটা।
সরবে স্বাগতম :welcome:
সুন্দর হোক পথচলা। সুন্দর হোক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আর সেই জীবন
অনেক ধন্যবাদ। ভালো পাঠক হওয়াটাও খুব জটিল। একটা গল্প/ কবিতা বুঝাটাও আমার কাছে বেশ কঠিন মনে হয়। ভালো থাকবেন 🙂
আমি আগেও ফেসবুকে আপনার নোট পড়েছি। চমৎকার আপনার লেখা। 🙂
সরবে স্বাগতম :welcome:
আপনাকে অন্নেক ধন্যবাদ আপু। 😀
আপু!!!!! আমি ভাইয়া……
😛 😛
দুঃখিত 😛 ছোট্টো মানুষ কি বলতে কি বলে ফেলেছি 😛 😛
ভাইয়া, দুঃখিত !
কেমন আছো স্বপ্ন আপু??? :rollinglaugh:
@নিশমঃ ব্যপার না 🙂
@শৈশবঃ ভালো আছি,শৈশব আপু…… :rollinglaugh:
সরবে আসার পর থেকে ছেলেগুলো একে একে সব মেয়েতে কনভার্ট হয়ে যাচ্ছে, ব্যাপারটা কী ? 🙄
সরবে স্বাগতম :welcome: :penguindance:
ধন্যবাদ 🙂
তোমাকে আগে থেকেই চিনি বলে মনে লয়! তোমার লেখাগুলো পড়েছি! ভালো লেগেছিলো! এখানে নিয়মিত থাকবা আশা করি! আমার বিশ্বাস সরবে আমরা থাকবো! তুমি ভালো একটা যায়গায় ভর্তি হয়ে এসেও আমাদেরই পাবা! (যদি না আমরা অন্য কোথাও ভর্তি হয়ে যাই! :littleangel: )
সরবে তোমার স্ব-রব উপস্থিতির অপেক্ষায়! 😀
ইনশাল্লাহ 😀
নিশম তোকে মাইর। ছোট একটা লিখায় এতোগুলো বানান ভুল! সবাই তোরে আহ্লাদে মাথায় তুললেও আমি কিন্তু বাবা মিথ্যা আহ্লাদ দেখাতে পারবো না, এই আগেই বলে রাখলূম ! :fire:
উ মাই গড !!! তুমি আইসা পচ্ছ ?
বানান ভুল কি বেশী ? এট্টু ধরায় দিও, আমি বাচ্চা মানুষ 😛
“পরমানুতেই, কেনো, পুর্ব, গুরুত্ববহন, যেনো, ধুর্ত, গ্রহন”
“সরকারী” বানানে হ্রস ই-কার লেখা হয় আজকাল।
না-বাচক শব্দে ‘না’ পৃথক ভাবে বসে। যেমন- ‘পারেনা, করলোনা, করেনা, রাখিনি’ না হয়ে ‘পারে না, করলো না, করে না, রাখি নি’ হবে।
:welcome: