প্রিয় হোষ্টেল শামসুদ্দীন ছেড়ে দিচ্ছি। আজকেই শেষরাত আমার এই ১০৫ নং এর নিভৃত রুমে। মেডিকেলে এসেই উঠেছিলাম এই হোষ্টেলে। আজ ফোর্থ ইয়ারের শেষের দিকে এসে ছাড়ছি। মনে হচ্ছে যেন নতুন কোন শহরে মুভ করছি, সবকিছু প্যাক করবো একটু পর। এতদিনে শেকড় গজিয়ে গেছে, সেটা উপড়ে ফেলতে হবে।
আমাদের এখানকার নিয়মটা একটু ভিন্ন অন্য অনেকজায়গার চেয়ে। প্রতি বছর আমাদের শিফট করতে হয়। কিন্তু শামসুদ্দিন হোষ্টেল বাকীগুলোর তুলনায় বেশ বড় হওয়ায় এখানেই তিনবার শিফট করতে হয়। প্রথমত ভর্তি হয়েই একটা গ্রুপ এখানে এসে বড়ভাইদের সাথে উঠে পড়ে, কিছুদিন সময়লাগে নিজেদের রুম পেতে। নিজরুমে উঠার পর প্রথম প্রফেশনাল এর আগে আরেকবার। এবং তিননম্বরটা ফোর্থ ইয়ারের শেষের দিকে। তাই এ হোষ্টেলের জল-বাতাসই হয়ে উঠে আইটেম-কার্ড আর টার্মদের মতই ধ্রুব, আস্বাদন ছাড়া গতিক নেই।
মনে আছে, প্রথমদিন যখন এখানে আসি তখন হোষ্টেল দেখে মাথায় বাজ পড়লো, ইয়া খোদা, এই জায়গায় থাকবো ক্যামনে 😳 । ব্রিটিশ আমলের সারি সারি একতলা রুম, দেখে মনে হয় বিরাট কোন স্কুল। এগুলার নাম ব্লক। একেবারে পিছনে তিনতলা একটা ভবন। সেখানে তখন আমাদের চেয়ে তিনবছরের সিনিয়র ভাইরা বসবাস করে। ব্লকের বাথরুমগুলা আবার আলাদা জায়গায়। তাই রাতবিরেতে বিশেষ করে বৃষ্টির দিনগুলোতে প্রাকৃতিক কর্ম সাধনটা বড় বেশি প্রাকৃতিক হয়ে দাঁড়ায়। :voypaisi:
পাশেই ডক্টরস কলোনী, আর মিনিট পাঁচেক হাঁটা দূরত্বে শাহজালাল মাজার। রাত দুইটা তিনটার দিকে ক্ষুধা লাগলে ( লাগতেই হবে) মাজারই ভরসা। সেখানে সারারাত দোকানপাট খোলা থাকে। মাজারে শতশত ভাসমান মানুষ, তারা বাঁধানো মেঝেতে নাক ডাকিয়ে ঘুম লাগায়, কেউ উশখুশ করে-গাঞ্জার পুরিয়া হয়তো শেষের দিকে, বৃহ:পতিবার রাতগুলো আবার বেশ রমরমা থাকে, জমে থাকে সারা রাত। আমরা কয়েকজন পরোটা খেতে যাই, সাথে ডাল-ডিম-সবজি, একেবারে সকালের নাস্তাসহ।
অনেক স্মৃতি… আড্ডা, বিটলামী, পরীক্ষার সময়কার দু:খের দিনগুলো আর প্রচুর ফ্রিসময়ের বিরহের দিনগুলা, (সামান্য চাপের দিনগুলাই ব্যক্তিগত অভিজ্ঞতামতে আনন্দের),ব্যস্ততা আর আইলসামীর সময়গুলো সব জমে আছে এখানে।
তা থাকুক। সত্যি কথা বলতে শেকড়টা উপড়ে ফেলতেই বেশি ভাল লাগছে। একজায়গায় বেশিদিন থাকাটা হয়তো ভাল না। শেকড়টাই শিকল হয়ে দাঁড়ায়।
তবে ১০৫ নং এ রুমের কথা মনে থাকবে। আমার প্রথম স্বেচ্ছা নির্বাসন-পুরোপুরি একা থাকা। সিঙ্গেল রুম, তারউপর রুমটা যেন হোষ্টেল থেকে বিচ্ছিন্ন, হোষ্টেলের এ পাশটা ছিল একটু বেশি নিরিবিলি। আমি উঠবার আগে প্রায় বছরদুয়েক সিল করা ছিল রুমটা। কারন আর কিছুই না, এখানে আগে যে ছিল সে সুইসাইড করে। তারপর থেকে বন্ধ থাকে রুমটা, পরপর দুব্যাচ চলে যায়, তারা কেউ স্বস্তিবোধ করে না সুইসাইড করা সিঙ্গেল রুমে উঠতে।
রুমটা বহুদিন পর খুলে ঢুকে আমার ভারী পছন্দ হয়ে যায়। দেয়ালে সেই সিনিয়র ভাইয়ের নামসহ কয়েকটা পোষ্টার এখনো ঝুলছে। মামাকে দিয়ে রুম পরিষ্কার করানোর সময় বলে দিলাম পোষ্টারগুলো যেন সে না খুলে। পোষ্টার গুলো যেন এক একটা এপিটাফ। সেগুলো উপড়াতে সায় দিল না মন।
তার নাম ছিল দুর্জয়। ঘটনা আর কিছু না, টিপিক্যাল বিরহ, নারীপ্রেম। কোন এক সহপাঠীনির প্রেমে হাবুডুবু খাওয়া, কিন্তু তার হৃদয় জয় করাটা তার নামের মতই দুর্জেয় হয়ে দাঁড়ায়। ফলাফল স্বরুপ সে ভুলে যায় তার চারপাশের বাকী সব বন্ধন, ভুলে যায় তার নিম্নবিত্ত পরিবারের কথা,ভুলে যায় তার মা পিঠা বিক্রি করে তাকে মানুষ করেছে। ফার্মাকোলজির বিদ্যাখাটিয়ে যথাসম্ভব কম যন্ত্রনাময় কিংবা কাপুরুষ মৃত্যুর কম্বিনেশনটা বের করে সেটা প্রয়োগ করে নিজের উপর। আর অমর কিংবা মহান প্রেম কাহিনীর জন্য ওত পেতে থাকা আমাদের সদাসচেতন রোমান্টিক জনসাধারণ আফসোস করে ‘আহা’ প্রেমের মরা জলে ডোবে না।
:welcome:
ভালো লেগেছে লেখা, নিয়মিত হবেন আশা করছি। 😀
ধন্যবাদ 🙂 চেষ্টা করবো
আমি বুঝি না, মানুষ এত সহজে কীভাবে আত্নহত্যা করে! নিজের পরিবারের কথাটা একবারও মাথায় আসে না! আসলে তো আত্নহত্যা করা সম্ভব না……
আপনার সাহসে মুগ্ধ। কীভাবে পারলেন থাকতে?! ভয় লাগলো না?!
সরবে স্বাগতম… :welcome:
মানুষের ব্যাপার স্যাপার খুব বিচিত্র, খুব র্যাশনাল মানুষকেও কাছ থেকে আত্মহত্যার চেষ্টা করতে দেখেছি।
কোন রুমে কেউ একজন মারা যেতেই পারে, সেটাতে ভয় পাওয়াটা যৌক্তিক কিনা জানি না, কারন আমি ভূত এফএম শুনি না 😀
তবে প্রথম রাত লাইট জ্বেলে ঘুমাইছিলাম 🙂
আমি ভীতু মানুষ! যদিও ভূত বিশ্বাস করি না, তবুও কেন যেন ভয় লাগে।
আমার ক্লাস ফোরের ছোট ভাই ভূত এফএম শোনে!
ক্লাস ফোরের??
মনে হয় ঠিক হচ্ছে না, শুইনা শু্ইনা যদি বিশ্বাস করা শুরু করে ( এত ছোট মানুষের সেটাই স্বাভাবিক) তাইলে তো বিপদ !!
মুখিয়ে ছিলাম তোমাকে সরবে দেখার জন্য!! :yahooo: :penguindance:
:welcome:
ধন্যবাদ আপু 😀
:welcome:
ভালো লেগেছে লেখাটা 😀
অ-নে-ক থ্যাংকস 🙂
স্বাগতম সরবে!
আপনাকে সরবে দেখে আনন্দিত… 🙂
এই ডায়েরী ধরনের লেখা পড়তে খুব ভালো লাগে…
নিয়মিত সরব থাকবেন, এই প্রত্যাশা… 🙂
ধন্যবাদ আর কৃতজ্ঞতা 🙂
প্রথমেই সরব এ স্বাগতম 😀
শেষ প্যারার পর্যবেক্ষণ বেশ লেগেছে
ধন্যবাদ বোহেমিয়ান ভাই 🙂
শেষ কয়টা লাইন বেশি জোস লিখেছেন! চমৎকার 🙂
:welcome:
অনেক অনেক কৃতজ্ঞতা 🙂