বাংলাদেশের জয়াক্রান্ত ফেবু- চিৎকার সমূহ :D

আহ শান্তিই শান্তি। এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের মনে কাঁপন ধরিয়ে দেওয়ার পর টানা দুই ম্যাচে দুই শক্তিশালী ভারত আর শ্রীলঙ্কাকে হারিয়ে আমাদের বাংলাদেশ দল এখন এশিয়া কাপের ফাইনালে আর এই নিয়ে মানব মনে চরম উত্তেজনা  :happy:
ফেসবুক, টুইটারের আনাচে কানাচে ভরে গেছে বাংলাদেশের জয়গাঁথা , আসুন দেখে নেই এমনই কিছু ফেসবুকীয় স্ট্যাটাস  8)  ।

[  বি.দ্রঃ সকল স্ট্যাটাস সংগ্রহকৃত , এই নিয়ে মামলা করলে “খেলুম না”। ]

১) খোকা ঘুমালো পাড়া জুড়ালো
বাঘ এলো দেশে,
ভারত খেয়েছে লংকা খেয়েছে
পাকি খাবে শেষে!

২) ভিরাট কোহলি বাড়ি যায়
টুইটারে কাইন্দা যায়,
মনে বড় জ্বালা,
দিলো রে কী ডলা…..


৩) মার্চ মাসে আর একটা শামসুকোপ বাকী–
অনলি ফর পাকী!!

৪) তামিম ক্ষেপেছে,সাকিব ক্ষেপেছে,বাঘ গর্জে উঠেছে দেশে
ভারত খেয়েছি,লংকা খেলাম,পাকিদের খাবো শেষে।

৫)  ভারত ও শ্রীলঙ্কার খেলোয়ারগণ, শুভ ভ্রমন! রাস্তায় অচেনা কেউ কিছু খেতে দিলে খাবে না কিন্তু! ভালোভাবে বাসায় যাও! ও আরেকটা কথা, মন খারাপ করো না, খেলায় অংশগ্রহন করাটাই বড় কথা! বাঘের সাথে খেলতে গেলে তো একটু আচড় লাগবেই!

 

৬) সাবাস বাংলাদেশ! টাইগাররা লাফ দিয়ে ফাইনালে উঠে গেল। শ্রীলঙ্কান লায়ন মামারা চাইপা যাও। রয়েল বেঙ্গল টাইগারদের দেশে তোমাদের কোন খানা নাই। একই কথা ইন্ডিয়ার জন্যও প্রযোজ্য। আর পাকিস্তান? তোমরা ফাইনালে ভুলেও ট্রফির দিকে চাওয়ার সাহস কইরো না। বোঝা গেছে ব্যাপারটা?’

৭) Bangladesh Will Meet Pakistan In Final…And India Will Meet Srilanka @ Dhaka Airport…..=:P

৮)  স্ট্যাটাস পরে দিব!!! আগে চিল্লাইয়া নেই!!!!

৯) আকরাম খানের জন্য তামিম ৩ম্যাচে ৫০+ করার সুযোগ পেলো,বাংলাদেশ জিতলো,আকরাম খানের প্রতি শ্রদ্ধা সাহসিকতার জন্য। যারা তামিম-সাকিবের পিছে লাগে তাদের পিছনে লাথি মেরে ক্রিকেট বোর্ড থেকে বের করে দেওয়ার দাবী জানাই। অভিনন্দন বাংলাদেশ দলকে ১. পর পর ২টা ম্যাচ জিতার জন্য ২. ফাইনালে উঠার জন্য ৩. ইন্ডিয়াকে কষে থাপড় মারার জন্য ৪. ১৬কোটি মানুষকে একসাথে খুশি করার জন্য।

১০) ওহে দাদাবাবুরা,ছোটো দেশ হয়েও দু’দিন বেশি খাইয়েচি।আর তো পারা যায় না!আপনাদের খিদেটা আবার সর্বগ্রাসী কিনা ! এবার মানে মানে কেটে পড়ুন!
রাতের খাবারটা না হয় বাসায় গিয়েই খেলেন!

১১) @ ইন্ডিয়া,বাঙালীগো লাত্থির জোর দেখছোস? এক লাত্থি দিয়া ইন্ডিয়া নিয়া ফালাইসি। এখন ঘরে বইসা বইসা ফিডার খা। বোতল আছে? না কিন্যা দেওয়া লাগবে? ^_^
@পাকিস্তান-রেডি হও সোনার চানেরা। তোমাদের সাথে অনেক বোঝাপড়া বাকি আছে। 🙂
@লঙ্কা-শেষকালে একটু জ্বালাই গেলি আরকি। ভালা করছোস। ভালো একটা খেলা দেখার খায়েশ আছিলো!!
আর বাঙালী, হম! probably they are just going to make a history :* দুইদিন পর আমরা, হ্যা, আমরা সারা দুনিয়াকে শিখাবো কেমনে ক্রিকেট খেলতে হয়। 🙂

১২)  ধোনী মাত্র আমারে ফোন কইরা জানাইছে ওর ব্যাগ গুছাইতে সমস্যা হইতাছে,বংগবাজার থেইকা কাপড় নাকি বেশি কিন্না ফালাইছে। । আপনারা আনন্দ করেন। আমি ওর ব্যাগটা একটু গুছায় দিয়া আসি।

আহারে বড়ই শক খাইছে মনে লয় ! !

১৩)   ঈশ্বর পরলোকে বসিয়া থাকিতে থাকিতে অতিষ্ট হইয়া একবার ওনার মনে ক্রিকেট খেলার ইচ্ছে উদ্রেক হইল। উনি শচিন টেন্ডুল্কার নামে পৃথিবীতে অবির্ভাব করিলেন এবং ক্রিকেট খেলা শুরু করিলেন। ১৭ বছর অতিবাহিত করার পর উনি উনার আমলনামায় খেয়াল করিলেন উনি সেঞ্চুরী করিলে উনার দল হারিয়া যায়। দুঃখভরাক্রান্ত হৃদয়ে কহিলেন ” ধুর্! আর এই নামে খেলিব না। এখন হইতে ‘সাকিব আল হাসান” নাম নিয়া ক্রিকেট খেলিব।”

১৪)  জিততে জিততে টায়ার্ড হইয়া গেলাম #ভাবস

১৫)  জোকার বার্গার মামু তো আইজ বাংলাদেশের স্ট্যাটাস বন্যায় ভাইসা যাইবো

খাড়া মামু সিডর আইবো খালি ফাইনালে পাকি গুলারে হারায়া লই . . . . .
১৬)  দাদা হার্ট অ্যাটাক করসে, তাহলে Fevicol লাগান, হার্ট জোড়া লেগে যাবে।

“বাঘের গর্জনে কাঁপছে বিশ্ব ”

১৭)  ১ম কথাঃ মাথা কিঞ্চিৎ নষ্ট হইয়া গেসে তাই পরের লেখা গুলা কি লিখসি জানি না…

২য় কথাঃ খুশির চোটে খেলা শেষে জাফারুল্লাহ শারাফাতের ধারাভাষ্য প্রেমিকার মুখে “আমি তোমাকে ভালোবাসি” এর মতই শুনাচ্ছিল!!!!

৩য় কথাঃ এমন চিল্লানি দিসি যে মঙ্গল গ্রহ থেকে একটু আগে একটা এলিয়েন আইসা আমাকে ধমক দিতে যাবে মাত্র আর আমি বসাইয়া দিলাম একটা কামড়!!! দিয়া বললাম “দাঁত গুলা কিন্তু একটু বেশি ই শার্প, তা সামনে হোক আর মাড়িরই হোক!!!!! মেড ইন সুন্দরবন!!!! MIND IT!!!!”

১৮)  থাপড়ানি দিলাম শ্রীলংকাকে ব্যাথা পাইলো ইন্ডিয়া। বাঙালিরা বাঁশ টা ভালই দিতে পারে।
সবাই কে ভারতের বিদেহী আত্মার শান্তি কামনা করার অনুরোধ করা হইলো 😛

১৯)  ওহে ভারতীয় ক্রিকেট দল,
তোমরা আমাদের সাথে ২০২০ সালের আগে কেন, ২০৫০ সালের আগেও ক্রিকেট খেলতে আইসো না। যদি ইচ্ছে হয়, আগামি শতকের আগে আর খেইলো না। কোন দরকার নাই।

তবে আমরা শুধু ঠিক এভাবেই তোমাদের উল্টো দিক দিয়ে মাইর দিয়া যামু। শক্ত মাইর। 😀 😀

বাংলাদেশ!

২০)  😀 😀 ঈদ ঈদ লাগতাসে – কে কে আছেন ভাই ? আসেন কোলাকোলি করি — আওয়ামি বিএনপি ব্যাপারনা — পাদা- ভাদা ব্যাপার না — এখন কোলাকুলির টাইম —
আসেন এই ভাবে সবাই জিতি একসাথে 😀 😀 😀 😀

২১)  ইন্ডিয়া, শ্রীলঙ্কা- দূরে গিয়ে মুড়ি খাও!

এবার, পাকিস্তান- দৌড়া, বাঘ আইল! xD

২২)   জয়তু হাসিনা… 😀
চলো একটু নাচিনা… 😀
আনন্দে বাঁচিনা… 😀

বাংলাদেশ… আহা বাংলাদেশ!!!
…NOTHING IS IMPOSSIBLE…

২৩)  তোরা সব বালতি-গামলা নিয়া আয়, আমার আনন্দাশ্রু রাখার জায়গা পাইতেছি না :’D :’D

২৪)  যাও, অখন কাইলকার ফ্লাইটেই বাড়িত গিয়া কুতকুত খেলার প্র্যাকটিস কর গিয়া। আর যেই সব ভারতীয় সাপোরটার ক্রিকিনফোতে মুশফিকরে ” স্কুল্বয়’ আর ‘ প্রমিলা ক্রিকেট টীম’ এর সাথে তুলনা করছিলা তারা পরশুদিন শাড়ি আর চুরি পইরা ফাইনাল খেলা দেইখ। মনে রাখবা, ছোট হোক আর বড় হোক, বাঘ বাঘই।

২৫)  ধোনীর ব্যাগ গুছাইতে গেছিলাম, ধোনীর মুখ শুকনা। আমার খারাপ লাগল। আমি বললাম, ” দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন”? ধোনী কোন জবাব দিলনা। আমাকে না দিয়ে একটা টুথ পিকে জেলী নিয়ে আধখান পাউরুটির পুরোটাই খেয়ে ফেলল।

২৬)  আর একবার কেউ খালি বাংলাদেশের জয়কে ” অঘটন ” বইলা দেখুক…

ফাটিয়ে দিয়েছি 😀 😀

পাকিস্তানকে প্রথম ম্যাচে হারাই নাই কারণ তাহলে শেষ ম্যাচের মজা চলে যাইত 😀

শেষ কথা , ” ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে
😛

২৭)  এইবার এক গেলাস কোক লইয়া বইলাম, ইন্ডিয়ানগো কান্নাকাটি দেহি 😀

২৮)  চান্দু তুমাদের লোটা কম্বল লইয়া বাইত যাও! বইয়া বইয়া মুড়ি খাও! 😀

২৯)  এই যাত্রায় মাত্র দুইডারে খাইলাম । নেকটস্ দিন খামু তরে পাকিস্তান ।
খাইইয়া টাল হমু সবার সাথে ।আর বলুম…………
”’কোন হালা কয় আমরা বুলে ওরে ডরাই ”’
যাই হোক , সাবাস বাঙ্গালী । সাবাস বাংলাদেশ ।

৩০)  ১/ ভারতের জন্যঃ অহংকার পতনের মুল,
২/ শ্রীলংকার জন্যঃ ভাই খেপা মানুষ খেকো বাঘের সামনে পরসস , এইটা তো হবারই ছিল,
৩/ টীমের জন্যঃ দাইনে দাইনে ৩ দাইন, ২ টা জিতলাম, ৩টা ফাইন,

সবশেষে Virat Kohli’র টুইটারের টুইট এর লিঙ্কঃ  https://twitter.com/#!/imVkohli/status/182160317445447680
শেষের কথাঃ এই প্রথমবারের মত এশিয়া কাপের ফাইনালে ওঠা আমার-আপনার দেশটি এশিয়ার সেরা হোক এই কামনাই করি।বাংলার দামাল ছেলেরা এমন মুহূর্ত আমাদের বার বার উপহার দিক ।

স্ট্যাটাস সংগ্রহঃ কিনাদি, অক্ষর ।

অক্ষর সম্পর্কে

স্বপ্নবাজ মানুষ একজন। আশাবাদ আর নিরাশার দোলাচালে আশাকেই শেষ পর্যন্ত সঙ্গী করতে চাই। আর স্বপ্ন দেখি একদিন দেশের জন্য কিছু করার, স্বপ্ন দেখি ছোট্ট করে হলেও কিছু একটা করার যা একটা প্রজন্মের গতিপথ পরিবর্তন করবে এবং অবশ্যই সেটা যেন হয় ইতিবাচক কোন পরিবর্তন। এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে। গণনা যন্ত্রের উপর পড়াশোনা করছি ঠিকই কিন্তু যন্ত্র শব্দটাই আমার কাছে বিরক্তিকর। ফেসবুক লিঙ্ক- www.facebook.com/akkhar21
এই লেখাটি পোস্ট করা হয়েছে খেলাধুলা, পাগলামি, বিবিধ, রম্য, হাবিজাবি-এ এবং ট্যাগ হয়েছে , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

30 Responses to বাংলাদেশের জয়াক্রান্ত ফেবু- চিৎকার সমূহ :D

  1. যারির বলেছেনঃ

    চরম! =)) চরম!! =)) চরম!!! =))
    পুরাই মামু মার্কা কাজ হচ্ছে যে চারদিকে…… 8)
    পরের খেলা জিতার অপেক্ষা করতে আর ইচ্ছা হচ্ছে না……. 😛
    সাবাশ বাংলাদেশ! :clappinghands:
    জয়তু বাংলাদেশ! :yahooo:

  2. বোকা মানুষ বলেছেনঃ

    pura chorom!!!

  3. কিনাদি বলেছেনঃ

    মু হা হা হা! জিতসি রে জিতসি! 😀
    ইনশাআল্লাহ ফাইনালেও নাপাকিস্তানরে বধ করতে পারবো 🙂

  4. নূরবাহার ঈয়াশা বলেছেনঃ

    হা হা প গে!!!! :happy: 🙄 🙄 🙄

  5. বোহেমিয়ান বলেছেনঃ

    হাহাপগে কিন্তু সব স্ট্যাটাস দাতা খুশি? আবার না মাইর দেয় তোমারে?

  6. শামসীর বলেছেনঃ

    ফাইনালে ওঠা আমার-আপনার দেশটি এশিয়ার সেরা হোক এই কামনাই করি।বাংলার দামাল ছেলেরা এমন মুহূর্ত আমাদের বার বার উপহার দিক ।

  7. সায়েম বলেছেনঃ

    🙄 🙄 🙄 🙄 🙄

  8. বাবু আহমেদ বলেছেনঃ

    বেশী জোশ হইছে কালেকশনটা। মাথাই নষ্ট… 😀

  9. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    হা হা হা….হাসতে হাসতে উল্টায় পড়ে গেলাম…… 🙄

  10. রিপেনডিল বলেছেনঃ

    হাহাপগে! এক নাম্বারেই আমার স্ট্যাটাসটা দেইখা মজা পাইলাম! ভাল্লাগসে রে ভাল্লাগসে!

  11. সামিরা বলেছেনঃ

    অসাধারণ হইছে অক্ষর! :happy: :happy: :happy:

  12. Incognito বলেছেনঃ

    হে হে, আমার একখান স্ট্যাট ও দেখি জায়গা পাইছে, দেখা যায়। :happy: :happy:

  13. Rayhan Khan বলেছেনঃ

    আমার এক বন্ধুর স্ট্যাটাস। উল্লেখ না করলেই নয়!!

    ” অধিক শোকে মানুষ পাথর হয়,কিন্তু আমি হয়েছি “অধিক আনন্দে পাথর”,তাই গতকাল কিছুই লিখতে পারিনি…
    টাইগাররা যা দেখাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে জয় আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে।
    আর ফাইনালের কথা বলতে গেলে নটরডেমের অমল কৃষ্ণ বণিক স্যারের ভাষায় “দুটি কথা না বললেই নয়…
    প্রথম কথাটি হল,ইন্ডিয়া বেরিয়ে গেছে,
    দ্বিতীয় কথাটি হল,শ্রীলংকাও বেরিয়ে গেছে।
    বিশেষ কথাটি হল,পাকিস্তান,তুমিও বেরিয়ে যাও।” 😀 😀

  14. নিবিড় বলেছেনঃ

    জটিল, গতকালকের বিষয়ই ছিল অন্য, শেষের দিকে প্রত্যেকটা বল মনে হচ্ছিল যেন নিজের হৃদপিণ্ড থেকে এক কনা রক্ত নিয়ে আসছে,
    আর জেতার পর,

    মনে হইলো ভিতরে সত্যিকারের বাঘ বিজয়ের হুংকার দিলো :happy:

  15. চুপকথা বলেছেনঃ

    ” ভারত গো-হারা হেরে দেশে ফিরেছে। লজ্জায় কেউ মুখ দেখাতে পারছে না। সবাই বাড়িতে লুকিয়ে বসে থাকে। ইরফান আর থাকতে না পেরে দাড়িগোঁফ লাগিয়ে শিখ সেজে রাস্তায় বেরিয়ে পড়ল।

    খানিক দুর যাবার পর একজন মহিলা জিজ্ঞেস করল, এই যে ইরফান, কোথায় যাচ্ছ? ইরফান অবাক। মহিলা তাকে চিনল কী করে?

    পরদিন সালোয়ার-কামিজ পরে মাথায় পরচুলা লাগিয়ে মেয়ে সেজে রাস্তায় বের হল। সেই মহিলার সাথে আবার দেখা। বলল কি ইরফান, কোথায় যাচ্ছ?

    ইরফান অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি আমাকে চিনলেন কীভাবে?

    মহিলা উত্তর দিল, আরে বেক্কল, আমি ধোনি !!!!! ” :p :p

  16. অক্ষর বলেছেনঃ

    :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya: :dhisya:

  17. ফিনিক্স বলেছেনঃ

    :penguindance: :dhisya: :happy:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।