এ ঘোর অমানিশা কেটে যাবে,
সূর্যদেবের পরম করুনায়
ভোরের সোনালী রোদ গায়ে মেখে,
আমরা জেগে উঠবো নতুন বুননে
কর্মমুখর ক্লান্ত দুপুর, শ্রান্ত বিকাল গড়িয়ে
গোধূলির অস্তরাগ পেরিয়ে,
চন্দ্রদেবী আবির্ভূত হবে স্বমহিমায়
কোটি কোটি বসন্তের রেণু সাথে নিয়ে,
প্রবল জ্যোৎস্নায় ভেসে যাবে চারিদিক
আমরা কফিতে চুমুক দিতে দিতে,
সে রাতে জ্যোৎস্না দেখব,
আঁধার হত্যার পরম ঘটনায়,
কবিতারা গর্জে উঠবে,
বিপুল বন্দনায় মেতে উঠবে জ্যোৎস্নার।
:welcome:
ধইন্যবাদ
ওরে কবি সাহেব , শুভাগমন :love:
:welcome:
ধইন্যা পাতা লেখক সাহেব।
এ পাড়ায় নতুন এক কবি এসেছেন। তিনি কফির কাপে চুমুক দিয়ে গর্জে উঠেছেন।
🙂
ক্রিকেটের মওসুমে কিছু দুসরা মেরে দিন না!
স্বাগতম
স্বাগতম নিবিড় 😀
করুনা> করুণা
ধন্যবাদ।
শব্দ চয়ন ভালো হয়েছে 🙂 সুন্দর !
:welcome:
“আঁধার হত্যার পরম ঘটনায়,
কবিতারা গর্জে উঠবে,
বিপুল বন্দনায় মেতে উঠবে জ্যোৎস্নার।”
ভালো লেগেছে…… :clappinghands:
:welcome:
ধন্যবাদ
:welcome:
কবিতা খুব ভালো লাগে………… কবিতায় সরব হোক আপনার বাড়ি… 🙂
সরবে স্বাগতম!
🙂
ধন্যবাদ :happy:
যাক কবিতার বাকি অংশ তাহলে লিখলি :happy: :happy: :clappinghands:
:welcome: