এক রাতের প্রার্থনা।

আমাকে অনড় করে রাখো ঈশ্বর,
ফিরিয়ে নিয়ে যাও সে যুগের পূর্বে।
আমি ছুঁতে চাই না রক্তিম ভোর,
বাতাসের কার্নিশে সীসার রুদ্দুর।
আমি চাইনা ছুঁতে সে ব্যথাতুর সুর।

আমাকে অন্ধ করে দাও ঈশ্বর,
ফিরিয়ে দাও সে রাতের প্রথমভাগ।
আমি দেখতে চাই না দুর্বিষহ ক্ষণ,
লাশের পরে লাশ, ছোপ ছোপ রক্ত পাহাড়।
আমি চাইনা দেখতে সে শোকের সংসার।

আমাকে বধির করে দাও ঈশ্বর,
ফিরিয়ে দাও সে দিনের আলো।
আমি শুনতে চাই না সে তোলপাড়,
বাবার আস্তিনে মায়ের হাহাকার।
আমি চাইনা শুনতে সে সর্বস্বের বিলাপ।

ফিরিয়ে দাও সে রাতের একাত্তুর,
ফিরিয়ে দাও শূন্য বুক, রক্তের ঝুপ,
ফিরিয়ে দাও সে বিলাপী মাটির সুখ।
আমি আর কিছু চাইছি না ঈশ্বর, শুধু
গ্রহন করো একটি রাত বদলের প্রার্থনা।

২৫/০৩/২০১২ খ্রিঃ

এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

7 Responses to এক রাতের প্রার্থনা।

  1. অক্ষর বলেছেনঃ

    🙁

    :welcome:

  2. অনাবিল বলেছেনঃ

    প্রার্থনাটা গৃহীত হওয়া যদি সম্ভব হোত! সময়কে যদি উলটো দিকে ঘুরিয়ে দেয়া যেত!!
    🙁

    স্বাগতম সরবে!
    কবিতায় সরব হোক আপনার বাড়ি……………… 🙂
    শুভকামনা……… 🙂

  3. শারমিন বলেছেনঃ

    :welcome:

  4. বোহেমিয়ান বলেছেনঃ

    ফন্ট এত ছোট দিয়ে রেখেছেন কেন ভাই?

    সরবে এ স্বাগতম।

    সঞ্জীব এর কথা মনে পড়ে গেলো এটা পড়তে গিয়ে

  5. সামিরা বলেছেনঃ

    কবিতা ভাল লেগেছে।
    এত্ত ছোট ফন্ট!
    :welcome:

  6. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    কবিতা ভালো লেগেছে……
    :welcome:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।