সরবে স্ব-রব ছড়াতে…

অনেকদিন যাবত সরব এ আছি। তবে প্রদীপের আলোয় সলতেটা যেমন নিভৃতে থাকে তেমনটাই বলা যায়। এতদিন কেবল সবার লেখা পড়ে এসেছি। কোনোদিন নিজে লেখা তো দূরের কথা, কোন লেখা পড়ে কখনও মন্তব্য ও করিনি। কি একটা ভয় ছিল যেন মনের ভেতর।

কিন্তু হঠাত করেই কেন যেন সব ভয় আর সঙ্কোচ কে সিন্দুকে ভরে লিখতে বসে পড়লাম।আর কেনইবা ভয় পাব? এখানে সকলে তো পরিবারের মতই। তুমি-আমি-সে বাদ দিয়ে তো কবেই সকলে ‘আমরা’ হয়েছি।

আজকে ২৬শে মার্চ। বিশেষ একটা দিনে লেখা শুরু করলাম। যেহেতু লেখালেখিতে আমি শিশু মানুষ, তাই শ্রদ্ধেয় ব্লগার ভাইয়া এবং আপুদের কাছে সবিনয় নিবেদন, লেখার ভুল-ত্রুটি গুলো একটু ধরিয়ে দিয়েন। এতে অনুপ্রেরণা পাই। 😀

সকলকে শুভ কামনা। :happy:

তিষা সম্পর্কে

সবসময় ই কাউকে না কাউকে শুরু করতে হয়। আমি শুরু করতে চাই। সবার চেয়ে একটু ভিন্নভাবে চিন্তা করতে পছন্দ করি। পড়ছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর পুরকৌশল বিভাগে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

20 Responses to সরবে স্ব-রব ছড়াতে…

  1. নিবিড় বলেছেনঃ

    লেখা লেখি চলতে থাক :welcome:

  2. অনাবিল বলেছেনঃ

    স্বাগতম সরবে!
    গল্প-কথা-কাব্যে ভরে উঠুক আমাদের পরিবার………… 🙂

  3. বোহেমিয়ান বলেছেনঃ

    একমত! লিখতে শুরু করে দাও!

    সরব পরিবারে স্বাগতম!

  4. তামীম বলেছেনঃ

    :clappinghands: :clappinghands:

  5. অক্ষর বলেছেনঃ

    ” লেখার ভূল-ত্রুটি গুলো একটু ধরিয়ে দিয়েন ”

    ভুল বানান ভুল 😀

    স্বাগতম ।

    :welcome:

  6. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    ‘ভুল’ বানানটা ঠিক করো…… 😛

    আশা করি অনেক লেখা পড়বো তোমার। :welcome:

  7. গাঙচিল বলেছেনঃ

    স্বাগতম!!! :love:
    :welcome:

  8. রাইয়্যান বলেছেনঃ

    :welcome: :happy:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।