যুগ যুগ ধরে যে ক্ষুদ্র প্রাণীটি সারা দুনিয়ার স্থলভাগের যাবতীয় প্রাণীকে অতিষ্ট করে রেখেছে সেটি হচ্ছে মশা! :haturi:
প্রকৃতির সব আয়োজন তিতা হয়ে যায়, অর্জিত টাকা-পয়সা, ধন-সম্পদ সব দুর্বিষহ মনে হয়, যখন রাতের বেলা ঘুমোনার সময় মশা এসে গান শোনায়! কুটুস করে কামড় দেয়!
এই মশা নিয়ে কত কাব্য, গান, নাটক, সিনেমা, উপন্যাস লেখা হয়েছে সেটা বলার মত না!
কোন সন্দেহ আছে?
“রক্তাক্ত প্রান্তর” আর “কবর” এই দুটি নাটক আমরা পড়েছি স্কুল আর কলেজে।
দুটোতেই মশার উল্লেখ ছিলো!
যাই হোক! শত্রুকে নিয়ে ঘাঁটাঘাঁটি করা আমার একদম পছন্দ না!
তাই আমি মশার গুনগান বা বদনাম করবো না।
আমি এসেছি আমাদের এক পরম বন্ধু মশারি নিয়ে কথা বলতে।
যে আমাদের সেবা করে যাচ্ছে যুগের পর যুগ নীরবে নিভৃতে!
কত রকম কয়েল,এরোসল আসলো, গেলো, আসবে, যাবে।
কিন্তু মশার হাত থেকে নিস্তার পাওয়ার এক মোক্ষম অস্ত্র হলো এই মশারি! শ্বাশত এক সত্যের ন্যায় আমাদের এক প্রহরী! :beshikhushi:
কে যেন একবার বলেছিলো, “Defense is the best form of attack”। ঠিক বেঠিক জানি না! তবে মশারির ক্ষেত্রে এই কথাটি খুবই সঙ্গত!
একটা ভালো মশারি বেছে নিয়ে আরাম করে শুয়ে পড়ুন, হোক সেটা সুন্দরবন বা বান্দরবান, আন্দামান বা অ্যামাজন.. মশা তার পুরো কলোনী নিয়ে এসেও আপনার কিচ্ছু করতে পারবে না!
বিশ্বস্ত এক প্রহরীর মত মশারি আপনাকে আগলে রাখবে! শত শত এরোসল ক্যান, হাজার প্যাকেট কয়েল এই কাজ করতে পারবে না!
মশারির রয়েছে আরো অনেক গুণ!
■ সাশ্রয়ী! এককালীন বিনিয়োগে বছরের পর বছর সেবা পাওয়ার নিশ্চায়তা!
■ অহিংসতার চর্চা! ( মশা না মেরে )
……
মশারির কিছু বদ গুণ ও আছে!
■ মশারির কারণে ফ্যানের বাতাস ঠিকমত গায়ে লাগে না!
■ এক রুমে দুই জন থাকলে কে মশারি টাঙাবে সেটা নিয়ে মাঝে মধ্যে কলহ দেখা দেয়! সেটা যদিও মশারির দোষ না! পরোক্ষভাবে জড়িত আর কি!
■ মশারি টাঙাতে গিয়ে দেয়ালে পেরেক, স্ক্রু এসব লাগাতে হয়। যার কারণে ঘরের সৌন্দর্য নষ্ট হয়। বাড়ি বানানোর সময় আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারকে এ বিষয়ে বলে রাখা দরকার!
……
ড. ইউনুস সম্প্রতি এক মশারি নিয়ে কথা বলেছেন! এই মশারি থাকলে নাকি মশাই ঢুকবে না ঘরের মধ্যে! আচানক মশারি! :penguindance:
মনের কথা, বড়লোক হোক, গরিব হোক, মশারির বিকল্প নাই, হাত ব্যবহার করতে করতে অবস্থা খারাপ হতো :clappinghands:
একদম!
ইয়াদ ছাড়া এইসব আজব আজব ভাবনা আর কার মাথা থেকে বেরুবে? 😛
“মশারির কারণে ফ্যানের বাতাস ঠিকমত গায়ে লাগে না!
■ এক রুমে দুই জন থাকলে কে মশারি টাঙাবে সেটা নিয়ে মাঝে মধ্যে কলহ দেখা দেয়!”>> কথা সত্য! 😛 😛
হে হে! :happy:
ওরে মশারিরে :love:
হাসতে হাসতে শেষ । 🙄 🙄
ও ভালো কথা আমদের শ্ত্রু আসলে মশকী , মশা না। কারণ আক্রমণ টা মশকীরাই করে :happy:
মানুষ বলতে যেমন নারী- পুরুষ সবাইকে বোঝায়, তেমনি এখানে মশা বলতে সব ধরণের মশাকেই বোঝানো হয়েছে বালক!
🙄
এই ছেলেটা পারেও! 🙄
😛
মশারি সম্পর্কিত তিক্ত অভিজ্ঞতার একটি হল, ক্লাস ফাইভে পড়বার সময় ফাইনালের গনিত পরীক্ষার আগের রাতে মশারি লাগাতে গিয়ে কপাৎ ধরণীতল!!!কপাল ফেটে চৌচির……সেই ফাটা কপাল আজো আমি বয়ে বেড়াই। :haturi:
তাই এখন যতই মশকীরা গান শোনাক না কেন আমি মশারি টাঙ্গাই না,পারলে মশারি গায়ে জড়ায় শুয়ে থাকি…… :nono: 😛
ভয়ানক অভিজ্ঞতা! 🙁
মশার- “ই”
এক রুমে দুই জন থাকলে কে মশারি টাঙাবে সেটা নিয়ে মাঝে মধ্যে কলহ দেখা দেয়! সেটা যদিও মশারির দোষ না! পরোক্ষভাবে জড়িত আর কি!
১০০% সহমত!!
দারুণ ধরণের পাগলা লিখা!! 😛
😀
বুঝবেন মজা!
আল্লাহ !! এই ছেলের তো বাংলাতে এ+ পেয়ে পাস করার কথা। সার্টিফিকেট চেক করলে কী দেখা যাবে কে জানে!
এত সুন্দর করে মশারি নিয়ে উপকারিতা-অপকারিতা পয়েন্ট দিয়ে লেখা যায় — কল্পনাতেও ছিলো না :love:
সার্টিফিকেট এ খালি লাড্ডু আর লাড্ডু 🙁
ওরে ইয়াদ! তুই লিখিস না ক্যান বাপ! =))
মারাত্মক!
প্রিয়তে নিলাম!
হা হা। লুংগি, মশারি … এর পর আর কি কি নিয়া লিখবা আল্লাই জানে
=)) =)) হাসতে হাসতে শ্যাষ!
হুম হুম! বলা যাবে না!
বলি আর আপনি লিখে নুবেল টা নিয়ে যান আমার সামনে দিয়ে! 8)
একটি মশারী!
তুমি ঘুমন্ত জনতার!
সারা বিশ্বের বিস্ময়,
আচানক মশারী ইউনুস চাচার!
ইয়াদদা (ইয়াদ দাদা !!) , রিসপেক্ট ম্যান !!!! মশারি নিয়া বাংলার সাহিত্যের এক অমুল্য সংযোজন, সত্যি !!!! :yahooo: :penguindance: :happy:
বাংলা একাডেমীর সাথে যোগাযোগ করে পাকাপোক্ত করতে হবে সংযোজন এর ব্যাপারটা
ধন্যবাদ নিশম!
জনাব আপনার চিন্তা ক্ষমতা প্রশংসা পাওয়ার যোগ্য। ব্যাপারটি নিয়ে বেশ সু গভীর , প্র নীবির চিন্তা ভাবনা করেছেন!! যাক মসারি এর ফযিলত বেশ ভাল ঠেকিল।
আপনাকেও ধন্যবাদ জনাব!
আপনার জীবন হোক মশার অত্যাচার মুক্ত!
=))
হেসেই খুন……………
:happy:
কত রকম কয়েল,এরোসল আসলো, গেলো, আসবে, যাবে।
কিন্তু মশার হাত থেকে নিস্তার পাওয়ার এক মোক্ষম অস্ত্র হলো এই মশারি! শ্বাশত এক সত্যের ন্যায় আমাদের এক প্রহরী!
:happy:
হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি! ব্যাপক মজারু হয়েছে! 😀
হাসতে হাস তে উল্টে গেলাম!! :love: :happy: :happy:
😯
=)) =)) =))
🙄