অনেক দিন পর আবার আঁকি বুকি নিয়ে পোস্ট লিখতে বসলাম। ক’দিন আগে পরীক্ষা শেষ হল-পরীক্ষার সময়টা আমার জন্য আঁকা আঁকির উৎকৃষ্ট সময়। পরীক্ষার সময় যা আঁকি তাই ভালো লাগে-পড়ার চাপের ফাঁকে ফাঁকিবাজি করে আঁকা আঁকিতে একটা আলাদা মজা। পরীক্ষার সময় অবশ্য সব কাজ ই ভালো লাগে-কোন দিন চালিয়ে দেখিনি এমন মুভিও পরীক্ষার মাঝে দিব্যি এক বসায় দেখা হয়ে যায়। তো এভাবে পরীক্ষা গেল, তারপর এখন আমার ছুটি এদিকে অন্য বন্ধু-বান্ধবদের পরীক্ষার সময়। সবাই ব্যস্ত-বাড়ি বসে তাই আবার আঁকা আঁকি। নতুন যে জিনিসটা শিখলাম সেটাকে বলে Inking. এটা মূলত কমিক বুক আঁকার একটা টেকনিক তবে যেকোন আর্ট ফর্মেই ব্যবহার করা যায়। Inking এর বিষয়টা হল পেন্সিলে ছবি এঁকে তারপর কালি, কলম, জেল পেন বা HB/2B পেন্সিল দিয়ে ড্রয়িং এ আউট লাইন করা। কার্টুন Inking একদম সহজেই করা যায় বাইরের আউটলাইনটা গাড় করে দিয়ে ভিতরে চোখ মুখ নাক ডিটেইল হালকা করে দেয়া-ব্যাস শেষ inking. Marvel-DC ইত্যাদি কমিকে যে inking দেখি সেখানে আরো কিছু জিনিস মাথায় রাখা হয় যেমন আলো কোন দিক থেকে আসছে-তার বিপরীত দিকে গাড় করে দেয়া এরকম আরো অনেক টেকনিক লাইট শেড মাথায় রেখে ছবিতে Volume দেয়া হয়। আমি খুব সহজে এখন শেখার চেষ্টা চালাচ্ছি। Inking এর জন্য নিউমার্কেট মডার্ন স্টেশনারী থেকে Crowquill Pen আর কালি কিনে আনলাম। পুরান কালের ফাউন্টেন পেনে লেখার মত। এর মাঝে আমার পেন ট্যাবলেটের পেন ইন্তেকাল করায় মাউসে কালার করাও শিখতে হচ্ছে। এবারের ছবিগুলো কোকিল পেনে ইংকিং আর মাউসে কালার করা ফটোশপ CS3 ব্যবহার করে।
০১-এই ছবির বিষয়ে কিছু না বলি!
০২-আমাদের ব্যাচ ট্যুরের টি শার্টের জন্য করা ডিজাইন
০৩-একটা ক্যারিকেচার-হৃদয় খান!
০৪- random gesture আঁকা আঁকি-কালার করার practice করতে করতে!
ছবি আঁকতে খুব ভালো লাগে যদিও আঁকতে পারি না…………
আশাকরি একদিন শিখেই ফেলবো, তার আগে আপনাদের আঁকা দেখে যাই… 🙂
ভালো লেগেছে !
আঁকতে ভালো লাগলে পারা না পারা নিয়ে মাথা ঘামাবেন না-আঁকতে শুরু করেন!=)
সব সময়ের মতো হিংসাই! আর তালি দেই!
কি দিয়ে আঁকা এগুলো। অনেক সুন্দর।
আঁকা কালিতে-রং ফটোশপে মাউসে।
সব সময়ই অসাধারণ আঁকেন। হা করে তাকায় থাকি :huzur:
অছান গিয়ে গেলাম ভাই :huzur: :beshikhushi:
আপনি পুরাই একটা সুপার ডুপার জিনিস ভাই! হিংসাইলেও কম হবে! :S
আমি নিজেকে ভালো ছেলে ভাবতাম। এখন দেখতেছি আমি পুরাই হিংসুইট্টা 😀 :huzur:
আপনার আঁকা দেখে আমিও খাতা পেন্সিল নিয়া বসে গেসি কাকের ঠ্যাং বকের ঠ্যাং যা পারি আঁকতে :balancin:
হাহাহা
এই ছেলেটা এতো ভালো কী করে আঁকে!!!
মুগ্ধ, বরাবরের মতোই। :clappinghands:
হৃদয় খানের ছবিটা দেখে হাসতে হাসতে আরেকটু হলে চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম…… :happy:
:)-হৃদয় খানের ছবিটা বানর হিসাবে আঁকাবার চিন্তা ছিল-পরে কিভাবে গরিলা হয়ে গেল!
আসলে বানর হওয়াই উচিত ছিল 😛
আপনি এত্ত বস কেন ভাই? 😯
আর শেষ ছবির মেয়েটার মাথায় কী হইছে? :voypaisi:
:)-মেয়ের মাথায় কিছু হয় নাই-চুলের বড় খোঁপা সহজে আঁকাবার চেষ্টা! উপযুক্ত রেফারেন্সের অভাবে আজগুবি দেখাতে পারে-শুধরে দিবেন মাঝে সাঝে!
আচ্ছা, আমার মনে হইছিল একবার, তবু ভাবলাম জিজ্ঞেস করি। 😀
অসাধারণ হয়েছে 🙂
Inking কী শুধুই কালি তে? নাকি পরে কোন সফটঅয়্যার দিয়ে trace করা? আমি জেল পেনে আঁকলেও সব সময় ফটোশপ আউটলাইন বুঝতে পারে না… 🙁 pen tool দিয়ে ঘন্টার পর ঘন্টা inking করতে হয় তখন 🙁
আর, ট্যাবলেট কিনতে চাই একটা, আঁকাআঁকির জন্য, কোনটা ভালো হবে, বলবেন প্লিজ?
এই ছবিগুলোর inking কালিতে করা-software use করিনি-জেল পেন দিয়েও ইংকিং করা সম্ভব-ফটোশপ না ধরতে পারার তো কথা না-ছবির contrast বাড়িয়ে দেখতে পারেন বা জেল পেন দিয়ে গাড় করে আঁকাতে পারেন। ফাউন্টেন পেনের কালি দিয়ে Crowquill Pen ব্যবহার করেও inking করতে পারেন-এইটায় আঁকা জেল পেনের থেকে মজার।
ট্যাবলেট যদি বাইরে থেকে আনাতে পারেন সব থেকে ভালো wacom এর কোন ট্যাবলেট-Bamboo আনাতে পারেন-দেশে পাবেন জিনিয়াস এর ট্যাবলেট-এগুলোও অনেক ভালো-আই ডি বি তে খোঁজ নিলে পাবেন।
অনেক ধন্যবাদ 🙂