আজ হতে বছর কুড়ি পরে ,
যদি দেখা হয় আমাদেরকোন এক পথের ধারে ,
হয়তবা টিএসসির মোড়ে ,
নয়তবা হাকিম চত্বরে,
কোন এক ব্যস্ত নাগরিক দিনে ,
হাজার মানুষের ভিড়ে
কিংবা কোন এক ক্লান্ত দুপরে
কোন এক নাম না জানা বৃক্ষের সুশীতল ছায়ায়
তবে কি খুব বেশি অবাক হবে তুমি?
না কি আগের মতই হেসে বলে উঠবে “কেমন আছ?”
আগের মতই কি ধরতে চাইবে আমার হাত ?
আবারও কি “নিঃশব্দের” চিৎকার দিয়ে বলবে ভালবাসি ?
পরক্ষনেই কি হাসবে সেই হাসি?
খুশি আর লজ্জার মাঝামাঝি যেই হাসি,
একদা হরণ করেছিল , আমার হৃদয়।
নাকি না দেখার ভান করে ,
আবার মিশে যাবে মানুষের স্রোতে ?
যদি চলে যাও তবু ও মনে রেখো
দাঁড়িয়ে রব আমি একাকি অন্ধকার নিরালায়
শুধু তোমারই অপেক্ষায় ।
কালপুরুষ সম্পর্কে
অতি সাধারণ মানুষ , খাঁটি বাংলায় যাকে বলা হয় "বেগুন (যার কোন গুণ নাই)
স্বপ্ন দেখতে ভালবাসি স্বপ্ন দেখাতে ও । আত্মকেন্দ্রিক মানুষ , নিজের গণ্ডির মাঝে বাস করি , বাহিরের জগত খুব একটা আকর্ষণ করে না।
বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়য়ে computer science এ অধ্যয়নরত ।
এই লেখাটি পোস্ট করা হয়েছে
কবিতা-এ।
স্থায়ী লিংক বুকমার্ক করুন।
জীবনানন্দ বুঝি খুব প্রিয় আপনার?? :love:
শেষটুকু আরেকটু অন্যরকম আশা করেছিলাম, কিংবা সত্যি বলতে এখানেই শেষ হয়ে গেছে ঠিক বিশ্বাস হচ্ছে না! 🙁
ইয়ে মানে জি
(লজ্জা পাবার ইমু হবে , কিন্তু নাই!!! )
লজ্জা পাওয়ার ইমো আছে তো, এই যে! 😳
আমারও জীবনানন্দের কথাই মনে পড়ল।
তবে ভালো লেগেছে।
:love:
পোস্টটা ফায়ারফক্সে পড়া যাচ্ছে না। একটু ঠিক করবেন কি?
কি করে ঠিক করা যায়? মানে আমি ঠিক বুঝতেছি না
ভালো লাগল।
আরও ভালো লিখিস সামনে…
😀
ধইন্না!!!!
বাহ!
জীবনানন্দ আমার প্রিয় কবি……… 🙂
এমন সুন্দর কবিতায় ভরে উঠুক আপনার বাড়ি…… 🙂
ধন্যবাদ
‘যদি চলে যাও তবু ও মনে রেখো
দাঁড়িয়ে রব আমি একাকি অন্ধকার নিরালায়
শুধু তোমারই অপেক্ষায়’
সুন্দর! 😀
🙂
বাহ! সুন্দর তো।
লেখার স্পেসগুলো মনে হয় একটু ঠিক করা দরকার…
প্রথম লেখা তো , আনন্দের চোটে অনেক কিছু ভুল হয়ে গেছে!!!!
ধন্যবাদ
😀
“show/hide kitchen sink” একটা বাটন আছে দেখেন, সেটায় ক্লিক করলে এডিটের জন্য নতুন কিছু অপশন আসে। সেখানে একদম বামদিকের লিস্ট থেকে “Paragraph” সিলেক্ট করলে ঠিক হওয়ার কথা ফরম্যাট।
লেখা চালিয়ে যান। :welcome: