অঝোর শ্রাবণ!

অঝোর শ্রাবণ কাঁপন তোলে
সুরলহরীর তালে-
ঘাসের ডগায়, সবুজ পাতায়,
কৃষ্ণচূড়ার ডালে!

নিসর্গ তার খেলার সাথী-
ছন্নছাড়া মেয়ে,
দস্যিপনা ভুবনজোড়া,
অসীম আকাশ ছেয়ে!

সারথী বুঝি শ্বেতবলাকা,
শঙ্খচিলের দল,
শুভ্র মেঘের রথের সাথী
পরম স্বচ্ছ জল!

অতুল রূপের পসরা সাজায়
রঙিন বর্ণছটায়-
রংধনু রঙ ছড়িয়ে বেড়ায়
পাংশু মেঘের জটায়!

বৃষ্টি বুঝি মেঘবালিকার
স্বর্ণালি নূপুর,
রিনিক ঝিনিক ঘর্ঘরীতে
মেঘমল্লার সুর!

বৃষ্টি আমার চোখের কোণে
অঝোর অশ্রুধারা,
তার পরশে ঘুম টুটে তাই
আমি নিদ্রাহারা!

(শরীর, মন-মেজাজ কোনটাই ভালো নেই। ঘুম হয় না বলতে গেলে দুই রাত ধরে! তার মাঝেই আজ সকালে যখন চোখ খুললাম, বৃষ্টি দেখেই মন কিছুটা হলেও ভালো হয়ে গেলো! তারই ফলাফল এই অখাদ্য কবিতা!!)

নিলয় সম্পর্কে

"আমি জানি আমি আমার চারপাশের এই অসংখ্য মানুষ থেকে অনেক ভালো জীবন পেতে পারতাম, কিন্তু সে জীবনে আমার কোন আকর্ষণ নেই। আমি দেখেছি সেই জীবন প্রকৃতপক্ষে অর্থহীন- প্রতিটি মানুষের জীবন এতো সুনির্দিষ্ট, এতো গতানুগতিক যে সেটি একটি সাজানো নাটকের মতো। আমি সেই সাজানো রঙ্গমঞ্চের অভিনেতা হতে চাইনি।" [http://www.facebook.com/niloy.02]
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

18 Responses to অঝোর শ্রাবণ!

  1. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    অখাদ্য কবিতা-কোথায়!
    সুন্দর ছন্দ মিলিয়ে লেখা কবিতা। ভালো লেগেছে……

  2. জনৈক বলেছেনঃ

    ছন্দে মিলেছে দারুণ।

  3. সামিরা বলেছেনঃ

    ভাল লাগলো কবিতাটা। দারুণ ছন্দ মিলিয়েছো তো! আরও বেশি ভাল লাগলো পারিপাট্য দেখে – বানান ভুল নেই, কোন ভুলই নেই। মাশাআল্লাহ্‌। 😀

  4. মাহি বলেছেনঃ

    অখাদ্য নয় মোটেই!
    তবে উৎকৃষ্ট এবং সুখাদ্য হিসাবে দেখতে চাই … 🙂

    ছন্দ নিয়ে কিছু বলতে চাই না। কারণ ছন্দের কবিতা আমি খুব বেশি পছন্দ করি না। তবে এটা ভালোই লাগল… 🙂

  5. অনাবিল বলেছেনঃ

    ইদানিং ছন্দ ছাড়া কবিতাই দেখি বেশি, এই ছন্দমিলের কবিতাটা পড়ে খুব ভালো লাগলো…………… অনেক সুখাদ্য……… 🙂

    কবিতায় সরব হোক বাড়ি!

    🙂

  6. সরল বলেছেনঃ

    বৃষ্টির ছড়া………অনেক ভালো লাগলো………:-)

  7. ফিনিক্স বলেছেনঃ

    অখাদ্য কবিতার ভালো লাগায় ডুব দিলাম বৃষ্টিধারায়। :beshikhushi:

  8. অদ্ভুত ছেলে বলেছেনঃ

    বাহ! সুন্দর কবিতা তো। ছন্দহীন কবিতা আবার আমার মাথার উপ্রে দিয়া যায়। এইজন্য এইটা ভাল্লাগসে 😀

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।