সরব এ এটাই আমার প্রথম লেখা। আসলে এটাকে লেখা বলা যায় কিনা তাতে আমার ব্যাপক সন্দেহ আছে
লেখালেখি করতে ব্যাপক ধৈর্য লাগে। আমি আবার অনেক অলস মানুষ। খালি ভাবি, করি কম। প্রথম লেখা তাই কীভাবে কি করে কিছু বুঝছি না। বোহেমিয়ান ভাইয়ার অনুরোধে আমার তোলা অল্প কিছু ছবি দিয়ে এই পোস্ট।
বৃষ্টি শেষে সবুজ পাতার রঙ আর তাতে জমে থাকা পানির টুপ করে পড়ে যাওয়ার দৃশ্য না দেখলে জীবন বৃথা!!!! তাই আপনাদের জন্যে তেমন কিছু ছবি দিলাম এখানে। আশা করি ভালো লাগবে। ভালো লাগতেই হইবে!!! যেই কষ্ট করে পোস্ট দিলাম!!! না ভালো লাগলে খবর আছে!!!
১# Making The Way
২# Catch The Circles!!
৩# The Rained Home
৪# Dancing Rain
৫# টুপটাপ
৬# After a Heavy Shower
৭# এইটা হুদাই
৮# Rain in Pink
৯# The Lonely Way
আমার খুব প্রিয় একটা ছবি
১০#
১১# এই ছবিটা দেখলে আমার কেন যেন ঠান্ডা ঠান্ডা লাগে
সবাইকে অগ্রীম ১০ বস্তা ধইন্যাপাতা!!!
আচ্ছা আমি কিছু ইমোটকন দিসিলা ওই গুলা দেখায় না কেন??? http://shorob.com/wp-includes/images/smilies/icon_oops.gif
মাই ডিয়ার ইক্কুদা, প্রতিটা ছবি প্রচন্ড প্রিয় 🙂 এক্কেরে প্রথম কমেন্টটাই দিলাম, ভালো লাগতাসে ভাইবাই, নিজেকে রাজসোহান টাইপ মনে হইতেসে 😛 ছবিগুলা অসাধারণ, বিশেষ করে “মেকিং দা ওয়ে” আর “দা লোনলি ওয়ে” , পুরাই ভচাম ! (ভয়ংকর অচাম!)
:welcome:
ইয়ে মানে “রাজসোহান ” কী বস্তু??
আর ধইন্যাপাতা :happy:
‘রাজসোহান’ একজন ব্লগার যিনি সাধারণত সামহোয়্যার ইন ব্লগে লিখেন। তিনি মানুষের পোস্টে প্রথম কমেন্ট করে লিখতেন, ‘পুত্তুম পিলাচ’।
নিশম প্রথম কমেন্ট করে প্রথম বাহবা দিচ্ছে 🙂
অসম্ভব ভাল লেগেছে!!!
ছবি তুলতে পারি না, তাই দেখে-ই চোখ জুড়াই… এমন পোস্ট আরো চাই…………
খুব স্নিগ্ধতা ছুঁয়ে গেলো, কেমন যেন শান্তি শান্তি ভাব ছবিগুলোতে………
ছবির নাম গুলো ও অনেক বেশি পছন্দ হয়েছে……………
dancing rain , rained home, the lonely way একটু বেশি বেশি ভালো………
সরব থাকবেন নিয়মিত, শুভকামনা অনেক অনেক…………
হুম… ছবিগুলা দেখলেই আমারও কেমন ঠান্ডা ঠান্ডা আর শান্তি শান্তি লাগে… চোখের জন্যে ভালো
আর অনেক ধন্যবাদ… 🙂 সামনে আশা রাখছি আরও দিব 🙂
এত বেশি সুন্দর কেন!!
অনেক ধন্যবাদ পোস্টটার জন্য।
চোখ জুড়িয়ে গেছে ছবিগুলো দেখে
অনেক ধন্যবাদ 😀
একটু বেশী ই সুন্দর।
আপনার ছবির এমনিতেও আমি অনেক বড় ফ্যান।
:welcome:
🙂 🙂 তোরেও ধইন্যাপাতা। ডিমের সাথে দিয়া খাইস 😉
ভালো লাগল ছবিগুলো।=)
ধন্যবাদ রাতুল ভাই!! 🙂
#৩ #৮ বেশি জোশ! 8) :love:
সব গুলাই জোশ আসলে!
অন্নেক ধন্যবাদ ভাইয়া 🙂
আপনার নিজের তোলা? :O অনেক অনেক অনেক সুন্দর!
আরো বেশি বেশি ছবি পোস্ট চাই, সরবে এরকম পোস্টের অভাব।
:welcome:
ছবির সাইজ আরেকটু ছোট হলে ভাল হয় না?
মনে হল আর কি! 🙂
সরবে রেজ্যুলিউশন ভালো আসে না তাই বড় করে দিলাম। এরপর কমিয়ে দিবনে 🙂
জ্বি আমার নিজের তোলা । অনেক ধন্যবাদ 🙂
বৃষ্টি চোখে দেখে নিলাম আমার সর্বনাশ
🙂 🙂
ইক্কু দার ছবি দেখলে আমার খালি হতাশ লাগে। 😳
কিন্তু না দেখেও থাকতে পারি না। সপ্তাহে ২-৩ বার তো ফেসবুকে আর ফ্লিকারে তো যাই ই আর যেগুলো কম্পিউটারে নামিয়েছি ওগুলা তো চোখের সামনেই থাকে।
ইকবাল ভাই, আপনি এত্ত সুন্দর ছবি ক্যান তুলেন? 🙁
আমি পারিনা ক্যান!! :wallbash: :wallbash:
যাই হোক, :welcome:
আরে!! আমি তেমন কিছুই পারি না। টুকটাক কিছু তুলি আরও কি!!
তুমিও পারবা লেগে থাক আর শিখতে থাক। হয়ে যাবে একদিন। শুভকামনা 🙂
ইক্কু ভাইরে কী আর কমু ???
চুম্মা ম্যান … 😉
লজ্জিত!! :p
রেইনড্রপস কিপ ফলিং অন মাই হেড…
আরেহ! দারুণ
:welcome:
বিশেষ করে ২, ৪, ৯ এর জন্য :clappinghands:
😀 😀
dancing rain , rained home, the lonely way এই তিনটা অনেক বেশি ভালো লাগলো।
আরেকজন ফটোগ্রাফার যোগ হলেন সরবে। :welcome:
নিয়মিত আরও ছবি চাই। :happy:
অনেক ধন্যবাদ 🙂
ইনশা আল্লাহ 🙂
ইনশাআল্লাহ। 🙂
সুন্দর সুন্দর ছবি।
১১ নম্বরটা বেশিরকম ভালো লেগেছে 🙂
ধইন্যাপাতা 🙂 🙂
সুন্দর 🙂
৩ , ৪, ৯ বেশি ভাল লেগেছে আপু :clappinghands:
ইয়ে মানে আমি আপু না… 😛
প্রোফাইলের ছবিটা কেন যেন পরিবর্তন করতে পারছি না 🙁
ধন্যবাদ 🙂
😳 … লাল হয়ে গেলাম, আমি আসলেই দুঃখিত … 🙁
হা হা ব্যাপার না…
আমরা আমরাইতো!!!! 🙂 🙂
প্রত্যেকটা ছবিই অসাধারণ হয়েছে :clappinghands:
The Lonely Way টা একটা সময়ের কথা মনে করিয়ে দিল (যদিও এখন আর সেই সময় নাই 😛 )
লেখা চলুক :happy:
:welcome:
🙂 অনেক ধইন্যাপাতা 🙂 🙂
শুরু হিসেবে খারাপ না!
ছবিগুলো দেখে কেমন যেন একটা প্রশান্তি প্রশান্তি ভাব হচ্ছে মনে………
অসম্ভব সুন্দর হয়েছে সবগুলোই!!!
:welcome:
আপনার ছবি তোলা দেখে মুগ্ধ হয়ে গেছি!!!
কোন ছবির কথা আলাদা করে বলবো না, কারন প্রতিটা ছবিই অসাধারণ সুন্দর।
আশা করছি আরো পোস্ট দেখবো আপনার। 🙂
কোন ক্যামেরা এবং লেন্স ব্যবহার করেছেন ছবিগুলো তুলতে?
:welcome:
ধন্যবাদ 🙂
canon 1000D 18-55 KIT lens
🙂
দারুণ!
বেশি বেশি দারুণ!
কয়েকটা ছবি ডেস্কটপে দিয়ে রাখব ভাবছি, গরমের দিনে এই ছবি দেখে একটু স্বস্তি পাওয়া যাবে! :happy:
:welcome:
🙂
দারুন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ধন্যবাদ 🙂
অসাধারণ
:welcome:
অনেক ধন্যবাদ 🙂
৭ আর ৯… চুরি করে খেয়ে ফেলবার মতন জোস ছবি 🙂
তোমার ক্যামেরার লেন্স কী?
ছবি তোলার হাত যে তোমার ভালো তা আগেই দেখেছি, তবে অহংবোধ যেন গ্রাস না করে, শুধু ফোকাস থেকো, ঠিক ক্যামেরার মতই 🙂
🙂 🙂
১৮-৫৫ KIT লেন্স 🙂
দোয়া করবেন!!! 🙂
সবগুলাই জোসিলা,
তার মধ্যে ১ আর ৯ নাম্বারটা বেশি জোসিলা। :clappinghands:
ইয়াল্লা এই ছেলে এতো ভালো ছবি ক্যামনে তোলে ???
হিংসিত !!
সবগুলাই অনেক অনেক সুন্দর :babymonkey:
হা হা… ধন্যবাদ 🙂
সবগুলাই অসাধারণ। তবে The lonely wayটা খুব ভাল্লাগছে। ছবি+ক্যাপশন দুইটাই।
:love:
অনেক ধন্যবাদ 🙂
The lonely way এর আরেকটা ভার্সন আছে এখানে
http://www.flickr.com/photos/46292673@N08/7637763108/lightbox/