বৃষ্টি শেষে…

সরব এ এটাই আমার প্রথম লেখা। আসলে এটাকে লেখা বলা যায় কিনা তাতে আমার ব্যাপক সন্দেহ আছে

লেখালেখি করতে ব্যাপক ধৈর্য লাগে। আমি আবার অনেক অলস মানুষ। খালি ভাবি, করি কম। প্রথম লেখা তাই কীভাবে কি করে কিছু বুঝছি না।  বোহেমিয়ান ভাইয়ার অনুরোধে আমার তোলা অল্প কিছু ছবি দিয়ে এই পোস্ট।

 

বৃষ্টি শেষে সবুজ পাতার রঙ আর তাতে জমে থাকা পানির টুপ করে পড়ে যাওয়ার দৃশ্য না দেখলে জীবন বৃথা!!!! তাই আপনাদের জন্যে তেমন কিছু ছবি দিলাম এখানে। আশা করি ভালো লাগবে।  ভালো লাগতেই হইবে!!! যেই কষ্ট করে পোস্ট দিলাম!!! না ভালো লাগলে খবর আছে!!!

১# Making The Way

২# Catch The Circles!!

৩# The Rained Home

 

৪# Dancing Rain

৫# টুপটাপ

 

৬# After a Heavy Shower

 

৭# এইটা হুদাই

৮# Rain in Pink

 

৯# The Lonely Way

আমার খুব প্রিয় একটা ছবি

১০#

 

১১# এই ছবিটা দেখলে আমার কেন যেন ঠান্ডা ঠান্ডা লাগে

১২# Balanced

সবাইকে অগ্রীম ১০ বস্তা ধইন্যাপাতা!!!

এই লেখাটি পোস্ট করা হয়েছে ফটোগ্রাফি, বিবিধ-এ এবং ট্যাগ হয়েছে স্থায়ী লিংক বুকমার্ক করুন।

57 Responses to বৃষ্টি শেষে…

  1. ইক্কু বলেছেনঃ

    আচ্ছা আমি কিছু ইমোটকন দিসিলা ওই গুলা দেখায় না কেন??? http://shorob.com/wp-includes/images/smilies/icon_oops.gif

  2. নিশম বলেছেনঃ

    মাই ডিয়ার ইক্কুদা, প্রতিটা ছবি প্রচন্ড প্রিয় 🙂 এক্কেরে প্রথম কমেন্টটাই দিলাম, ভালো লাগতাসে ভাইবাই, নিজেকে রাজসোহান টাইপ মনে হইতেসে 😛 ছবিগুলা অসাধারণ, বিশেষ করে “মেকিং দা ওয়ে” আর “দা লোনলি ওয়ে” , পুরাই ভচাম ! (ভয়ংকর অচাম!)

    :welcome:

    • ইক্কু বলেছেনঃ

      ইয়ে মানে “রাজসোহান ” কী বস্তু??
      আর ধইন্যাপাতা :happy:

      • স্বপ্ন বিলাস বলেছেনঃ

        ‘রাজসোহান’ একজন ব্লগার যিনি সাধারণত সামহোয়্যার ইন ব্লগে লিখেন। তিনি মানুষের পোস্টে প্রথম কমেন্ট করে লিখতেন, ‘পুত্তুম পিলাচ’।

        নিশম প্রথম কমেন্ট করে প্রথম বাহবা দিচ্ছে 🙂

  3. অনাবিল বলেছেনঃ

    অসম্ভব ভাল লেগেছে!!!
    ছবি তুলতে পারি না, তাই দেখে-ই চোখ জুড়াই… এমন পোস্ট আরো চাই…………

    খুব স্নিগ্ধতা ছুঁয়ে গেলো, কেমন যেন শান্তি শান্তি ভাব ছবিগুলোতে………
    ছবির নাম গুলো ও অনেক বেশি পছন্দ হয়েছে……………

    dancing rain , rained home, the lonely way একটু বেশি বেশি ভালো………

    সরব থাকবেন নিয়মিত, শুভকামনা অনেক অনেক…………

    • ইক্কু বলেছেনঃ

      হুম… ছবিগুলা দেখলেই আমারও কেমন ঠান্ডা ঠান্ডা আর শান্তি শান্তি লাগে… চোখের জন্যে ভালো
      আর অনেক ধন্যবাদ… 🙂 সামনে আশা রাখছি আরও দিব 🙂

  4. নোঙ্গর ছেঁড়া বলেছেনঃ

    এত বেশি সুন্দর কেন!!

    অনেক ধন্যবাদ পোস্টটার জন্য।

    চোখ জুড়িয়ে গেছে ছবিগুলো দেখে

  5. নিবিড় বলেছেনঃ

    একটু বেশী ই সুন্দর।
    আপনার ছবির এমনিতেও আমি অনেক বড় ফ্যান।
    :welcome:

  6. ইঁদুর বলেছেনঃ

    ভালো লাগল ছবিগুলো।=)

  7. বোহেমিয়ান বলেছেনঃ

    #৩ #৮ বেশি জোশ! 8) :love:

    সব গুলাই জোশ আসলে!

  8. সামিরা বলেছেনঃ

    আপনার নিজের তোলা? :O অনেক অনেক অনেক সুন্দর!
    আরো বেশি বেশি ছবি পোস্ট চাই, সরবে এরকম পোস্টের অভাব।
    :welcome:

  9. বোকা মানুষ বলেছেনঃ

    বৃষ্টি চোখে দেখে নিলাম আমার সর্বনাশ

  10. তিষা বলেছেনঃ

    ইক্কু দার ছবি দেখলে আমার খালি হতাশ লাগে। 😳
    কিন্তু না দেখেও থাকতে পারি না। সপ্তাহে ২-৩ বার তো ফেসবুকে আর ফ্লিকারে তো যাই ই আর যেগুলো কম্পিউটারে নামিয়েছি ওগুলা তো চোখের সামনেই থাকে।

    ইকবাল ভাই, আপনি এত্ত সুন্দর ছবি ক্যান তুলেন? 🙁
    আমি পারিনা ক্যান!! :wallbash: :wallbash:

    যাই হোক, :welcome:

    • ইক্কু বলেছেনঃ

      আরে!! আমি তেমন কিছুই পারি না। টুকটাক কিছু তুলি আরও কি!!
      তুমিও পারবা লেগে থাক আর শিখতে থাক। হয়ে যাবে একদিন। শুভকামনা 🙂

  11. মাহি বলেছেনঃ

    ইক্কু ভাইরে কী আর কমু ???

    চুম্মা ম্যান … 😉

  12. জনৈক বলেছেনঃ

    রেইনড্রপস কিপ ফলিং অন মাই হেড…

  13. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    আরেহ! দারুণ
    :welcome:
    বিশেষ করে ২, ৪, ৯ এর জন্য :clappinghands:

  14. ফিনিক্স বলেছেনঃ

    dancing rain , rained home, the lonely way এই তিনটা অনেক বেশি ভালো লাগলো।

    আরেকজন ফটোগ্রাফার যোগ হলেন সরবে। :welcome:
    নিয়মিত আরও ছবি চাই। :happy:

  15. অদ্ভুত ছেলে বলেছেনঃ

    সুন্দর সুন্দর ছবি।
    ১১ নম্বরটা বেশিরকম ভালো লেগেছে 🙂

  16. সাদামাটা বলেছেনঃ

    সুন্দর 🙂
    ৩ , ৪, ৯ বেশি ভাল লেগেছে আপু :clappinghands:

  17. সায়েম বলেছেনঃ

    প্রত্যেকটা ছবিই অসাধারণ হয়েছে :clappinghands:

    The Lonely Way টা একটা সময়ের কথা মনে করিয়ে দিল (যদিও এখন আর সেই সময় নাই 😛 )

    লেখা চলুক :happy:

    :welcome:

  18. তায়েফ আহমাদ বলেছেনঃ

    শুরু হিসেবে খারাপ না!

  19. গাঙচিল বলেছেনঃ

    ছবিগুলো দেখে কেমন যেন একটা প্রশান্তি প্রশান্তি ভাব হচ্ছে মনে………
    অসম্ভব সুন্দর হয়েছে সবগুলোই!!!

    :welcome:

  20. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    আপনার ছবি তোলা দেখে মুগ্ধ হয়ে গেছি!!!
    কোন ছবির কথা আলাদা করে বলবো না, কারন প্রতিটা ছবিই অসাধারণ সুন্দর।
    আশা করছি আরো পোস্ট দেখবো আপনার। 🙂

    কোন ক্যামেরা এবং লেন্স ব্যবহার করেছেন ছবিগুলো তুলতে?

    :welcome:

  21. ইয়াদ বলেছেনঃ

    দারুণ!
    বেশি বেশি দারুণ!

    কয়েকটা ছবি ডেস্কটপে দিয়ে রাখব ভাবছি, গরমের দিনে এই ছবি দেখে একটু স্বস্তি পাওয়া যাবে! :happy:

    :welcome:

  22. নিশাত রহমান বলেছেনঃ

    দারুন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  23. শারমিন বলেছেনঃ

    অসাধারণ
    :welcome:

  24. এখনও শিশু বলেছেনঃ

    ৭ আর ৯… চুরি করে খেয়ে ফেলবার মতন জোস ছবি 🙂

    তোমার ক্যামেরার লেন্স কী?

    ছবি তোলার হাত যে তোমার ভালো তা আগেই দেখেছি, তবে অহংবোধ যেন গ্রাস না করে, শুধু ফোকাস থেকো, ঠিক ক্যামেরার মতই 🙂

  25. মেহদী জামান বলেছেনঃ

    সবগুলাই জোসিলা,
    তার মধ্যে ১ আর ৯ নাম্বারটা বেশি জোসিলা। :clappinghands:

  26. অক্ষর বলেছেনঃ

    ইয়াল্লা এই ছেলে এতো ভালো ছবি ক্যামনে তোলে ???

    হিংসিত !!

    সবগুলাই অনেক অনেক সুন্দর :babymonkey:

  27. মুবিন বলেছেনঃ

    সবগুলাই অসাধারণ। তবে The lonely wayটা খুব ভাল্লাগছে। ছবি+ক্যাপশন দুইটাই।
    :love:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।