বহুদূরের অনুভূতি, গাঢ় শীতল শূন্যতা,
হিম বাতাস আটকে থাকা বুকের পাঁজর,
শ্বাসগুলো আচমকা জমে ওঠে হঠাৎ,
বহুকালের অবহেলায় বেঁচে থাকা
ভাইরাসগুলো জানান দেয় তার উপস্থিতি,
রঙগুলো ভোঁতা হয়ে আসে চোখের কোণে
নোনাজল ঝাপসা করে দেয় সবকিছু
লেন্সটা অকেজো হয়ে পড়ে থাকে কিছুক্ষণ
বিরতিহীন জলধারায় ভেসে যায় কোষগুলো….
চাপা ভয় আর নিজের প্রতি ঘেন্নাগুলো
বিষের মত জায়গা করে নেয় পুরোটা মগজে
কুড়ে খায় ততক্ষণ……………
তারপর………আবার শান্ত হয়
কুঁকড়ে যাওয়া মগজের ডেন্ড্রাইটগুলো
অবহেলা পুনরায় জায়গা করে নেয়
অনুভবের পাথর দেয়ালে…………
ভোঁতা অনুভূতিতে শেকড় গাঁড়ে………ব্যস্ত জীবন তাড়না……
জীবনের ব্যস্ততা আর বাস্তবতা আসলেই অনেক কঠিন। 🙁
অফটপিক একটা কথা বলি,
শূন্যতা আর কুড়ে বানান এইরকম হবে ভাইয়া/আপু।
অনেক ধন্যবাদ আপু…..
অফটপিকঃ আমিও একটা ছোট আপু.. 🙂
চিমটি চিমটি! :happy:
ব্যস্ত জীবন…………… দেয় না অবসর… দেয় শুধু শুন্যতা…………
মন খারাপের কবিতা…………… 🙁
🙁
কেন জানি সবাই আজকাল মন খারাপ করিয়ে দেয়, কেন জানি……
কেন জানি মন খারাপের উপলক্ষ গুলো বারবার ফিরে আসে…………… মনে হয় হারিয়ে গেছে ……কিন্তু হঠাৎ আবার ফিরে আসে …হয়তো কোন দুঃখের অবসরে……………
আমাদের দুঃখবিলাস! 🙂
দীর্ঘশ্বাসের ইমো… 😐
আমাদের যত্নের রাখা দীর্ঘশ্বাস!
আমাদের অবশ অনূভূতির দেয়াল..
মন খারাপ হয়ে গেলো
🙁
সুন্দর কবিতা
😳 এতো শূন্যতা কারখানা দেখছি,,,