বিভিন্ন অবস্থায় আমার মাথায় বিভিন্ন গানের প্যারোডি ঘুরে ফিরে। তো সেগুলো নিয়েই এই প্যারোডি সমগ্র। সবগুলো প্যারোডি ই আমার নিজের লেখা। কয়েকটা আগে কোথাও দেখে থাকতে পারেন। বিশেষ করে “বেলা বোস” এর টা। এটা গুগলে সার্চ দিলে অনেক গুলো ফেইসবুক পেইজ আর অনেকগুলো ব্লগ এর লিংক পাবনে। সবগুলোতেই আমারটা ছেপে দিয়েছে কোন কৃতজ্ঞতা ছাড়াই। 😯 :slap:
যাই হোক, আশা করি প্যারোডিগুলো ভালো লাগবে… :happy:
১#
Account টা আমি খুলে ফেলেছি বেলা শুনছো??
এখন আর কেউ আটকাতে পারবেনা
Pro Pic টা এইবার তুমি পাল্টে দিতে পারো
সবাইকে বলে দাও Single তুমি থাকছোনা
Accountটা আমি করে ফেলেছি বেলা সত্যি
আর মাত্র কয়েক টা স্টেপ ব্যাস
Starting এই আমি message দিয়েছি
কিছুদিন পর দিব Wall post
চুপ করে কেন বেলা কিছু লিখ্ছো না??
হ্যা-লো!!!!!
এটা কি ডব্লিউ ডব্লিউ ডব্লিউ
ডট ফেইস বুক ডট কম্??
বেলা বোস তুমি পাচ্ছো কী পরতে??
১০-১২ টা Fake ID
পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবোনা কিছুতেই আর Block করতে!!!!
হ্যা-লো!!!!!
এটা কি ডব্লিউ ডব্লিউ ডব্লিউ
ডট ফেইস বুক ডট কম্??
দিন না করে বেলাকে Online!!!
এই মেগাবাইট যাচ্ছে কমে
আমার গ্রামীন মোডেমে
খুঁজছি কেবল বেলার Timeline!!!!
২#
পরীক্ষার্থীদের জন্যঃ
পরীক্ষার সিলেবাস দেখে বই সামনে নিয়ে গানঃ
কতই অঙ্ক দেখি বই খাতায়!
ও ভাইরে… ও ভাই
কতই অঙ্ক দেখি বই খাতায়!!!
আমি যে পাতাতেই যাই
দেখে অবাক বনে যাই!!!!
আমি অর্থ কিছু খুঁজে নাহি পাইরে
ভাইরে ভাইরে…
কতই অঙ্ক দেখি বই খাতায়!!!
পরীক্ষার ঠিক পূর্বমুহূর্তের উপযুক্ত গানঃ
“পরীক্ষার গল্প
আছে বাকি অল্প
যা কিছু দেখার নাও দেখা নাও
যা কিছু জানার নাও জেনে নাও
পাবে না সময় আর হয়তো”
পরীক্ষা শেষ হবার মুহূর্তে উপযুক্ত গানঃ
“পইড়া গেলাম প্রশ্ন তো কমই
পরীক্ষার খাতায় হারাইলাম সবই
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই পরীক্ষার বিধান!!!”
৩#
রবীন্দ্রনাথঃ কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা!!!
রবীপত্নীঃ কী বললা?? কে তোমারে অনুমতি দিসে????
রবীন্দ্রনাথঃ মনে মনে…
রবীপত্নীঃ ও আচ্ছা!!!
রবীন্দ্রনাথঃ মেলে দিলাম গানের সুরে এই ডানা!!!!
রবীপত্নীঃ আবার!!!!
রবীন্দ্রনাথঃ মনে মনে!!!!!!
৪#
আমার সারাটা WALL, খোলা INBOX, STATUS
তোমাকে দিলাম্…..
শুধু আমার LIKE টুকু তোমার কাছে চেয়ে নিলাম…..
তোমার WALL এ রোজ চোখ মেলে রাখি,
CHAT এর আওয়াজে কান পেতে থাকি….
তাকেই POKE করে বার বার KNOCK করে
STATUS তোমাকে তাই ফিরিয়ে দিলাম …….
তোমার হাতেই হোক NOTE রচনা
এ আমার WALL POST এর ভাবনা
চেয়েছি LIKE যার ACCOUNT কি আছে তার?
STATUS তোমাকে তাই ফিরে চাইলাম….
৫#
খুবই প্রিয় একটা…
তুমি রোজ বিকেলে আমার স্ট্যাটাসে
লাইক দিতে আসতে……..
জানিনা তুমি স্ট্যাটাস নাকি
আমাকেই বেশি লাইক করতে????
৬#
Wall এ ঢুকলেই Block/Report করে দেব
লিখেছে Online দাদারা
অন্য Profile দিয়ে লিখছি তাই
রঞ্জনা আমি আর লিখবোনা
রঞ্জনা আমি আর লিখবোনা
DP আমার আমি
নিজে বেছে নেই নি
অ্যালবামে ছিল না যে হায়
রঞ্জনা
স্ট্যাটাসটা যে দিতে হয়
তাই জোর করে দেই
বছরে দু’একবার
রঞ্জনা
লাইক সত্তর
পাই আমি স্ট্যাটাসে
ভালো লাগে পেতে পোক
রঞ্জনা
পেপসি বা ফানটা
কোনটাই যে দেইনা
খেয়ে ফেলি
গিলে এক ঢোক
রঞ্জনা
Inbox টা খুলে
Check করে দেখি
দাদা বলে: ” আবারও তোকে যদি
ফেইসবুকে দেখি,
এমন একটা লাথি মারবো না!!!”
(কিংবা
মাউস টা খসে ফেলে
বাড়ি দিয়ে দেখি
দাদা আমি এখনো যে
অভ্র তেই লেখি
টাইপের জোড়ে আমি পারবো না
)
পারবো না হতে আমি রোমিও
message, status তাই জমিয়ো
লিখতে হবে না আর ফেইসবুকটায়…
রঞ্জনা আমি আর লিখবো না
রঞ্জনা আমি আর লিখবো না
৭#
স্ট্যাটাস দেইনি তবুও
এটাই জরুরী খবর…
আকাঙ্ক্ষা আর হতাশায়
স্ট্যাটাস দেয়ার কোন মানে নেই
…………………
মনিটরে আধো-আলো ফেইসবুকে
চ্যাট মেসেজে কার যেন ডাক আসে???
যদি কোনদিন সে অনলাইন হয় আবার
লাইকে ভরে দেয় গোটা প্রোফাইল আমার
ইনবক্সে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ
যদি কোনদিন অটুট বিশ্বাসে
যদি কোনদিন…..
যদি কোনদিন…..
৮#
সর্দি লেগেছে আজ আমার নাকে
টানছি নাক আমি সকাল থেকে……
হাঁচির জোয়ারে কাঁপছে সারা শরীর
কতদিন এমন হাঁচি দেই না যে…….
সর্দি নিয়ে কত ওষুধ
আজ কোথায় হারায়
প্রেসক্রিপশনের লেখাগুলো
আজ মোরে কাঁদায়
ডাক্তার তো দিয়েছিল মোরে
এক গাদা ওষুধ……
আমি তো খেয়েছিলাম
সবগুলো ওষুধ
তবে কেন আবার এলো
সর্দি-কাশি-জ্বর???
৯#
স্ট্যাটাস দিয়ে ফেইসবুক ছেড়ে যাব কোথায় ??
এক জীবনে এত লাইক পাবো কোথায়??
১০#
“শুনেছি তোমার স্ট্যাটাসে নাকি উপচে পরে লাইক
নিজের গুন নিজেই গাও মুখে লাগিয়ে মাইক
সামনের মাসে তোমায় একটা ফ্যান পেজ খুলে দেব…”
হা হা…… :dhisya:
মজা পেয়েছি পড়ে।
বেলা বোসেরটা আপনার লেখা! এর আগে কত জায়গায় যে পড়েছি…
জ্বি ভাই, গুগলে সার্চ দিলে নিজেই অবাক হই 🙂 🙂
ধন্যবাদ 🙂
:happy: :happy: :happy:
🙂
হে হে । চরম মজা পেলাম। 🙄
কতগুলো বিভিন্ন পেজে দেখেছি। যাক আসল লেখককে চিনে ফেললাম।
দারুণ প্যারোডি লিখেন আপনি :dhisya:
🙂 🙂
ধন্যবাদ 🙂
১০-১২ টা Fake ID
পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবোনা কিছুতেই আর Block করতে!!!!
এ জন্যেই তো বলি ফেসবুকে কেন এত এত ফেইক একাউন্টের ছড়াছড়ি! :haturi: :haturi: :haturi:
ভাল লাগলো খুব! :love: :love:
হে হে…
ধন্যবাদ 🙂
৪ নং টা সবচে সুইট লেগেছে……… 😀
১, ৩, ৫, ৬ খুব ভালো… হাসতে হাসতে শেষ……
বেলা বোসেরটা আগে পড়েছি, আসল লেখককে চিনে ভালো লাগলো………… 🙂
ছবি, প্যারোডি… এরপর কী??
আপনার ফ্যান হয়ে যাচ্ছি……… 🙂
ধন্যবাদ ধন্যবাদ 🙂 🙂
মাঝে মাঝে কিছু অনুকাব্যও লিখি …দিবোনে একদিন 🙂 🙂
এক কথায় দারুণ
:happy: :happy:
:happy: :happy:
তুমি তো ভাই সিরাম দেখালে!!! ফেবু শেয়ার মাস্ট!!!!!
অনেক ধন্যবাদ 🙂 🙂
চরম :dhisya:
মার্কা পোষ্ট
:penguindance:
ধইন্যাপাতা!!! 🙂 🙂
এক্কেবারে সিরাম পোস্ট :happy: :happy:
আমি তো পুরাই হা হা প গে =)) =))
🙂 এত গড়াগড়ি খাইলে ছবি তুলবা ক্যেমনে!! 😉
:beerdrink:
সুপ্পার!!!রকিং!!! চরম!!! :happy:
এক্কেবারে সেইরকম হইসে! =)) :huzur: 🙄
কিপ ইট আপ ইক্কু দা।
:love:
দাদা সবগুলাই সেরম হইছে। হাসতে হাসতে অবস্থা খারাপ 🙄