ডিজিটাল আমলা-মন্ত্রীদের ভবিষ্যৎ জনপ্রিয় উক্তিসমুহ

উনাদের কথাবার্তার যা অবস্থা , কবে এই কথাগুলো যে বলে ফেলেন । তবে মনে রাখবেন সম্ভাবনা ১০০% এর মধ্যে ২০০% । হাজার হউক ডিজিটাল যুগের আমলাদের উক্তি বলে কথা ।

****যোগাযোগ মন্ত্রীর নয়া ভাবনা****

যোগাযোগ মন্ত্রী বলবেন: ইদানিং আমি বাচ্চাদের সাথে  Ninja Turtles Cartoon টা দারুনভাবে উপভোগ করছি । আমাদের যোগাযোগ সমস্যা সমাধানে ওদের জীবন পদ্ধতি যুগান্তকারী সমাধান দিবে ।

****নৌপরিবহনমন্ত্রীর নয়া ভাবনা****

নৌপরিবহনমন্ত্রী বলবেন: আমাদের ঢাকা শহরে রাস্তাঘাট এর আর দরকার নাই, নদী খনন কাজ শুরু করতে হবে । তাহলে ঢাকা সহর ইটালি ভেনিস শহরের মত হয়ে যাবে । চারদিকে ভালবাসার জয়জয়কার হবে ।

****ফ্রিল্যান্সিং নিয়ে উনাদের ভাবনা****

তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলবেন: এ দেশ থাকবে না আর কৃষি নির্ভর দেশ, কাজ পাই আর না পাই  ফ্রিল্যান্সিং দিয়ে গড়ব ডিজিটাল বাংলাদেশ ।

**** ফেসবুক নিয়ে উনাদের ভবিষ্যৎ ভাবনা****

নৌপরিবহনমন্ত্রী বলবেন: ফেসবুক এ মানুষ খালি সুন্দর ভাষায় গালি দেয়া শিখতেসে, তাই আপনারা নতুন প্রজন্ম কে ফেসবুকে কী-বোর্ড দিয়ে কিছু করতে দিবেন না, সুন্দর চিত্তের প্রকাশ ঘটবে|
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন: লগইন করতে পারছেন না,এইজন্য আপনি দায়ী,আপনার সঠিক পাসওয়ার্ড দায়ী নয়|
এরপর প্রধানমন্ত্রী বলবেন: ফেসবুকে যেতে পারছেন না , এইজন্য বিরোধীদল দায়ী | ওরা সাবমেরিন কেবল হ্যাক করসে|
এরপর রাষ্ট্রপতি বলবেন : ক্ষমা করে দিলাম | আমার ক্ষমা আকাশে বাতাসে ফেসবুকে ঘুরে বেড়ায় | ঐটা By Default

**** ব্লগ নিয়ে উনাদের চুলকানি চিন্তা****

সরকার দলীয় আমলা বলবেনঃ আপনারা ঘরে বসেই ব্লগ লিখুন, সকল আন্দলন ব্লগেই করুন । রাস্তায় নেমে কি হবে । রোদ বৃষ্টির মধ্যে কেন বের হবেন ? শক্তি সঞ্ছয় করুন । দেশের উপকার হবে ।
এরপর প্রধানমন্ত্রী বলবেন: বিরোধীদল, আপনারা আপনাদের যাবতিয় দাবিদাওয়া ব্লগ এ লিখুন । আমি নিয়মিত ব্লগ পড়ি । ব্লগেই আন্দলন করুন । ব্লগেই হরতাল করুন । আমি ব্লগেই প্রতিহত করব আপনাদের যাবতীয় ষড়যন্ত্র । দেশের স্বার্থেআমি দুর্বার ব্লগার হয়েই দেখাব ।
এরশাদ বলবেনঃ ব্লগের ১৮+ লিখা আমার খুব প্রিয় । আমি ১৮+ সেকশন এ আমার দলের দাবিদাওয়া এবং নিজের চাহিদার কথা জানাব ।
এরপর রাষ্ট্রপতি বলবেনঃ ব্লগ এ একটা গন ক্ষমা বাটন দেয়া হউক । আলাদা আলাদা মাফ করতে আমার অনেক কষ্ট হয় । এত কুরুচিপূর্ণ শব্দসমুহ । আমার বিশ্ববিদ্যালয় জীবনের কথা মনে করিয়ে দেয় ।

**** জন্মদিন নিয়ে উনাদের ভাবনা****

বিরোধীদলীয় নেত্রী বলবেনঃ বছরের প্রতিটি দিন ই আমরা লড়াই করার জন্য জন্মাই । তাই ভেবেচিন্তে একদিন জন্মদিন পালন করলেই কি নয় ।
এরশাদ বলবেনঃ বাহ এক দিনে কাঙ্গালি ভোজ আবার একি দিনে কেক পার্টি , পেটে বদহজম না হলেই হয় । বয়স তো কম হল না ।
সরকার দলীয় আমলা বলবেনঃ ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল কোন তালিকায় বিরোধীদলীয় নেত্রীর জন্মদিন এক না । জন্মদিনের জন্য একটা নিবন্ধনই গ্রহণযোগ্য । এতগুলো ডাটা আমাদের নির্ভুল ডাটাবেইস সংরক্ষন করতে পারবে না ।

তাই ঐ নিবন্ধন ফাকা থাকবে । ডাটাবেইস অনুসারে উনি কোনদিনই জন্মদিন পালন করতে পারবেন না ।

[কাল্পনিক উক্তি গুলো যদি কখনও বাস্তবে অদূর ভবিষ্যৎ  এ  উনারা বলে ফেলেন অথবা ঘটিয়ে ফেলেন, তাহলে তা অবশ্য ঘটনীয় ঘটনা হিসাবে বিবেচনা করিবেন ]

এই লেখাটি পোস্ট করা হয়েছে রম্য, সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে , , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

5 Responses to ডিজিটাল আমলা-মন্ত্রীদের ভবিষ্যৎ জনপ্রিয় উক্তিসমুহ

  1. বোকা মানুষ বলেছেনঃ

    ভাই! এইসব কমেন্ট কইরেন না। ধরা খাইলে কিন্তুক আমি নাই।

  2. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    খাইছে!!!!!!!!! 😯

  3. নিশম বলেছেনঃ

    “তেনারা” দেখলে ” এক্কারে ধরে দেবানি ” !!! বুঝছেন ?? :dhisya: :dhisya:

    প্লাস 😀 😀

  4. মুবিন বলেছেনঃ

    কি করিব মন্তব্য,
    না করাটাই কর্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।