১০০ তে ১০০ – ১ম পর্ব (ভিডিও)

সরবে এটাই প্রথম পোষ্ট আমার। কিছুটা দেরি করেছি যোগ দিতে। আবার টেকনিক্যাল সমস্যাও হচ্ছিল। আজ সেই সমস্যা ঠিক করা হয় আর আমার আই.ডি পাওয়ায় স্বর তুললাম। এই মাত্র ২-৩ দিন আগে আমার জীবনে প্রথম একটা কিছু তৈরি করলাম আমার মেয়ে দুটিকে নিয়ে। সেটা দিয়েই না হয় স্বর সাধনা শুরু করি সরবে।

[youtube=http://www.youtube.com/watch?v=_Q99_0b2sA4&feature=youtu.be]

লিংক: http://youtu.be/_Q99_0b2sA4

ভালো কথা, সরবের নীতিমালা পড়ে নিয়েছি, তারপরেও প্রাথমিক দিকে ভুল হলে সুন্দর করে বুঝিয়ে দেবেন, বুঝে যাবো। 🙂

এই লেখাটি পোস্ট করা হয়েছে কার্টুন, চিন্তাভাবনা, সচেতনতা-এ এবং ট্যাগ হয়েছে , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

24 Responses to ১০০ তে ১০০ – ১ম পর্ব (ভিডিও)

  1. সামিরা বলেছেনঃ

    চমৎকার লাগলো তো!
    অন্য বাচ্চাদের সাথে তুলনা করার অভ্যাসটা আসলেই অনেক খারাপ প্রভাব ফেলে ছেলে-মেয়ের ওপর। 🙁

  2. অনাবিল বলেছেনঃ

    দারুণ!
    আপনাকে সরবে দেখে খুব ভালো লাগলো…… সচেতনতার স্বরে সরব হই যেন আমরা সবাই!

    সরবে স্বাগতম!
    🙂

  3. শারমিন বলেছেনঃ

    :welcome:
    ভালো লেগেছে। 🙂

  4. মিজানুর রহমান পলাশ বলেছেনঃ

    চমৎকার জিনিস হয়েছে!
    :welcome:

  5. বোহেমিয়ান বলেছেনঃ

    ভিডিওটা আমি এখন দেখতে পাচ্ছি না কেন জানি 🙁

    সরব এ স্বাগতম ভাইয়া।

    নিয়মিত লিখতে থাকুন।

    এই প্ল্যাটফর্মটা এই জন্যই যেন আমরা ভালো কথা/ কাজ গুলো ছড়িয়ে দিতে পারি

  6. ফিনিক্স বলেছেনঃ

    চমৎকার একটি ভিডিও ভাইয়া। সবার জন্য শিক্ষণীয়।
    এমন ইতিবাচক পোস্ট আরও চাই।

    :welcome:

    • শিবলী বলেছেনঃ

      আপনাদের সকলের মন্তব্য উৎসাহ হিসাবে কাজ করেছে আর তাই দু’ঘন্টা আগেই আরেকটা কাজ শেষ করলাম মেয়েদুটিকে নিয়ে। কিন্তু কেন জানি ভয়েস রেকর্ডিংটা এবার ভালো হয়নি। 🙁

      আবার রেকর্ড করতে হবে। মেয়েদুটিকে বললাম। ওরা বললো, কোন সমস্যা নাই আরেকদিন রেকর্ড করবো। আজকে না। আমিও জোর করলাম না। কারন জোর করে যদি করাতাম তবে হয়তো এই কাজটার প্রতি ওদের আগ্রহই নষ্ট হয়ে যেতো, তাই না?

      • ফিনিক্স বলেছেনঃ

        অবশ্যই ভাইয়া। জোর খাটিয়ে আসলেও ভালো কিছু হয় না।

        আপনার উদ্যোগটা অনেক ভালো, আপনার মেয়ে দুটোও। মাশআল্লাহ। ওরা যে পাশে থেকে বুঝে বুঝে আপনাকে সাপোর্ট দিচ্ছে এটা বাবা হিসেবে আপনার অনেক বড় পাওয়া। 🙂

  7. ফিনিক্স বলেছেনঃ

    ভাইয়া, ইউ টিউবে আপনার আরও কিছু ভিডিও দেখে সাবস্ক্রাইব করার লোভ সামলাতে পারলাম না!

    জুমানা ও রামিছার জন্য অনেক অনেক আদর আর ভালোবাসা। আমি দুজনেরই ফ্যান হয়ে গিয়েছি ভাইয়া! :beshikhushi:

  8. শামসীর বলেছেনঃ

    :love: :welcome:

    কাজে লাগবে

  9. অক্ষর বলেছেনঃ

    ভাইয়া :huzur: :huzur: :huzur:

    আমারও এই সমস্যাটা অনেক বেশি হয় 🙁
    ছোটবেলা থেকেই আমার রেসাল্ট অনেক ভালো। ৫ম, ৮ম শ্রেনীতে বৃত্তি , এস.এস।সি, এইচ.এস.সি তে সব বিষয়ে A+ তারপর সবগুলো ভালো ভার্সিটিতে চান্স পেয়ে ঢাবিতে CSE তে ভর্তি হওয়া। কিন্তু প্রথমে রেসাল্ট ভালো করতে দেখলে নিজের খুব খুশি লাগত কিন্তু আস্তে আস্তে ওটা আর ভালোলাগার পর্যায়ে থাকেনি, যখন দেখতাম আমার রেসাল্টের সাথে মানুষ আরেকজনের রেসাল্টের তুলনা করত। আমি নিজের মত করে শিখতে পারি নি শুধু এই রেসাল্টের ভয়ে । এখনও ভার্সিটিতে উঠে যখন নিজের ইচ্ছা মত পড়তে চাই এই রেসাল্টের ভয় কিছুই করতে দেয় না। অভিভাবকদের এই বিষয়গুলো দেখা দরকার তা না হলে আমরা আসলেই পাগল হয়ে যাব। 🙁

  10. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    এই ভিডিও টা আমি কিছুদিন আগে সামুতে দেখেছি। আপনি দিয়েছিলেন? দারুন লেগেছিল। এমন আরো কিছু করুণ।

  11. কত্তো ছোট্ট অথচ ভয়ানক একটা সর্বনাশ করে দিতে ভাইয়া বাবা-মা দের এই অভ্যাসটা, খুব বেশি দেখতে পাই ইদানীং, ভালো লাগলো ভাবনার বহির্প্রকাশটা……

    আর হ্যাঁ…

    :welcome:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।