হাজারের ভিড়ে দায়ী, একজন।
আমার জন্মের জন্য,
দায়ী একটি বেনামী শুক্রাণু।
শুক্রানুদানের উদ্দেশ্য?
নয় সৃষ্টি,
বরং শুধুই পরিতৃপ্তি।
ডিম্বকাধিকারিনী, যে কিনা হতে পারতো আমার মা,
ছিলও না কোনও দেহবিকিনী।
শুধুমাত্র যৌনতার তাড়নায়,
মোড়ক উন্মোচিত হলও,
অষ্টাদশ পূর্ব কলেজ পড়ুয়া শরীরটি।
যে সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে,
মেতে উঠেছিলো আদিমতায়,
আজ সে সমাজের দোহাই দিয়ে
আমার অস্তিত্ব নিমজ্জিত কালিমায়।
ভাব-মূর্তির মূল্যমান রক্ষার্থে,
আমার স্থান আজ আস্তা-কুড়ে,
জন্মহীন এই জন্ম আমার,
কার কর্মের কারণে?
আদিম এক খেলায় মজে উঠেছে সমাজ,
সাক্ষী ? ওই কৃষ্ণ আকাশে।
অজস্র দৃষ্টিহীন ফিটাসের কান্না
আজ ভেসে বেড়ায় বাতাসে।
(এটি বহু আগে ফেবুতে প্রকাশিত। আরেকটি কথা হলো, নামটি আমি অর্থহীনের “ফিটাসের কান্না” নামক গান থেকে নিয়েছি)
জীবনের ক্ষোভ আর বিক্ষোভের গান।
মাঝে মাঝেই ডাস্টবিনে পড়ে থাকতে দেখি বিকট সদৃশ কিছু জিনিস কিংবা প্রান ! হাত আছে তো পা নেই, পাকস্থলি বেড়িয়ে আছে। ঘেন্নাও লাগেনা, মায়াও লাগেনা। প্রচন্ড জেদ লাগে, প্রচন্ড আক্রোশ জন্মায় মনে।
ক্ষোভ আর বিক্ষোভের অসাধারণ অভিব্যক্তি….
ধন্যবাদ দাদা 🙂
🙁
🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁
:huzur:
এই ভাবনাটা আমাদের মধ্যে কেন জানি কখনোই ভর করে না! পরিতৃপ্ততায়ই আমরা খুশি……
🙁 🙁
খারাপ লাগে খুব 🙁 ঐ বাচ্চাটার কি দোষ বলেন তো ? আমার বেঁচে থাকার যতোটুকু অধিকার আছে, ঐ বাচ্চাটার ঠিক ততোটাই অধিকার আছে আলো বাতাস এ খেলা করবার ! এই খুনী গুলো এতো সহজে পার পেয়ে যায়, ভাবলেও অবাক লাগে !
ইয়ো নিশম! ইয়!
চলুক :dhisya:
হায় সিস্টেম! আমাদের খুব দ্রুত একজন ফিদেল ক্যাস্ট্রো দরকার।