স্মার্ট নোটিফিকেশন, নতুন সব উইজেট -সরব এর ডেভেলপার বলছি

বাংলা আন্তর্জালের স্মার্টেস্ট  নোটিফিকেশন (ফেইসবুকের মত) নিয়ে এলো সরব- আপনার প্রিয় বাংলা প্ল্যাটফর্ম। সরব বিশ্বাস করে গড়তে এবং করতে!  আমরা সেই প্রচেষ্টাই করে যাচ্ছি নিরন্তর।

আপনার পোস্টে কেউ কোন কমেন্ট করলে কিংবা আপনার কোন কমেন্টের রিপ্লাই কেউ দিলে আপনি নোটিফিকেশন পাবেন উপরে “সরব বার” এ। সেখানে ক্লিক করে সেই পোস্টে যেতে পারবেন। নানা ব্যস্ততায় আগের পোস্টে কমেন্টের রিপ্লাই করতে পারেন নি। এবারে ঠিকই পাবেন। এই নোটিফিকেশন আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেবে বহু গুণ!  (আপনারা অনেক দিন ধরেই ব্যবহার করছিলেন এর মধ্যে আমরা নানান বাগ বাগে এনেছি।)

সরব নোটিফিকেশন

এবারে আসি নিত্য নতুন উইজেট নিয়ে। আপনার সাম্প্রতিক  তম কমেন্টগুলোর  কিছু অংশ দেখা যাবে একটি নতুন উইজেট এ। আমরা আশা করি আমাদের লেখক/পাঠকরা মান সম্পন্ন  কমেন্ট করবেন । এক পলকেই আপনার সাম্প্রতিক কমেন্টগুলার  প্রথমাংশ আমরা দেখতে পাবো!

লেখকের সাম্প্রতিক পোস্ট যুক্ত করা হয়েছে। লেখকের পোস্ট ব্রাউজ করা আরও সহজ হলো। অনেক সরব এই অনুরোধ করেছিলেন।

রেটিং যুক্ত হয়েছে। ৫ তারকা রেটিং সিস্টেম।  আমরা আশা করব রেটিং এর মাধ্যমে সুচিন্তার প্রকাশ ঘটাবেন।

সরব এর ইউজার ইন্টারফেইস নিয়েও আমরা সামান্য কাজ করেছি। আরও করার পরিকল্পনা নিয়েছি। সরব এ নিয়মিত নতুন নতুন ফিচার যুক্ত হবে – এই প্রতিজ্ঞাটুকু আমরা জানিয়ে রাখছি।

সরব বাংলা আন্তর্জালে সবচেয়ে ইনোভেটিভ প্ল্যাটফর্ম বলেই মনে করি। ব্যানার নিয়ে আমাদের যে অসাধারণ সেকশন তা শুধু আমাদেরই আছে। বাংলা ভাষায় প্রথম গণিত বিষয়ক ইবুক এর প্রকাশে আমাদের ডেভেলপার টিমও দারুণ আনন্দিত।

সরব থেকে মুভি ক্লাব করা হবে। এই লক্ষ্যে আমরা কিছু কাজ করেছি। আরও করব। আপনাদের  সহযোগিতা আশা করছি।

টিপস  Distraction Free আরামদায়ক লেখার জন্য ফুল স্ক্রিন জুড়ে লিখতে পারেন । আমরা সরব এ মান সম্পন্ন পোস্ট চাই। মান সম্পন্ন পোস্ট এর জন্য Distract এড়ানোর জন্য এই স্ক্রিন ব্যবহার করতে পারেন।

FULL SCREEN অপশনে ক্লিক করলে এই রকম ভাবে লিখতে পারবেন।

মনোযোগী পরিবেশ

তারুণ্যের প্ল্যাটফর্মে তারুণ্যের বহিঃপ্রকাশ ঘটছে, ঘটতে থাকুক। সরব এর টেকি টিম আপনাদের সাথেই আছে।

আমরাও নিয়মিত টেকি টিপস নিয়ে আপনাদের সামনে সরব হবার স্বপ্ন দেখছি।

সরব হোন – স্বপ্ন নিয়ে!

ডেভুস্বর সম্পর্কে

সরব এর টেকি দিক দেখাশোনা করি। বাংলাদেশটা নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখি
এই লেখাটি পোস্ট করা হয়েছে অনুপ্রেরণা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

15 Responses to স্মার্ট নোটিফিকেশন, নতুন সব উইজেট -সরব এর ডেভেলপার বলছি

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    নিয়মিত টিপস পোস্ট চাই

    • বোহেমিয়ান বলেছেনঃ

      দুঃখিত! কমেন্টের মান বাড়ানোর দিকে খেয়াল রাখতে বলা হয়েছিলো আর আমি কিনা এক লাইনের কমেন্ট দিয়ে বসলাম!!

  2. জনৈক বলেছেনঃ

    সরবের ডেভ্যু- ব্লগার ও পাঠকদের আন্তরিকতায় সরব অনেক দূর এগিয়ে যাবে বলে আমার ও আমাদের বিশ্বাস!

    নতুন নতুন ফিচার যোগ হৌক!

  3. সামিরা বলেছেনঃ

    নতুন অ্যাডিশনগুলো ভাল লাগছে খুব, অনেক ধন্যবাদ!
    নোটিফিকেশনটাকে আরেকটু ঘষামাজা করা হবে বলে আশাবাদী, আরেকটু ফেইসবুক টাইপ আর কি! 😀
    আর ফুল স্ক্রীনটা এখনও ব্যবহার করি নি তো! করতে হবে দেখি। আমি আবার সাধারণত ওয়ার্ডে লিখে কপি-পেইস্ট করি কিনা! তবে সরবে এডিট করা হয়। 🙂

  4. শিবলী বলেছেনঃ

    ইমেল নোটিফিকেশনের বিষয়ে কি ভাবছেন? এটা খুবি জরুরী বলে আমি মনে করি। 🙂

  5. শিবলী বলেছেনঃ

    ও হ্যা, নোটিফিকেশন বার সত্যিই চমৎকার। বিশেষ করে ক্লীক করলে একদম সেই জায়গাটাতেই নিয়ে যায়। ফেসবুকের ও শব্দনীড়ের একটা ফিচার আমার বেশ ভালো লাগে। সেটা হলো, মন্তব্য পোষ্ট করার পরেও কিছুটা সময় পাওয়া যায় সেটি এডিট করার। ফেসবুক সামান্য কয়েক সেকেন্ড সময় দেয় পোষ্ট করা মন্তব্য আবার এডিট করার জন্য। আর শব্দনীড় অবশ্য একটু বেশীই সময় দেয়, ৫ মিনিট। এতো লম্বা সময়ের দরকার নেই, কিন্তু কিছু সেকেন্ড পেলেও অনেক ভালো হতো। 🙂

  6. দুর্দান্ত! আরো দারুণ কিছু কাজ দেখলাম, অনেকটা মজাদার হয়ে এলো ব্লগিং!
    দারুণ!

  7. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    নতুন সব বিষয়গুলো আসলেই চমৎকার। তবে, নোটিফিকেশনের সিস্টেমটা পুরো ফেবুর মতো হলে আরো ভালো হয়। তাহলে সবগুলো নোটিফিকেশনকে ক্লিক করে করে সরাতে হবে না……

  8. শারমিন বলেছেনঃ

    :clappinghands:
    নতুন সব বিষয়গুলো আসলেই দারুণ । আশা করি সামনে আরও ভালো হবে।

  9. অনাবিল বলেছেনঃ

    দারুণ ব্যাপার!

    সরবের সাথেই আছি, সরব আছি… :love:

  10. সামিরা বলেছেনঃ

    সরবে এখন নোটিফিকেশন ডিলিট করা যায়, দেখে আনন্দিত হয়ে নতুন কয়েকটা দেখার আগেই ডিলিট করে ফেলছি! >_<

  11. রাইয়্যান বলেছেনঃ

    ডেভুর জন্য ভালুবাসা :love: :love: :love: :love: :love: :love:

  12. অদ্ভুত ছেলে বলেছেনঃ

    আহা! সেই বহু প্রতিক্ষীত নোটিফিকেশান!

    ডেভুকে ধইন্যাপাতা 😀

  13. ইয়াদ বলেছেনঃ

    ফিচার গুলো বেশ ভালো লাগলো

    ফোনেটিক কিবোর্ড পেলে ভালো লাগবে 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।